রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। আজ রোববার প্রথম রোজা থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এর আয়োজন করা হয়। তবে আয়োজনের তুলনায় রোজাদার শিক্ষার্থীর সংখ্যা অধিক হওয়ায় অনেকে ইফতারি পাননি। অনেকে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বোতল পানি কয়েকজন মিলে ভাগ করে রোজা খোলেন।
গত শুক্রবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে ফেসবুক গ্রুপে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে মাসব্যাপী ইফতারের আয়োজনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ইতিবাচক হিসেবে ব্যাপক প্রশংসা পায়।
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষার্থীদের ইফতার বাবদ প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ প্রথম রোজার দিনে প্রায় ৪ হাজার শিক্ষক-শিক্ষার্থীর জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল। সঙ্গে ছিল খেজুর ও সালাদ।
সরেজমিনে দেখা যায়, বেলা ১টা থেকেই কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইফতার প্রস্তুতির কাজ শুরু করা হয়। দিনব্যাপী কাজ করে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৮০ জন শিক্ষার্থী। পরে আসরের নামাজের পরেই মসজিদ চত্বরে দল বেঁধে জড়ো হন শিক্ষার্থীরা। ইফতারের আগমুহূর্তেই মসজিদ প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে যায়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী শিক্ষার্থী লক্ষ করা যায়।
বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মুসলিম শিক্ষার্থী প্রায় ২৫ হাজার হলেও প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিনে আয়োজন করা হয় মাত্র ৪ হাজার জনের ইফতারি। ফলে স্বাভাবিকভাবেই আয়োজনের তুলনায় রোজাদার শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে সব রোজাদার শিক্ষার্থীর মধ্যে ইফতারি পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে মসজিদের মাইক থেকে একাধিকবার ঘোষণা দেওয়া হয়—‘আপনারা একটা প্যাকেট দুইজনে ভাগাভাগি করে ইফতার করুন’।

এরপরেও খাবারের সংকটে কিছু শিক্ষার্থীকে খালি হাতে ফিরে যেতে দেখা যায়। অনেকে শুধু পানি দিয়েই ইফতার করেন।
ইফতার শেষে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক গ্রুপে মো. আতাউল্লাহ বুখারি নামের একজন লিখেছেন, ‘এত বড় আয়োজন; মসজিদের ভেতরে বসা সত্ত্বেও খাবার পোঁছায়নি। পানি দিয়ে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ।’
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের আরেকটি গ্রুপে সাথী নামের একজন লেখেন, ‘হল থেকে এক বোতল পানি নিয়ে গেছিলাম। দুই বান্ধবী সেটা খেয়ে ইফতার করে আসলাম। আলহামদুলিল্লাহ।’
