সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুজব সৃষ্টিসহ সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। আজ বুধবার সকালে গুজবের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখা জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ‘এই আন্দোলনে দেশে পাঁচজন হিন্দু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর বিচার হয়নি। হিন্দুদের ব্যবহার করে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা সকল হত্যা ও হামলার বিচার চাই। চলমান আন্দোলনের বিএনপির নেতারা হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন। বিএনপি নেতাদের কারণে সিরাজগঞ্জে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেনি।’
বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জে তিন-চারটি হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার বাড়ির মালিকেরা প্রত্যেকেই সক্রিয় আওয়ামী লীগ নেতা ও লুটেরা। পদত্যাগী শেখ হাসিনা সরকার আমলে তাঁরা বিরোধী মত দমনে হামলা–মামলা করেছেন। যার ফলে বিক্ষুব্ধ ব্যক্তিরা এই হামলা চালিয়েছে। এ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় তাঁরা বিগত সময়ে হওয়া সব সংখ্যালঘু নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ শুভ, সিরাজগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক শাহ, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ শাহ, অমন কৃষ্ণ দাস, সমিত কুমার কর্কার, আনন্দ ঘোষ প্রমুখ।

দেশব্যাপী হিন্দু সম্প্রদায়ের ওপর হামলার গুজব সৃষ্টিসহ সংখ্যালঘুদের রাজনৈতিক হাতিয়ার হিসেবে ব্যবহার করা হচ্ছে বলে অভিযোগ করেছেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখার নেতৃবৃন্দ। আজ বুধবার সকালে গুজবের বিষয়ে সচেতনতা সৃষ্টির লক্ষ্যে সিরাজগঞ্জে আয়োজিত সংবাদ সম্মেলনে এই অভিযোগ করা হয়।
বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট সিরাজগঞ্জ জেলা শাখা জেলা বিএনপির কার্যালয়ে এই সংবাদ সম্মেলনের আয়োজন করে।
সংবাদ সম্মেলনে বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্টের নেতৃবৃন্দ বলেন, ‘এই আন্দোলনে দেশে পাঁচজন হিন্দু সম্প্রদায়ের লোক নিহত হয়েছে। এ ছাড়া বিগত আওয়ামী লীগ সরকারের আমলে দেশের বিভিন্ন মন্দিরে হামলা ও ভাঙচুরের ঘটনা ঘটেছে। এগুলোর বিচার হয়নি। হিন্দুদের ব্যবহার করে একটি মহল রাজনৈতিক ফায়দা লোটার চেষ্টা করছে। আমরা সকল হত্যা ও হামলার বিচার চাই। চলমান আন্দোলনের বিএনপির নেতারা হিন্দু সম্প্রদায়ের পাশে ছিলেন। বিএনপি নেতাদের কারণে সিরাজগঞ্জে মন্দির ও হিন্দু সম্প্রদায়ের লোকজনের ওপর হামলার ঘটনা ঘটেনি।’
বক্তারা আরও বলেন, সিরাজগঞ্জে তিন-চারটি হিন্দুবাড়িতে হামলার ঘটনা ঘটেছে। হামলার শিকার বাড়ির মালিকেরা প্রত্যেকেই সক্রিয় আওয়ামী লীগ নেতা ও লুটেরা। পদত্যাগী শেখ হাসিনা সরকার আমলে তাঁরা বিরোধী মত দমনে হামলা–মামলা করেছেন। যার ফলে বিক্ষুব্ধ ব্যক্তিরা এই হামলা চালিয়েছে। এ ছাড়া কোথাও কোনো অপ্রীতিকর ঘটনা ঘটেনি। এ সময় তাঁরা বিগত সময়ে হওয়া সব সংখ্যালঘু নির্যাতনের সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি করেন।
সংবাদ সম্মেলনে বক্তব্য দেন বাংলাদেশ হিন্দু-বৌদ্ধ-খ্রিষ্টান ঐক্যফ্রন্ট রাজশাহী বিভাগীয় সাবেক সাংগঠনিক সম্পাদক দীপংকর ঘোষ শুভ, সিরাজগঞ্জ পূজা উদ্যাপন পরিষদের যুগ্ম সম্পাদক মানিক শাহ, অ্যাডভোকেট ইন্দ্রজিৎ শাহ, অমন কৃষ্ণ দাস, সমিত কুমার কর্কার, আনন্দ ঘোষ প্রমুখ।

সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত সহকারী (পিয়ন) বহুল আলোচিত ‘৪০০ কোটি টাকার মালিক’ জাহাঙ্গীর আলমের ফ্ল্যাট ও জমি ক্রোকের নির্দেশ দেওয়া হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার মহানগর দায়রা জজ ও সিনিয়র বিশেষ জজ আদালতের বিচারক মো. সাব্বির ফয়েজ এ নির্দেশ দেন।
২ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরিফ ওসমান বিন হাদি হত্যা মামলার অধিকতর তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ পাঁচ দিন পিছিয়ে ২৫ জানুয়ারি ধার্য করা হয়েছে। আজ মঙ্গলবার ঢাকার অতিরিক্ত চিফ মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট জশিতা ইসলাম এই তারিখ ধার্য করেন।
১১ মিনিট আগে
নির্বাচন কমিশনে আপিল মঞ্জুর হওয়ায় টাঙ্গাইলের দুই নারীসহ ১৮ জন প্রার্থিতা ফিরে পেয়েছেন। এর ফলে টাঙ্গাইলের আটটি আসনে বৈধ প্রার্থীর সংখ্যা দাঁড়াল ৫৫। টাঙ্গাইলের সিনিয়র জেলা নির্বাচন কর্মকর্তা মো. তাজুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেন।
১৩ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুরে অভিযানে গিয়ে সন্ত্রাসীদের হামলায় নিহত র্যাব কর্মকর্তা মো. মোতালেব হোসেনের প্রথম জানাজা চট্টগ্রামে র্যাব কার্যালয়ে সম্পন্ন হয়েছে। এ সময় তাঁর সহকর্মীরা তাঁকে শেষবারের মতো শ্রদ্ধা জানিয়েছেন। জানাজা শেষে তাঁর লাশ নিয়ে অ্যাম্বুলেন্স কুমিল্লায় নিজ গ্রামের পথে রওনা দিয়েছে বলে
১৪ মিনিট আগে