নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ঢাকাসহ সারা দেশে মিছিল ও সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আজ রোববার সকালে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা। এতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অংশ নেন।
সকালে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে ওই এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বক্তব্য দেন। তিনি বলেন, ‘সভা-সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃতি অধিকার। অথচ সরকার জামায়াতকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে না দিয়ে বারবার সাংবিধানিক অধিকার হরণ করছে।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর যাবৎ জামায়াতকে নির্মূল করার জন্য সরকার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। আমরা বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। তারপরেও পুলিশ-প্রশাসন সমাবেশে সহযোগিতার পরিবর্তে, সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে। এ ধরনের আচরণ অগণতান্ত্রিক, অন্যায় ও অনৈতিক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশের একটি দল সেখানে পৌঁছে। পুলিশ নেতা-কর্মীদের আটকের চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে কথা বলতে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে থানার ডিউটি অফিসার নাসরিন আক্তার আজকের পত্রিকাকে জানান, জামায়াতের মিছিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন। থানায় জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী আটক অবস্থায় নেই।

ঢাকাসহ সারা দেশে মিছিল ও সমাবেশের অনুমতি না দেওয়ার প্রতিবাদে আজ রোববার সকালে রাজশাহীতে বিক্ষোভ-মিছিল ও সমাবেশ করেছে বাংলাদেশ জামায়াতে ইসলামী রাজশাহী মহানগর শাখা। এতে জামায়াত-শিবিরের নেতা-কর্মীরা অংশ নেন।
সকালে নগরীর লক্ষ্মীপুর মোড় থেকে মিছিলটি বের করা হয়। মিছিল শেষে ওই এলাকায় একটি সংক্ষিপ্ত সমাবেশের আয়োজন করা হয়।
এ সময় জামায়াতের কেন্দ্রীয় মজলিশে শুরা সদস্য ও রাজশাহী মহানগরের সেক্রেটারি এমাজ উদ্দিন মণ্ডল বক্তব্য দেন। তিনি বলেন, ‘সভা-সমাবেশ করা আমাদের সংবিধান স্বীকৃতি অধিকার। অথচ সরকার জামায়াতকে তার রাজনৈতিক কর্মসূচি বাস্তবায়ন করতে না দিয়ে বারবার সাংবিধানিক অধিকার হরণ করছে।’
তিনি আরও বলেন, ‘বিগত ১৫ বছর যাবৎ জামায়াতকে নির্মূল করার জন্য সরকার সব ধরনের অপচেষ্টা চালিয়েছে। আমরা বলে আসছি, আমরা শান্তিপূর্ণ সমাবেশ করতে চাই। বাংলাদেশ জামায়াতে ইসলামী কোনো ধরনের সংঘাত, সংঘর্ষে বিশ্বাসী নয়। তারপরেও পুলিশ-প্রশাসন সমাবেশে সহযোগিতার পরিবর্তে, সংঘাতমুখর পরিবেশের অবতারণা করেছে। এ ধরনের আচরণ অগণতান্ত্রিক, অন্যায় ও অনৈতিক। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।’
এ দিকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ শেষে ফেরার পথে রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের সামনে পুলিশের একটি দল সেখানে পৌঁছে। পুলিশ নেতা-কর্মীদের আটকের চেষ্টা করলে পাল্টাপাল্টি ধাওয়ার ঘটনা ঘটে।
এ বিষয়ে কথা বলতে নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) রফিকুল হককে একাধিকবার ফোন করা হলেও তিনি ধরেননি।
তবে থানার ডিউটি অফিসার নাসরিন আক্তার আজকের পত্রিকাকে জানান, জামায়াতের মিছিলের বিষয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা বলতে পারবেন। থানায় জামায়াত-শিবিরের কোনো নেতা-কর্মী আটক অবস্থায় নেই।

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
১ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
২ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
২ ঘণ্টা আগে