আজন নবী নামের এক শিক্ষার্থী তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘রাবির অফিশিয়াল স্টুডেন্ট সাড়ে ৪ হাজার আর বাকি সব বহিরাগত। আমি শুধু বোতল পেয়েছি, আমিও বহিরাগত। এক বোতল পানি সাতজন ভাগ করে খেয়েছি। আলহামদুলিল্লাহ।’

আরিফ মাহমুদ নামের এক শিক্ষার্থী কমেন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অসাধারণ, সুন্দর উদ্যোগ। ধন্যবাদ আমাদের রাবি প্রশাসনকে। ইনশা আল্লাহ এমন আয়োজন অব্যাহত থাকুক। তবে আরেকটু সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে।’
এ বিষয়ে স্বেচ্ছাসেবক ফাহিম রেজা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রায় সাড়ে ৪ হাজার প্যাকেট ও ৬ হাজার বোতল পানির ব্যবস্থা করা হয়েছিল। শেষ দিকে ভাগাভাগি করে খেয়ে প্রায় ৮ হাজার মানুষ অল্প পরিমাণে হলেও ইফতার করতে পেরেছে। তবে ২ হাজারের মতো শিক্ষার্থী ইফতারি পায়নি। সেখানে নারী শিক্ষার্থীদের সংখ্যাই বেশি।’
আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘এ রকম আয়োজন আগে কখনো করা হয়নি। এটি করা চ্যালেঞ্জিং ছিল। আমাদের অনুমানের চেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী আসায় অনেকে খাবার পায়নি। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি, ভবিষ্যতে আর এমন হবে না। এসব বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) প্রশাসনের উদ্যোগে শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রথমবারের মতো মাসব্যাপী ইফতারের আয়োজন করা হয়েছে। আজ রোববার প্রথম রোজা থেকেই বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মসজিদে এর আয়োজন করা হয়। তবে আয়োজনের তুলনায় রোজাদার শিক্ষার্থীর সংখ্যা অধিক হওয়ায় অনেকে ইফতারি পাননি। অনেকে প্রশাসনের পক্ষ থেকে দেওয়া এক বোতল পানি কয়েকজন মিলে ভাগ করে রোজা খোলেন।
গত শুক্রবার ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামে ফেসবুক গ্রুপে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন শিক্ষক-শিক্ষার্থীদের জন্য প্রশাসনের পক্ষ থেকে মাসব্যাপী ইফতারের আয়োজনের ঘোষণা দেন। সামাজিক যোগাযোগমাধ্যমে বিষয়টি ইতিবাচক হিসেবে ব্যাপক প্রশংসা পায়।
আয়োজকেরা জানান, বিশ্ববিদ্যালয় প্রশাসনের আবেদনের পরিপ্রেক্ষিতে বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (ইউজিসি) থেকে শিক্ষার্থীদের ইফতার বাবদ প্রায় ২৫ লাখ টাকা বরাদ্দ দেওয়া হয়েছে। আজ প্রথম রোজার দিনে প্রায় ৪ হাজার শিক্ষক-শিক্ষার্থীর জন্য বিরিয়ানি রান্না করা হয়েছিল। সঙ্গে ছিল খেজুর ও সালাদ।
সরেজমিনে দেখা যায়, বেলা ১টা থেকেই কেন্দ্রীয় মসজিদ প্রাঙ্গণে ইফতার প্রস্তুতির কাজ শুরু করা হয়। দিনব্যাপী কাজ করে বিভিন্ন বিভাগ ও ইনস্টিটিউটের ৮০ জন শিক্ষার্থী। পরে আসরের নামাজের পরেই মসজিদ চত্বরে দল বেঁধে জড়ো হন শিক্ষার্থীরা। ইফতারের আগমুহূর্তেই মসজিদ প্রাঙ্গণ পরিপূর্ণ হয়ে যায়। তাঁদের মধ্যে উল্লেখযোগ্যসংখ্যক নারী শিক্ষার্থী লক্ষ করা যায়।
