লালপুর (নাটোর) প্রতিনিধি

নাটোরের লালপুরে দুই বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সংঘর্ষে রজব সরদার (৩৫) নামে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতেই থানায় মামলা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গুলিবিদ্ধ রজব সরদারের ভাই আনোয়ারুল ইসলাম (৪০) বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের মৃত ফজের আলী সরদারের ছেলে আজমত আলী সরদার ও রজব আলী সরদারের সঙ্গে প্রতিবেশী জুমির আলী সরদারের ছেলে সুমন, মামুন ও মাসুদের বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশন (গড়ানো) নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় সুমন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে প্রতিপক্ষ রজব আলী সরদার ট্যাংরা গুলিবিদ্ধ হন এবং তাঁর বড় ভাই আজমত আলী (৫৯), রেখা (৪২), ফরিদা (৪৫) ও রাকিব (৩৫) আহত হন। পরে আত্মীয়স্বজন আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. হাসানুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে দেখা গেছে, গুলিবিদ্ধ রজব আলী সরদারের তলপেটের বাঁ পাশে গর্ত হয়ে কিছু একটা ভেদ করেছে। এতে প্রস্রাবের নালি বন্ধ হয়ে গেছে। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, ‘এ ঘটনায় গুলিবিদ্ধ রজব আলী সরদারের ভাই আনোয়ারুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে লালপুর থানায় মামলা করেছেন। দ্রুত অভিযুক্ত ও ঘটনার সঙ্গে জড়িদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নাটোরের লালপুরে দুই বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশনকে কেন্দ্র করে সংঘর্ষে রজব সরদার (৩৫) নামে একজন গুলিবিদ্ধসহ পাঁচজন আহত হয়েছেন বলে জানা গেছে। এ ঘটনায় গতকাল মঙ্গলবার রাতেই থানায় মামলা হয়েছে। তবে পুলিশ এখনো কাউকে গ্রেপ্তার করতে পারেনি।
গুলিবিদ্ধ রজব সরদারের ভাই আনোয়ারুল ইসলাম (৪০) বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের বিরুদ্ধে মামলা দায়ের করেন।
পুলিশ ও স্থানীয় সূত্রে জানা যায়, মঙ্গলবার দুপুর পৌনে ২টার দিকে উপজেলার বিলমাড়িয়া ইউনিয়নের নাগশোষা গ্রামের মৃত ফজের আলী সরদারের ছেলে আজমত আলী সরদার ও রজব আলী সরদারের সঙ্গে প্রতিবেশী জুমির আলী সরদারের ছেলে সুমন, মামুন ও মাসুদের বাড়ির বৃষ্টির পানি নিষ্কাশন (গড়ানো) নিয়ে কথা-কাটাকাটি হয়। এর একপর্যায়ে উভয় পরিবারের মধ্যে সংঘর্ষ বাধে। সংঘর্ষের সময় সুমন আগ্নেয়াস্ত্র দিয়ে গুলি ছুড়লে প্রতিপক্ষ রজব আলী সরদার ট্যাংরা গুলিবিদ্ধ হন এবং তাঁর বড় ভাই আজমত আলী (৫৯), রেখা (৪২), ফরিদা (৪৫) ও রাকিব (৩৫) আহত হন। পরে আত্মীয়স্বজন আহতদের উদ্ধার করে লালপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে যান।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের কর্তব্যরত চিকিৎসা কর্মকর্তা ডা. হাসানুজ্জামান বলেন, ‘প্রাথমিকভাবে দেখা গেছে, গুলিবিদ্ধ রজব আলী সরদারের তলপেটের বাঁ পাশে গর্ত হয়ে কিছু একটা ভেদ করেছে। এতে প্রস্রাবের নালি বন্ধ হয়ে গেছে। প্রচুর পরিমাণে রক্তক্ষরণ হয়েছে। রোগীর অবস্থা সংকটাপন্ন হওয়ায় দ্রুত উন্নত চিকিৎসার জন্য রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।’
লালপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. মোনোয়ারুজ্জামান ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, ‘ঘটনাস্থল থেকে এক রাউন্ড গুলির খোসা ও এক রাউন্ড পিস্তলের তাজা গুলি উদ্ধার করা হয়েছে। অভিযুক্ত আসামিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।’
নাটোরের অতিরিক্ত পুলিশ সুপার (বড়াইগ্রাম সার্কেল) শরীফ আল রাজীব বলেন, ‘এ ঘটনায় গুলিবিদ্ধ রজব আলী সরদারের ভাই আনোয়ারুল ইসলাম বাদী হয়ে সাতজনের নাম উল্লেখসহ অজ্ঞাত কয়েকজনের নামে লালপুর থানায় মামলা করেছেন। দ্রুত অভিযুক্ত ও ঘটনার সঙ্গে জড়িদের আইনের আওতায় এনে যথাযথ ব্যবস্থা নেওয়া হবে।’

নেত্রকোনার কলমাকান্দা উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মাসুদুর রহমানকে পিরোজপুরের ভান্ডারিয়া উপজেলায় বদলি করা হয়েছে। গতকাল মঙ্গলবার জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব সামিউল আমিন স্বাক্ষরিত প্রজ্ঞাপনে তাঁকে বদলি করা হয়। আজ বুধবার সকালে ইউএনও মাসুদুর রহমান নিজেই বদলির বিষয়টি নিশ্চিত করেছেন।
৮ মিনিট আগে
দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
৪২ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
২ ঘণ্টা আগে