ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার দুপুরে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এ সময় জেলগেট কারামুক্ত হাবিবুর রহমান হাবিবকে স্বাগতম জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উপস্থিত ছিলেন–কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপি নেতা জহুরুল ইসলাম, নূর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।
জেলগেট থেকে বের হওয়ার পর হাবিবুর রহমান সরাসরি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় যান। সেখানে পৌঁছালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিপুলসংখ্যক নেতা কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে কিছু সময় কুশল বিনিময়ের পর তিনি নিজের বাসায় ফিরে যান।
বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে জানান, ঢাকায় প্রয়োজনীয় কিছু কাজ সেরে তিনি শিগগিরই গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর সাহাপুরে যাবেন এবং জেলা–উপজেলার সকল নেতা কর্মীর সঙ্গে সাক্ষাৎ করবেন।’
গত বছরের অক্টোবরে নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে হাইকোর্টের একজন বিচারককে নিয়ে ‘আপত্তিকর মক্তব্য’ করায় তাকে তলব করেন আদালত। আদালতে হাজির না হওয়ায় গত ২০ নভেম্বর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

দীর্ঘ পাঁচ মাস কারাভোগের পর পাবনা জেলা বিএনপি আহ্বায়ক হাবিবুর রহমান হাবিব জামিনে মুক্তি পেয়েছেন। আজ রোববার দুপুরে তিনি ঢাকার কেরানীগঞ্জ কেন্দ্রীয় কারাগার থেকে মুক্তি পান।
এ সময় জেলগেট কারামুক্ত হাবিবুর রহমান হাবিবকে স্বাগতম জানান বিএনপি চেয়ারপারসনের বিশেষ সহকারী ও পাবনা জেলা বিএনপির সমন্বয়কারী অ্যাডভোকেট শামসুর রহমান শিমুল বিশ্বাস। উপস্থিত ছিলেন–কৃষক দলের কেন্দ্রীয় সভাপতি হাসান জাফির তুহিন, বিএনপি নেতা জহুরুল ইসলাম, নূর মোহাম্মদ মাসুম বগা প্রমুখ।
জেলগেট থেকে বের হওয়ার পর হাবিবুর রহমান সরাসরি বিএনপির নয়াপল্টন কেন্দ্রীয় কার্যালয় যান। সেখানে পৌঁছালে বিএনপির যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভীসহ বিপুলসংখ্যক নেতা কর্মী তাকে ফুল দিয়ে শুভেচ্ছা জানান। দলীয় কার্যালয়ে সর্বস্তরের নেতা কর্মীদের সঙ্গে কিছু সময় কুশল বিনিময়ের পর তিনি নিজের বাসায় ফিরে যান।
বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিব আজকের পত্রিকাকে জানান, ঢাকায় প্রয়োজনীয় কিছু কাজ সেরে তিনি শিগগিরই গ্রামের বাড়ি পাবনার ঈশ্বরদীর সাহাপুরে যাবেন এবং জেলা–উপজেলার সকল নেতা কর্মীর সঙ্গে সাক্ষাৎ করবেন।’
গত বছরের অক্টোবরে নাশকতার মামলায় বিএনপি নেতা হাবিবুর রহমান হাবিবকে চার বছরের সাজা দেয় ঢাকার একটি আদালত। এরপর থেকে তিনি আত্মগোপনে ছিলেন। তবে হাইকোর্টের একজন বিচারককে নিয়ে ‘আপত্তিকর মক্তব্য’ করায় তাকে তলব করেন আদালত। আদালতে হাজির না হওয়ায় গত ২০ নভেম্বর মিরপুর ডিওএইচএস এলাকা থেকে তাকে গ্রেপ্তার করে র্যাব। এরপর থেকে তিনি কারাগারে ছিলেন।

ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জে ট্রাক ও মোটরসাইকেলের মুখোমুখি সংঘর্ষে দুই যুবক নিহত হয়েছে। বুধবার সন্ধ্যা ৬টার দিকে ঢাকা-সিলেট মহাসড়কের সোনারামপুর সেতুর ওপর এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন কিশোরগঞ্জ জেলার ভৈরব উপজেলার লক্ষ্মীপুর গ্রামের শহিদুল ইসলামের ছেলে সামাউন (২০) এবং একই উপজেলার লক্ষ্মীপুর...
২ ঘণ্টা আগে
রাজধানীর শনির আখড়া এলাকায় দলবল নিয়ে গ্যাসের একটি অবৈধ সংযোগ বিচ্ছিন্ন করতে গিয়ে মহল্লাবাসীর আগ্রাসী বাধার মুখে কাজ ফেলে ফিরে এসেছে তিতাসের একটি দল। নির্বাহী ম্যাজিস্ট্রেট, পুলিশ, র্যাবের উপস্থিতিতে অভিযানকারীরা হামলার মুখে পিছু হটেন।
২ ঘণ্টা আগে
রাজবাড়ীর পাংশায় ট্রাকচাপায় মোটরসাইকেলের দুই আরোহী নিহত হয়েছে। বুধবার দিবাগত রাত ১০টার দিকে সুগন্ধা ফিলিং স্টেশন এলাকার রাজবাড়ী-কুষ্টিয়া আঞ্চলিক মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হচ্ছে পৌরসভার কুড়াপাড়া গ্রামের ইব্রাহিম শেখের ছেলে মিরাজ শেখ (১৬) ও সাইদুল প্রামাণিকের ছেলে সজীব প্রামাণিক (১৭)।
২ ঘণ্টা আগে
স্বতন্ত্র কাঠামোর অন্তর্ভুক্তির সুপারিশ বাস্তবায়নের দাবিতে অনির্দিষ্টকালের জন্য সব একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম শাটডাউন ঘোষণা করেছেন বরিশাল ইঞ্জিনিয়ারিং কলেজের শিক্ষার্থীরা। এ লক্ষ্যে আজ বুধবার কলেজ ক্যাম্পাসে শিক্ষার্থীরা অবস্থান কর্মসূচি পালন করে গেটে তালা ঝুলিয়ে দিয়ে বিক্ষোভ-মিছিল বের করেন।
২ ঘণ্টা আগে