Ajker Patrika

বগুড়ায় রুপালী ব্যাংকের টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ ৬ জনের কারাদণ্ড

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় রুপালী ব্যাংকের টাকা আত্মসাৎ, ম্যানেজারসহ ৬ জনের কারাদণ্ড

বগুড়ায় রূপালী ব্যাংক মহাস্থান শাখার ২ কোটি ৫৯ লাখ টাকা আত্মাসাতের দায়ে ব্যাংক ব্যবস্থাপক, দুই কর্মকর্তা ও তিন গ্রাহককে বিভিন্ন মেয়াদে সাজা দিয়েছেন আদালত। 

আজ রোববার দুপুরে বগুড়ার স্পেশাল জজ আদালতের বিচারক মোহাম্মদ শহীদুল্লাহ ওই মামলার এ রায় ঘোষণা করেন। 

বিচারক রায়ে রূপালী ব্যাংক মহাস্থান শাখার সাবেক ব্যবস্থাপক জোবাইনুর রহমানকে তিনটি ধারায় ২৭ বছর কারাদণ্ডে দণ্ডিত করেন। একই ব্যাংকের সাবেক দুই কর্মকর্তা ইশরাত জাহান ও মহাতাব উদ্দিনের পাঁচ বছর কারাদণ্ডে দেওয়া হয়। 

এ ছাড়া আজমল হোসেন, জাহেদুর রহমান ও মোশাররফ হোসেন নামে তিন গ্রাহকের প্রত্যেককে ৭ বছর করে কারাদণ্ড দেন আদালত। 

দুর্নীতি দমন কমিশনের (দুদক) পাবলিক প্রসিকিউটর (পিপি) অ্যাডভোকেট আবুল কালাম আজাদ জানান, দণ্ডিত ব্যক্তিরা পে-অর্ডারের মাধ্যমে ২০১৭ সালের ৬ এপ্রিল থেকে ৯ এপ্রিলের মধ্যে পরস্পর যোগসাজশে ২ কোটি ৫৯ লাখ ৮০১ টাকা আত্মসাৎ করেন। ওই ঘটনায় পরে রূপালী ব্যাংকের তৎকালীন উপ-মহাব্যবস্থাপক (ডিজিএম) হাবিবুর রহমান বাদী হয়ে একটি মামলা দায়ের করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

তারেক রহমানের জন্য নির্ধারিত ফ্লাইটের দুই কেবিন ক্রুকে প্রত্যাহার

‘আমি তো মামলা করি না, ডাইরেক্ট ওয়ারেন্ট করাই’

কুকুর লেলিয়ে পুরুষ ফিলিস্তিনিকে ধর্ষণ—বিবিসির প্রতিবেদনে ইসরায়েলি কারাগারে নির্যাতনের চিত্র

ভালুকায় কারখানার শ্রমিকদের মহাসড়ক অবরোধ

পত্রিকা অফিসে হামলার গোয়েন্দা তথ্য ছিল, আমলে নেওয়া হয়নি: সালাহউদ্দিন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