নাটোর প্রতিনিধি

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘দেশের অনেক মাদ্রাসা সরকারের দেওয়া লবণ ও কোরবানির পশুর চামড়া আলাদা বিক্রি করেছে।’
আজ মঙ্গলবার দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শন শেষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার প্রথমবারের মতো চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ বিতরণ করেছে। সরকারকে লবণ ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রমের অব্যবস্থাগুলো চিহ্নিত করা হবে।’
বশিরউদ্দীন বলেন, ‘গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ। গরমের কারণে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। এ ছাড়া মৌসুমি ব্যবসায়ীদের অদূরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারণে চামড়া কেনাবেচায় তাঁরা ধাক্কা খেয়েছেন।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়াশিল্পে এতিমখানা ও মাদ্রাসাগুলোর যাতে স্বার্থরক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে। সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারেন, সে জন্য সারা দেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদ্রাসা লবণ ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।’
এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সায়দার খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

অন্তর্বর্তী সরকারের বাণিজ্য উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেছেন, ‘দেশের অনেক মাদ্রাসা সরকারের দেওয়া লবণ ও কোরবানির পশুর চামড়া আলাদা বিক্রি করেছে।’
আজ মঙ্গলবার দুপুরে দেশের দ্বিতীয় বৃহত্তম কাঁচা চামড়া মোকাম নাটোরের চক বৈদ্যনাথ পরিদর্শন শেষে চামড়া ব্যবসায়ীদের সঙ্গে মতবিনিময় সভায় বাণিজ্য উপদেষ্টা এ কথা বলেন।
উপদেষ্টা শেখ বশিরউদ্দীন বলেন, ‘সরকার প্রথমবারের মতো চামড়া সংরক্ষণে বিনা মূল্যে লবণ বিতরণ করেছে। সরকারকে লবণ ব্যবসায়ীদের স্বার্থও দেখতে হয়েছে। ভবিষ্যতে এই কার্যক্রমের অব্যবস্থাগুলো চিহ্নিত করা হবে।’
বশিরউদ্দীন বলেন, ‘গত ১০ বছরের মধ্যে চামড়ার দাম এ বছর সর্বোচ্চ। গরমের কারণে সংরক্ষণে সমস্যা হওয়ায় এ বছর চামড়া পচে নষ্ট হয়েছে। এ ছাড়া মৌসুমি ব্যবসায়ীদের অদূরদর্শিতা ও জ্ঞানের অভাবের কারণে চামড়া কেনাবেচায় তাঁরা ধাক্কা খেয়েছেন।’
বাণিজ্য উপদেষ্টা বলেন, ‘চামড়াশিল্পে এতিমখানা ও মাদ্রাসাগুলোর যাতে স্বার্থরক্ষা হয়, সে ব্যাপারে সরকার কাজ করছে। সবাই যাতে চামড়ার সঠিক মূল্য পেতে পারেন, সে জন্য সারা দেশে সাড়ে ৭ লাখ টন লবণ বিতরণ করা হয়েছে। সরকার লবণ ছাড়া চামড়ার দাম নির্ধারণ করে না। অনেক মাদ্রাসা লবণ ছাড়া চামড়া দিয়েছে। অনেক মৌসুমি ব্যবসায়ীর এ সম্পর্কে ধারণা না থাকায় তাঁরা চামড়ার কাঙ্ক্ষিত দাম পাননি।’
এ সময় নাটোরের অতিরিক্ত জেলা প্রশাসক আবুল হায়াত, পুলিশ সুপার মোহাম্মদ আমজাদ হোসাইন, সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আখতার জাহান সাথী, জেলা চামড়া ব্যবসায়ী সমিতির সভাপতি সায়দার খান, সাধারণ সম্পাদক আব্দুল হালিম সিদ্দিকী উপস্থিত ছিলেন।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
৪ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৪ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৪ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৫ ঘণ্টা আগে