বগুড়া প্রতিনিধি

বগুড়ার গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের কর্মচারীদের মারধর ও পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের দুজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও দুই দিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভুক্তভোগী ও স্থানীয়রা বলছে, আসামিরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।
এ মামলার আসামিরা হলেন—গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল শাজাহান ও গাবতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। গত বৃহস্পতিবার গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের হিসাব সহকারী রাজ্জাকুল হায়দার বাদী হয়ে ওই দুই নেতার নামে গাবতলী মডেল থানায় মামলা করেছেন।
মামলা বলা হয়েছে, গত বুধবার বেলা তিনটার দিকে ওই দুই নেতা ১০-১২ জন কর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশল অফিসে যান। তারা একটি প্রকল্পের ফাইলের খোঁজ করেন। ফাইল না পাওয়াকে কেন্দ্র করে অফিসের হিসাব রক্ষক ওয়াজেদ আলী ও হিসাব সহকারী রাজ্জাকুল হায়দারকে টেনে হিঁচড়ে বারান্দায় বের করে মারধর করেন। যাওয়ার সময় তারা পেট্রল দিয়ে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেন।
তবে এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল শাজাহানের দাবি, হিসাবরক্ষক ও হিসাব সহকারী একটি প্রকল্পের কাজে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না পেয়ে তারা ফাইল লুকিয়ে রাখে। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে, মারধরের ঘটনা ঘটেনি। মামলায় বাড়িয়ে লেখা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী রাজ্জাকুল হায়দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কয়েকবার কল রিসিভ করেননি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে গ্রেপ্তার হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’

বগুড়ার গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের কর্মচারীদের মারধর ও পেট্রল দিয়ে পুড়িয়ে মারার হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে ক্ষমতাসীন দলের দুজন নেতার বিরুদ্ধে। এ ঘটনায় থানায় মামলা দায়ের হলেও দুই দিনে কাউকে গ্রেপ্তার করতে পারেনি পুলিশ।
পুলিশ বলছে, আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। অন্যদিকে ভুক্তভোগী ও স্থানীয়রা বলছে, আসামিরা প্রকাশ্যেই ঘুরে বেড়াচ্ছেন।
এ মামলার আসামিরা হলেন—গাবতলী উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল শাজাহান ও গাবতলী পৌর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন দিলু। গত বৃহস্পতিবার গাবতলী উপজেলা প্রকৌশল অফিসের হিসাব সহকারী রাজ্জাকুল হায়দার বাদী হয়ে ওই দুই নেতার নামে গাবতলী মডেল থানায় মামলা করেছেন।
মামলা বলা হয়েছে, গত বুধবার বেলা তিনটার দিকে ওই দুই নেতা ১০-১২ জন কর্মীকে সঙ্গে নিয়ে উপজেলা প্রকৌশল অফিসে যান। তারা একটি প্রকল্পের ফাইলের খোঁজ করেন। ফাইল না পাওয়াকে কেন্দ্র করে অফিসের হিসাব রক্ষক ওয়াজেদ আলী ও হিসাব সহকারী রাজ্জাকুল হায়দারকে টেনে হিঁচড়ে বারান্দায় বের করে মারধর করেন। যাওয়ার সময় তারা পেট্রল দিয়ে সবাইকে পুড়িয়ে মারার হুমকি দেন।
তবে এ বিষয়ে উপজেলা যুবলীগের সাধারণ সম্পাদক শাহজামাল শাজাহানের দাবি, হিসাবরক্ষক ও হিসাব সহকারী একটি প্রকল্পের কাজে ৫০ হাজার টাকা ঘুষ দাবি করেন। ঘুষ না পেয়ে তারা ফাইল লুকিয়ে রাখে। এ নিয়ে তাদের সঙ্গে বাগ্বিতণ্ডা হয়েছে, মারধরের ঘটনা ঘটেনি। মামলায় বাড়িয়ে লেখা হয়েছে।
এ বিষয়ে মামলার বাদী রাজ্জাকুল হায়দারের সঙ্গে যোগাযোগের চেষ্টা করা হলে তিনি কয়েকবার কল রিসিভ করেননি।
গাবতলী মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আবুল কালাম আজাদ আজকের পত্রিকাকে বলেন, ‘আসামিদের খুঁজে পাওয়া যাচ্ছে না। এ কারণে গ্রেপ্তার হয়নি। তবে অভিযান অব্যাহত রয়েছে।’

প্রত্যক্ষদর্শী স্থানীয় বাসিন্দা হেলাল, মজিবর, আকবরসহ অনেকে বলেন, ‘দীর্ঘদিন ধরে জটিল রোগে আক্রান্ত জামির উদ্দিন ঠিকমতো চলাফেরা করতে পারেন না। এসআই হাবিবুর রহমান তাঁকে আটক করে থানায় নিয়ে যান। আমরা এসআই হাবিবুরকে জামির উদ্দিন অসুস্থ, এ কথা বলেছি। কিন্তু তিনি তা তোয়াক্কা করেননি।’
১ ঘণ্টা আগে
ব্যবসায়ীকে হুমকি-ধমকি, ভয় দেখানোর অভিযোগের মামলা থেকে অভিনেত্রী মেহজাবীন চৌধুরী ও তাঁর ভাই আলিশান চৌধুরীকে অব্যাহতি দেওয়া হয়েছে। আজ সোমবার ঢাকার নির্বাহী ম্যাজিস্ট্রেট মো. আদনান জুলফিকার তাঁদের অব্যাহতির আদেশ দেন।
২ ঘণ্টা আগে
রোববার রাত ২টার দিকে এক ব্যক্তি স্ত্রীসহ মানিকগঞ্জের বেতিলা এলাকায় নিজের ভ্যান চালিয়ে যাচ্ছিলেন। বাসস্ট্যান্ড এলাকায় ভ্যানের চার্জ শেষ হয়ে গেলে তাঁরা নিরাপত্তার জন্য সদর হাসপাতালের সামনে অবস্থান নেন।
২ ঘণ্টা আগে
মামলার চার্জশিট দাখিল করে ১৭ জনকে আসামি করা হয়েছে। এর মধ্যে ১১ জন আসামি কারাগারে আছেন। ৯ জন আসামি স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। মামলার এজাহার, চার্জশিট ও আসামিদের জবানবন্দি পর্যালোচনা করা প্রয়োজন।
২ ঘণ্টা আগে