বগুড়া প্রতিনিধি

আগামীকাল শনিবারের হরতালের সমর্থনে বগুড়ার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। শহরে মশাল মিছিল করার সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন হরতাল সমর্থকেরা। বগুড়ার গাবতলীতে মশাল মিছিল বের করা হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ শুক্রবার সন্ধ্যার পর মশাল মিছিল বের করলে এসব ঘটনা ঘটে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদর উপজেলার নামুজা বন্দর এলাকায় যুবদল হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহর যুবদলের নেতা-কর্মীরা শহরের নারুলী এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেন এবং রাত ৮টার দিকে শহরের কলোনি এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন।
কলোনিতে মিছিল শেষে শহরগামী একটি যাত্রীবাহী বাসে হামলা করে জানালা ভাঙচুর করে। এ ছাড়াও আরও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে চলে যায়। ছাত্রদলের ফেসবুক পেজে আপলোড করা মশাল মিছিলের ভিডিওতে যানবাহন ভাঙচুরের দৃশ্য দেখা গেছে।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, যানবাহনের ভাঙা কাচ পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিল থেকেই তিন-চারটি অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাসে হামলা করে।
শহরের বনানী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, কলোনির জামিল মাদ্রাসার সামনে মশাল মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে কাউকে পায়নি। সেখানে যানবাহন ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই।
এদিকে সন্ধ্যা ৭টার পরপরই বগুড়ার গাবতলীতে একটি মশাল মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। মিছিলকালে তাঁরা পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, গাবতলী সদরে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

আগামীকাল শনিবারের হরতালের সমর্থনে বগুড়ার বিভিন্ন স্থানে মশাল মিছিল করেছেন বিএনপি, যুবদল ও ছাত্রদলের নেতা-কর্মীরা। শহরে মশাল মিছিল করার সময় বেশ কিছু যানবাহন ভাঙচুর করেন হরতাল সমর্থকেরা। বগুড়ার গাবতলীতে মশাল মিছিল বের করা হলে পুলিশ রাবার বুলেট ছুড়ে তাদের ছত্রভঙ্গ করে দেয়।
আজ শুক্রবার সন্ধ্যার পর মশাল মিছিল বের করলে এসব ঘটনা ঘটে।
আজ শুক্রবার সন্ধ্যা ৭টার দিকে বগুড়া সদর উপজেলার নামুজা বন্দর এলাকায় যুবদল হরতালের সমর্থনে মশাল মিছিল বের করে। সন্ধ্যা সাড়ে ৭টার দিকে বগুড়া শহর যুবদলের নেতা-কর্মীরা শহরের নারুলী এলাকায় হরতালের সমর্থনে মশাল মিছিল করেন এবং রাত ৮টার দিকে শহরের কলোনি এলাকায় ছাত্রদলের নেতা-কর্মীরা মশাল মিছিল বের করেন।
কলোনিতে মিছিল শেষে শহরগামী একটি যাত্রীবাহী বাসে হামলা করে জানালা ভাঙচুর করে। এ ছাড়াও আরও কয়েকটি অটোরিকশা ভাঙচুর করে চলে যায়। ছাত্রদলের ফেসবুক পেজে আপলোড করা মশাল মিছিলের ভিডিওতে যানবাহন ভাঙচুরের দৃশ্য দেখা গেছে।
পরে ঘটনাস্থলে গিয়ে দেখা গেছে, যানবাহনের ভাঙা কাচ পড়ে আছে। প্রত্যক্ষদর্শীরা জানান, মশাল মিছিল থেকেই তিন-চারটি অটোরিকশা এবং একটি যাত্রীবাহী বাসে হামলা করে।
শহরের বনানী পুলিশ ফাঁড়ির পুলিশ পরিদর্শক আলী আশরাফ বলেন, কলোনির জামিল মাদ্রাসার সামনে মশাল মিছিলের খবর পেয়ে সেখানে পুলিশ পৌঁছে কাউকে পায়নি। সেখানে যানবাহন ভাঙচুরের বিষয়টি তাঁর জানা নেই।
এদিকে সন্ধ্যা ৭টার পরপরই বগুড়ার গাবতলীতে একটি মশাল মিছিল বের করেন বিএনপি নেতা-কর্মীরা। মিছিলকালে তাঁরা পুলিশের ওপর হামলার চেষ্টা করলে পুলিশ রাবার বুলেট ছোড়ে। এতে মিছিল ছত্রভঙ্গ হয়ে যায়।
বগুড়ার অতিরিক্ত পুলিশ সুপার স্নিগ্ধ আকতার আজকের পত্রিকাকে বলেন, গাবতলী সদরে বিএনপির নেতা-কর্মীরা মশাল মিছিল বের করার চেষ্টা করলে পুলিশ বাধা দেয়। এ সময় তাঁরা পুলিশকে লক্ষ্য করে ইটপাটকেল নিক্ষেপ করলে পুলিশ রাবার বুলেট ছুড়ে ছত্রভঙ্গ করে দেয়।

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে