বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের কর্মচারীদের মারধর ও পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের দুজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও দুই দিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভুক্তভোগী ও স্থানীয়রা বলছে, আসামিরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।
এ মামলার আসামিরা হলেন—গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল শাজাহান ও গাবতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। গত বৃহস্পতিবার গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের হিসাব সহকারী রাজ্জাকুল হায়দার বাদী হয়ে ওই দুই নেতার নামে গাবতলী মডেল থানায় মামলা করেছেন।
মামলা বলা হয়েছে, গত বুধবার বেলা তিনটার দিকে ওই দুই নেতা ১০-১২ জন কর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশল অফিসে যান। তারা একটি প্রকল্পের ফাইলের খোঁজ করেন। ফাইল না পাওয়াকে কেন্দ্র করে অফিসের হিসাব রক্ষক ওয়াজেদ আলী ও হিসাব সহকারী রাজ্জাকুল হায়দারকে টেনে হিঁচড়ে বারান্দায় বের করে মারধর করেন। যাওয়ার সময় তারা পেট্রল দিয়ে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেন।
তবে এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল শাজাহানের দাবি, হিসাবরক্ষক ও হিসাব সহকারী একটি প্রকল্পের কাজে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না পেয়ে তারা ফাইল লুকিয়ে রাখে। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে, মারধরের ঘটনা ঘটেনি। মামলায় বাড়িয়ে লেখা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী রাজ্জাকুল হায়দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কয়েকবার কল রিসিভ করেননি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে গ্রেপ্তার হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’

বগুড়ার গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের কর্মচারীদের মারধর ও পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের দুজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও দুই দিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভুক্তভোগী ও স্থানীয়রা বলছে, আসামিরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।
এ মামলার আসামিরা হলেন—গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল শাজাহান ও গাবতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। গত বৃহস্পতিবার গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের হিসাব সহকারী রাজ্জাকুল হায়দার বাদী হয়ে ওই দুই নেতার নামে গাবতলী মডেল থানায় মামলা করেছেন।
মামলা বলা হয়েছে, গত বুধবার বেলা তিনটার দিকে ওই দুই নেতা ১০-১২ জন কর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশল অফিসে যান। তারা একটি প্রকল্পের ফাইলের খোঁজ করেন। ফাইল না পাওয়াকে কেন্দ্র করে অফিসের হিসাব রক্ষক ওয়াজেদ আলী ও হিসাব সহকারী রাজ্জাকুল হায়দারকে টেনে হিঁচড়ে বারান্দায় বের করে মারধর করেন। যাওয়ার সময় তারা পেট্রল দিয়ে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেন।
তবে এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল শাজাহানের দাবি, হিসাবরক্ষক ও হিসাব সহকারী একটি প্রকল্পের কাজে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না পেয়ে তারা ফাইল লুকিয়ে রাখে। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে, মারধরের ঘটনা ঘটেনি। মামলায় বাড়িয়ে লেখা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী রাজ্জাকুল হায়দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কয়েকবার কল রিসিভ করেননি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে গ্রেপ্তার হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’

নির্বাচনী আচরণবিধি লঙ্ঘনের অভিযোগে চট্টগ্রাম-১৩ সংসদীয় আসনের বিএনপি প্রার্থী সরওয়ার জামাল নিজামকে কারণ দর্শানোর নোটিশ (শোকজ) দিয়েছে নির্বাচনী অনুসন্ধান ও বিচারিক কমিটি।
৯ মিনিট আগে
ফেনীর মহিপালে বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনে কলেজশিক্ষার্থী মাহবুবুল হাসান মাসুম (২৫) হত্যা মামলায় অভিযোগপত্র গ্রহণ করেছেন আদালত। এতে কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ সরকারের প্রধানমন্ত্রী শেখ হাসিনা, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ওবায়দুল কাদের, সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামাল, ফেনী-২ আসনের সা
১২ মিনিট আগে
ইলিশ সাধারণত বাংলাদেশ থেকে ভারতে রপ্তানি হয়। পদ্মার ইলিশের প্রতি ভারতে বিশেষত পশ্চিমবঙ্গের মানুষের বিশেষ আগ্রহ রয়েছে। এই ইলিশ কোনো কোনো সময় কূটনৈতিক সম্পর্কের বিষয় হয়ে দাঁড়ায়। কিন্তু এবার ঘটেছে উল্টো ঘটনা— ভারত থেকে ইলিশ এসেছে বাংলাদেশে। যশোরের বেনাপোল স্থলবন্দরে আনা প্রায় ৬ হাজার কেজি ইলিশ...
২৫ মিনিট আগে
পৌষ মাসের শেষ দিন এলেই একসময় পুরান ঢাকার আকাশজুড়ে দেখা যেত ঘুড়ির রাজত্ব। রঙিন ঘুড়িতে ছেয়ে যেত ছাদ থেকে ছাদ, অলিগলিতে ছড়িয়ে পড়ত উৎসবের আমেজ। তবে এ বছর সাকরাইন এলেও সেই চিরচেনা দৃশ্য আর চোখে পড়েনি। ঘুড়ির সংখ্যা যেমন কম ছিল, তেমনি উৎসবের সামগ্রিক আবহও ছিল অনেকটাই ম্লান।
২৮ মিনিট আগে