নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
দেড় বছর আগে রাজশাহীর কাঁকনহাট পৌরসভায় একটি নিয়োগের প্রক্রিয়া চলাকালেই জানা গিয়েছিল কারা নিয়োগ পেতে যাচ্ছেন। চাকরিপ্রার্থী এক তরুণী সংবাদ সম্মেলন করেই এ তথ্য জানিয়েছিলেন। পরে ছয়টি পদের মধ্যে চারটির ক্ষেত্রেই ওই তরুণীর দেওয়া ‘তথ্য’ মিলে যায়। দেড় বছর পর এখন বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এই পৌরসভায় একজন করে স্যানিটারি ইন্সপেক্টর, স্টোরকিপার, সহকারী কর আদায়কারী, সার্ভেয়ার, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য ২০২৩ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগপ্রক্রিয়া চলাকালেই এতে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।
ওই সময় পৌরসভার মেয়র ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ কে এম আতাউর রহমান খান। নিয়োগপ্রক্রিয়া শেষের আগেই ঘুষ ও স্বজনপ্রীতির ব্যাপারে তৎকালীন মেয়র আতাউর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সহকারী কর আদায়কারী পদের চাকরিপ্রার্থী সানজিদা শেখ। সানজিদা শেখের বাবা পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান গোলাম মর্তুজা শেখ। পরে ওই বছরের ২৬ ডিসেম্বর সানজিদা সংবাদ সম্মেলনও করেন। তিন দিন পর ২৯ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগপ্রক্রিয়া শেষে দেখা যায়, স্যানিটারি ইন্সপেক্টর পদে আসাদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও সানজিদার দেওয়া তথ্যে মিল রয়েছে। মেয়রের নাতি শিহাব উল্লাহ, মহাসিনা আক্তার ও ইফতেহাদ আহম্মেদ নিয়োগ পেয়েছেন। তবে অফিস সহায়ক পদে শরিফুল ইসলাম ও কম্পিউটার অপারেটর পদে শিহাব আলী নামের অন্য দুজন নিয়োগ পেয়েছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি পাওয়া আসাদুল হক অবশ্য বৃহস্পতিবার দাবি করেন, চাকরির জন্য তিনি কোনো টাকা দেননি। একই দাবি করেন শিহাব উল্লাহও।
ওই ছয়জনের নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগে তৎকালীন পৌর মেয়র একেএম আতাউর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের ব্যাপারে অনুসন্ধানে নামছে দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ঈদের ছুটির আগে তাঁরা কাঁকনহাট পৌরসভার ওই নিয়োগের অনিয়মের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা পেয়েছেন। ঈদের ছুটি শেষে তাঁরা এ বিষয়ে কাজ করবেন।
দেড় বছর আগে রাজশাহীর কাঁকনহাট পৌরসভায় একটি নিয়োগের প্রক্রিয়া চলাকালেই জানা গিয়েছিল কারা নিয়োগ পেতে যাচ্ছেন। চাকরিপ্রার্থী এক তরুণী সংবাদ সম্মেলন করেই এ তথ্য জানিয়েছিলেন। পরে ছয়টি পদের মধ্যে চারটির ক্ষেত্রেই ওই তরুণীর দেওয়া ‘তথ্য’ মিলে যায়। দেড় বছর পর এখন বিষয়টি নিয়ে অনুসন্ধান শুরু করছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।
রাজশাহীর গোদাগাড়ী উপজেলার এই পৌরসভায় একজন করে স্যানিটারি ইন্সপেক্টর, স্টোরকিপার, সহকারী কর আদায়কারী, সার্ভেয়ার, নিম্নমান সহকারী কাম কম্পিউটার অপারেটর ও অফিস সহায়ক পদে নিয়োগের জন্য ২০২৩ সালের নভেম্বরে বিজ্ঞপ্তি প্রকাশ করা হয়। নিয়োগপ্রক্রিয়া চলাকালেই এতে ঘুষ ও স্বজনপ্রীতির অভিযোগ ওঠে।
ওই সময় পৌরসভার মেয়র ছিলেন আওয়ামী লীগের জাতীয় পরিষদের সদস্য এ কে এম আতাউর রহমান খান। নিয়োগপ্রক্রিয়া শেষের আগেই ঘুষ ও স্বজনপ্রীতির ব্যাপারে তৎকালীন মেয়র আতাউর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের বিরুদ্ধে লিখিত অভিযোগ করেন সহকারী কর আদায়কারী পদের চাকরিপ্রার্থী সানজিদা শেখ। সানজিদা শেখের বাবা পৌরসভার সাবেক কাউন্সিলর ও প্যানেল চেয়ারম্যান গোলাম মর্তুজা শেখ। পরে ওই বছরের ২৬ ডিসেম্বর সানজিদা সংবাদ সম্মেলনও করেন। তিন দিন পর ২৯ ডিসেম্বর নিয়োগ পরীক্ষা অনুষ্ঠিত হয়। নিয়োগপ্রক্রিয়া শেষে দেখা যায়, স্যানিটারি ইন্সপেক্টর পদে আসাদুল ইসলামকে নিয়োগ দেওয়া হয়েছে। এ ছাড়াও সানজিদার দেওয়া তথ্যে মিল রয়েছে। মেয়রের নাতি শিহাব উল্লাহ, মহাসিনা আক্তার ও ইফতেহাদ আহম্মেদ নিয়োগ পেয়েছেন। তবে অফিস সহায়ক পদে শরিফুল ইসলাম ও কম্পিউটার অপারেটর পদে শিহাব আলী নামের অন্য দুজন নিয়োগ পেয়েছেন।
বিষয়টি নিয়ে জানতে চাইলে স্যানিটারি ইন্সপেক্টর পদে চাকরি পাওয়া আসাদুল হক অবশ্য বৃহস্পতিবার দাবি করেন, চাকরির জন্য তিনি কোনো টাকা দেননি। একই দাবি করেন শিহাব উল্লাহও।
ওই ছয়জনের নিয়োগে স্বজনপ্রীতি ও আর্থিক লেনদেনের অভিযোগে তৎকালীন পৌর মেয়র একেএম আতাউর রহমান ও পৌর নির্বাহী কর্মকর্তা রেজাউল করিমের ব্যাপারে অনুসন্ধানে নামছে দুদক।
দুদকের সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন জানান, ঈদের ছুটির আগে তাঁরা কাঁকনহাট পৌরসভার ওই নিয়োগের অনিয়মের অভিযোগ অনুসন্ধানের নির্দেশনা পেয়েছেন। ঈদের ছুটি শেষে তাঁরা এ বিষয়ে কাজ করবেন।
রাঙামাটি শহরের ব্যস্ততম সড়ক আটকিয়ে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) পথসভা করায় ক্ষোভ ঝেড়েছে এইচএসসি পরীক্ষার্থীরা। যদিও সমাবেশে দুঃখ প্রকাশ করেন দলের নেতারা। আজ রোববার রাঙামাটি শহরে বনরূপা সড়কে এই দৃশ্য দেখা যায়।
৯ মিনিট আগেআক্তার হোসেন বলেন, দুদকের করা মামলার তদন্তে তাঁদের বিরুদ্ধে আর্থিক অনিয়ম, ক্ষমতার অপব্যবহার ও পদোন্নতি প্রক্রিয়ায় প্রভাব বিস্তারের প্রমাণ পাওয়া গেছে। যথাযথ প্রমাণ থাকায় এ মামলায় তাঁদের বিরুদ্ধে অভিযোগপত্র অনুমোদন করেছে কমিশন। শিগগির আদালতে চার্জশিট দাখিল করা হবে।
১২ মিনিট আগেকক্সবাজার শহরে গণমিছিলে ‘হৃদরোগে আক্রান্ত’ হয়ে সদর উপজেলা বিএনপির সদস্যসচিব ছৈয়দ নুর মারা গেছেন। আজ রোববার বিকেল ৫টার দিকে শহরের প্রধান সড়কের বাজারঘাটা এলাকায় এ ঘটনা ঘটেছে। ছৈয়দ নুর (৬০) কক্সবাজার সদরের পিএমখালী ইউনিয়নের নয়াপাড়ার মৃত আবুল হোসেনের ছেলে।
১৪ মিনিট আগেগোপালগঞ্জের কোটালীপাড়ায় নাশকতা মামলায় নিরীহ মানুষকে হয়রানি ও গণগ্রেপ্তারের অভিযোগ তুলে সংবাদ সম্মেলন করেছে উপজেলা বিএনপি। আজ রোববার (২০ জুলাই) বেলা ৩টার দিকে উপজেলার ঘাঘর বাজারে বিএনপির অস্থায়ী কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করে কোটালীপাড়া উপজেলা বিএনপি, পৌর বিএনপি ও সহযোগী সংগঠন।
১৭ মিনিট আগে