রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, একজন গবেষক ও ২২৬ জন কৃতী শিক্ষার্থী মোট ২৩৪ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
২০১৫ থেকে ২০২০ সালের বিভিন্ন বর্ষের পরীক্ষায় ৩.৭৫ বা তদূর্ধ্ব ফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ খালেদ মোস্তাক।
২০২৩ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মণ্ডল এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল। পিএইচডি গবেষক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো. জহিরুল ইসলামও অ্যাওয়ার্ড পেয়েছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৮ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৪ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ছয়জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২০ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১১ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৪২ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৯ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৯ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১৮ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৩৫ জন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের চারজন।
অনুষ্ঠানে সম্প্রতি অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাহিদুর রহমান, অধ্যাপক সি এম মোস্তফা এবং অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক। এ ছাড়া প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) প্রকৌশল অনুষদের সাত শিক্ষক, একজন গবেষক ও ২২৬ জন কৃতী শিক্ষার্থী মোট ২৩৪ জনকে ডিনস অ্যাওয়ার্ড দেওয়া হয়েছে। আজ রোববার বিশ্ববিদ্যালয়ের এম ওয়াজেদ মিয়া একাডেমিক ভবনের প্রকৌশল অনুষদ গ্যালারিতে এক আড়ম্বরপূর্ণ অনুষ্ঠানে তাঁদের হাতে ক্রেস্ট ও সনদ তুলে দেওয়া হয়।
২০১৫ থেকে ২০২০ সালের বিভিন্ন বর্ষের পরীক্ষায় ৩.৭৫ বা তদূর্ধ্ব ফল অর্জনকারী শিক্ষার্থীদের এই অ্যাওয়ার্ড দেওয়া হয়। অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক সুলতান-উল-ইসলাম ও অধ্যাপক হুমায়ুন কবীর উপস্থিত ছিলেন।
বিশ্ববিদ্যালয়ে গবেষণায় অবদানের জন্য ২০২২ সালে অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মো. মিজানুর রহমান, ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের সহযোগী অধ্যাপক মো. খাইরুল ইসলাম, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক উৎপলানন্দ চৌধুরী ও ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের সহকারী অধ্যাপক শেখ খালেদ মোস্তাক।
২০২৩ সালের অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষকেরা হলেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. ইব্রাহীম হোসেন মণ্ডল এবং ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের অধ্যাপক মির্জা হুমায়ূন কবীর রুবেল। পিএইচডি গবেষক হিসেবে ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের গবেষক মো. জহিরুল ইসলামও অ্যাওয়ার্ড পেয়েছেন।
অ্যাওয়ার্ডপ্রাপ্ত শিক্ষার্থীদের মধ্যে রয়েছেন ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৮ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৪ জন, কম্পিউটার সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ছয়জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২০ জন, ইনফরমেশন অ্যান্ড কমিউনিকেশন ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১১ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৪২ জন, ম্যাটেরিয়ালস সায়েন্স অ্যান্ড ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৯ জন এবং (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ২৯ জন, ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিক ইঞ্জিনিয়ারিং বিভাগের (এমএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ১৮ জন, (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের ৩৫ জন এবং টেক্সটাইল ইঞ্জিনিয়ারিং বিভাগের (বিএসসি) ইঞ্জিনিয়ারিংয়ের চারজন।
অনুষ্ঠানে সম্প্রতি অবসরপ্রাপ্ত ফলিত রসায়ন ও রসায়ন প্রকৌশল বিভাগের অধ্যাপক মো. সাহিদুর রহমান, অধ্যাপক সি এম মোস্তফা এবং অধ্যাপক দিল আফরোজ বেগমকে বিদায় সংবর্ধনা দেওয়া হয়।
প্রকৌশল অনুষদের ডিন অধ্যাপক আবু জাফর মুহাম্মদ তৌহিদুল ইসলামের সভাপতিত্বে অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে আরও উপস্থিত ছিলেন বিশ্ববিদ্যালয়ের কোষাধ্যক্ষ অধ্যাপক অবাইদুর রহমান প্রামাণিক। এ ছাড়া প্রকৌশল অনুষদের বিভিন্ন বিভাগের শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবকেরাও উপস্থিত ছিলেন।

আসন্ন জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শিক্ষাপ্রতিষ্ঠানসহ সব ধরনের নির্বাচন আয়োজনের ওপর নিষেধাজ্ঞা দিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। এই সিদ্ধান্তের প্রতিবাদে এবং ২০ জানুয়ারি শাকসু নির্বাচনের দাবিতে উত্তাল হয়ে উঠেছে শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (শাবিপ্রবি)।
৩৪ মিনিট আগে
ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৮ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৮ ঘণ্টা আগে