বিশ্ববিদ্যালয়ের নিয়মিত মুসলিম শিক্ষার্থী প্রায় ২৫ হাজার হলেও প্রশাসনের পক্ষ থেকে প্রথম দিনে আয়োজন করা হয় মাত্র ৪ হাজার জনের ইফতারি। ফলে স্বাভাবিকভাবেই আয়োজনের তুলনায় রোজাদার শিক্ষার্থীর সংখ্যা বেশি হয়। এতে নির্ধারিত সময়ের মধ্যে সব রোজাদার শিক্ষার্থীর মধ্যে ইফতারি পৌঁছানো সম্ভব হয়নি। একপর্যায়ে মসজিদের মাইক থেকে একাধিকবার ঘোষণা দেওয়া হয়—‘আপনারা একটা প্যাকেট দুইজনে ভাগাভাগি করে ইফতার করুন’।

এরপরেও খাবারের সংকটে কিছু শিক্ষার্থীকে খালি হাতে ফিরে যেতে দেখা যায়। অনেকে শুধু পানি দিয়েই ইফতার করেন।
ইফতার শেষে ‘রাজশাহী বিশ্ববিদ্যালয় পরিবার’ নামের ফেসবুক গ্রুপে মো. আতাউল্লাহ বুখারি নামের একজন লিখেছেন, ‘এত বড় আয়োজন; মসজিদের ভেতরে বসা সত্ত্বেও খাবার পোঁছায়নি। পানি দিয়ে ইফতার করলাম। আলহামদুলিল্লাহ।’
‘রাজশাহী বিশ্ববিদ্যালয় সংসদ’ নামের আরেকটি গ্রুপে সাথী নামের একজন লেখেন, ‘হল থেকে এক বোতল পানি নিয়ে গেছিলাম। দুই বান্ধবী সেটা খেয়ে ইফতার করে আসলাম। আলহামদুলিল্লাহ।’
আজন নবী নামের এক শিক্ষার্থী তাঁর ব্যক্তিগত ফেসবুক টাইমলাইনে লেখেন, ‘রাবির অফিশিয়াল স্টুডেন্ট সাড়ে ৪ হাজার আর বাকি সব বহিরাগত। আমি শুধু বোতল পেয়েছি, আমিও বহিরাগত। এক বোতল পানি সাতজন ভাগ করে খেয়েছি। আলহামদুলিল্লাহ।’

আরিফ মাহমুদ নামের এক শিক্ষার্থী কমেন্টে লিখেছেন, ‘আলহামদুলিল্লাহ। অসাধারণ, সুন্দর উদ্যোগ। ধন্যবাদ আমাদের রাবি প্রশাসনকে। ইনশা আল্লাহ এমন আয়োজন অব্যাহত থাকুক। তবে আরেকটু সুশৃঙ্খলভাবে সম্পন্ন করতে হবে।’
এ বিষয়ে স্বেচ্ছাসেবক ফাহিম রেজা বলেন, ‘বিশ্ববিদ্যালয় প্রশাসন থেকে প্রায় সাড়ে ৪ হাজার প্যাকেট ও ৬ হাজার বোতল পানির ব্যবস্থা করা হয়েছিল। শেষ দিকে ভাগাভাগি করে খেয়ে প্রায় ৮ হাজার মানুষ অল্প পরিমাণে হলেও ইফতার করতে পেরেছে। তবে ২ হাজারের মতো শিক্ষার্থী ইফতারি পায়নি। সেখানে নারী শিক্ষার্থীদের সংখ্যাই বেশি।’
আয়োজনের ব্যাপারে বিশ্ববিদ্যালয়ের সহ-উপাচার্য অধ্যাপক মোহাম্মদ মাঈন উদ্দীন বলেন, ‘এ রকম আয়োজন আগে কখনো করা হয়নি। এটি করা চ্যালেঞ্জিং ছিল। আমাদের অনুমানের চেয়ে বেশিসংখ্যক শিক্ষার্থী আসায় অনেকে খাবার পায়নি। এ জন্য আমরা দুঃখ প্রকাশ করছি। আশা করছি, ভবিষ্যতে আর এমন হবে না। এসব বিষয় মাথায় নিয়ে আমরা কাজ করব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
২ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
২ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৩ ঘণ্টা আগে
এমপিওভুক্ত বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানের (স্কুল, কলেজ, মাদ্রাসা ও কারিগরি) প্রধান ও সহপ্রধান নিয়োগের ক্ষেত্রে পরীক্ষাভিত্তিক ব্যবস্থা চালু করতে যাচ্ছে বেসরকারি শিক্ষক নিবন্ধন ও প্রত্যয়ন কর্তৃপক্ষ (এনটিআরসিএ)। এ ব্যবস্থায় ওই দুই পদের প্রার্থীদের লিখিত বা বাছাই এবং মৌখিক পরীক্ষায় অংশ নিতে হবে।
৩ ঘণ্টা আগে