নাটোর প্রতিনিধি

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে সানজিদা আক্তার বিনা (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। আজ রোববার বিকেল ৫টার দিকে ডাঙ্গাপাড়া বাজারসংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
বিনা ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে চলতি বছর রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অ্যাসিড নিক্ষেপকারীদের মধ্যে একজন মুহিন। সে পার্শ্ববর্তী দত্তপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মুহিনের সহযোগীদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার্থী বিনা। তাঁকে প্রায়ই বিরক্ত করত স্থানীয় বখাটে মুহিন ও তাঁর সহযোগীরা। রোববার বিকেলে বিনা বাড়ির অদূরে প্রাইভেট পড়ে ফেরার সময় বখাটে মুহিন তাঁর দুই সহযোগী নিয়ে মোটরসাইকেল দিনার সামনে দাঁড় করিয়ে তাঁর পথরোধ করে। এ সময় দিনা দাঁড়ানোমাত্রই বোতলে থাকা অ্যাসিড দিয়ে তাঁর মুখ ঝলসে দেয় মুহিন। বিনা চিৎকার করলে তিনজন দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।
এ সময় স্থানীয়রা দিনাকে উদ্ধার করে এবং বাড়ির লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন দিনাকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে আটটায় অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছে।
দিনার চাচাতো ভাই মেহেদি হাসান বলেন, ‘ বিনা মেধাবী ছাত্রী। সামনেই তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা। সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ অ্যাসিড নিক্ষেপকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে। তবে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘ভুক্তভোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে। অ্যাসিড নিক্ষেপকারীদের ধরতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।’

নাটোর সদর উপজেলার দিঘাপতিয়া ইউনিয়নের ডাঙ্গাপাড়া বাজারে সানজিদা আক্তার বিনা (১৯) নামের এক এইচএসসি পরীক্ষার্থীর মুখে অ্যাসিড নিক্ষেপ করেছে বখাটেরা। গুরুতর আহত অবস্থায় তাঁকে রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতাল থেকে ঢাকায় স্থানান্তর করা হচ্ছে। আজ রোববার বিকেল ৫টার দিকে ডাঙ্গাপাড়া বাজারসংলগ্ন রাস্তার পাশে এ ঘটনা ঘটে।
বিনা ওই এলাকার নুরুল ইসলামের মেয়ে। সে চলতি বছর রাজশাহী সিটি কলেজ থেকে এইচএসসি পরীক্ষায় অংশ নিচ্ছে।
অ্যাসিড নিক্ষেপকারীদের মধ্যে একজন মুহিন। সে পার্শ্ববর্তী দত্তপাড়া এলাকার আব্দুর রাজ্জাকের ছেলে। মুহিনের সহযোগীদের পরিচয় এখনো জানা যায়নি। তাঁদের ধরতে অভিযান শুরু করেছে পুলিশের একাধিক টিম।
প্রত্যক্ষদর্শী ও পুলিশ সূত্রে জানা যায়, এইচএসসি পরীক্ষায় অংশ নেওয়ার জন্য বাড়ি থেকে প্রস্তুতি নিচ্ছিলেন পরীক্ষার্থী বিনা। তাঁকে প্রায়ই বিরক্ত করত স্থানীয় বখাটে মুহিন ও তাঁর সহযোগীরা। রোববার বিকেলে বিনা বাড়ির অদূরে প্রাইভেট পড়ে ফেরার সময় বখাটে মুহিন তাঁর দুই সহযোগী নিয়ে মোটরসাইকেল দিনার সামনে দাঁড় করিয়ে তাঁর পথরোধ করে। এ সময় দিনা দাঁড়ানোমাত্রই বোতলে থাকা অ্যাসিড দিয়ে তাঁর মুখ ঝলসে দেয় মুহিন। বিনা চিৎকার করলে তিনজন দ্রুত পালিয়ে যায় ঘটনাস্থল থেকে।
এ সময় স্থানীয়রা দিনাকে উদ্ধার করে এবং বাড়ির লোকজনকে খবর দেয়। পরে পরিবারের লোকজন দিনাকে সরাসরি রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে যায়। রাত সাড়ে আটটায় অবস্থার অবনতি হলে তাঁকে রাজধানী ঢাকায় নেওয়া হচ্ছে।
দিনার চাচাতো ভাই মেহেদি হাসান বলেন, ‘ বিনা মেধাবী ছাত্রী। সামনেই তাঁর উচ্চমাধ্যমিক পরীক্ষা। সে পরীক্ষার জন্য প্রস্তুতি নিচ্ছিল।’
সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মুনসুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘ঘটনার পর থেকে পুলিশ অ্যাসিড নিক্ষেপকারীদের ধরতে অভিযান পরিচালনা করছে। তবে পরিবারের সদস্যরা ভুক্তভোগীকে নিয়ে হাসপাতালে অবস্থান করায় লিখিত অভিযোগ পাওয়া যায়নি।’
নাটোরের পুলিশ সুপার লিটন কুমার সাহা বলেন, ‘ভুক্তভোগীর অবস্থার অবনতি হওয়ায় তাঁকে ঢাকায় নেওয়া হচ্ছে। অ্যাসিড নিক্ষেপকারীদের ধরতে পুলিশ ও গোয়েন্দা পুলিশের একাধিক টিম মাঠে নেমেছে।’

লিবারেল ডেমোক্রেটিক পার্টির (এলডিপি) সভাপতি কর্নেল (অব.) অলি আহমদকে প্রধান অভিযুক্ত করে তাঁর দলের অর্ধশতাধিক নেতা-কর্মীর বিরুদ্ধে চট্টগ্রামের সাতকানিয়া থানায় লিখিত অভিযোগ করা হয়েছে। চট্টগ্রাম-১৪ (চন্দনাইশ-সাতকানিয়া আংশিক) আসনের বিএনপি প্রার্থী জসিম উদ্দিনের নির্বাচনী প্রধান সমন্বয়ক ও ছাত্রদলের সাবেক
১০ মিনিট আগে
হবিগঞ্জের বানিয়াচং উপজেলায় পরিত্যক্ত অবস্থায় একটি হ্যান্ড গ্রেনেড উদ্ধার করা হয়েছে। বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলার বানিয়াচং দক্ষিণ-পূর্ব ইউনিয়নের শিলাপাঞ্জা গ্রামের ওমানপ্রবাসী মো. মতিউর রহমানের বাড়ির পাশ থেকে গ্রেনেডটি উদ্ধার করা হয়।
২৩ মিনিট আগে
চুয়াডাঙ্গার জীবননগরে যৌথ বাহিনীর হেফাজতে মারা যাওয়া পৌর বিএনপির সাধারণ সম্পাদক শামসুজ্জামান ডাবলুর (৫২) জানাজা অনুষ্ঠিত হয়েছে। আজ বুধবার (১৪ জানুয়ারি) বেলা ১১টার দিকে জীবননগর পৌর ঈদগাহ মাঠে তাঁর জানাজা হয়। এতে পুলিশের কর্মকর্তা, বিএনপির নেতা-কর্মীসহ হাজারো মানুষ অংশ নেন। এদিকে ডাবলুর মৃত্যুর...
২৬ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় ফার্মেসিতে মেয়াদোত্তীর্ণ ওষুধ রাখার দায়ে দুটি ফার্মেসির মালিককে জরিমানা করেছেন ভ্রাম্যমাণ আদালত। আজ বুধবার (১৪ জানুয়ারি) দুপুরে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স-সংলগ্ন তুলাতুলি এলাকায় মোবাইল কোর্ট পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) মুনমুন পাল।
১ ঘণ্টা আগে