নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাটোরের এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
অভিযুক্ত মো. আবদুর রাজ্জাক নাটোরের বড়াইগ্রাম উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ।
মামলার এজাহারে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশের বিশেষ সুবিধায় কালো টাকা সাদা করেছেন এই অধ্যক্ষ। এই টাকার পরিমাণ এক কোটি ১০ লাখ ২৯ হাজার ৭৯০। এ টাকা বাড়ি নির্মাণে বিনিয়োগ দেখিয়েছেন তিনি। এই টাকা বাদ দিলেও তার আরও ৪০ লাখ ২৫ হাজার ৯৫৮ টাকার আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। অবৈধ এই সম্পদ অর্জনের অভিযোগেই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
দুদক জানায়, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার বিরুদ্ধে শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে শিক্ষক নিয়োগের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তথ্য পাওয়া যায়।
পরে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক কামরুল আহসান, প্রধান কার্যালয়ের উপপরিচালক রাশেদুল ইসলাম ও রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন অনুসন্ধান চালান।
অনুসন্ধানে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের আয়ের সঙ্গে সম্পদের অসংগতি পাওয়া যায়। এ নিয়ে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হলো।
এ বিষয়ে অধ্যক্ষ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ১৯৯৭ সাল থেকে চাকরি করি। আমার স্ত্রী চাকরি করে। আমার বাবা একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন। তিনি আমাদের অনেক জায়গা-জমি দিয়ে গিয়েছেন। অসৎ উপায়ে সম্পদ অর্জন করিনি। আমি হয়রানির শিকার হচ্ছি।’

আয়বহির্ভূত সম্পদ অর্জনের অভিযোগে নাটোরের এক কলেজ অধ্যক্ষের বিরুদ্ধে মামলা করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। আজ সোমবার দুদকের সমন্বিত রাজশাহী জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমীর হোসাইন বাদী হয়ে মামলাটি দায়ের করেছেন।
অভিযুক্ত মো. আবদুর রাজ্জাক নাটোরের বড়াইগ্রাম উপজেলার শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজের অধ্যক্ষ।
মামলার এজাহারে বলা হয়েছে, আয়কর অধ্যাদেশের বিশেষ সুবিধায় কালো টাকা সাদা করেছেন এই অধ্যক্ষ। এই টাকার পরিমাণ এক কোটি ১০ লাখ ২৯ হাজার ৭৯০। এ টাকা বাড়ি নির্মাণে বিনিয়োগ দেখিয়েছেন তিনি। এই টাকা বাদ দিলেও তার আরও ৪০ লাখ ২৫ হাজার ৯৫৮ টাকার আয়বহির্ভূত সম্পদ পাওয়া গেছে। অবৈধ এই সম্পদ অর্জনের অভিযোগেই তার বিরুদ্ধে মামলাটি দায়ের করা হয়েছে।
দুদক জানায়, অধ্যক্ষ আব্দুর রাজ্জাক মোল্লার বিরুদ্ধে শেখ ফজিলাতুন্নেছা মুজিব সরকারি মহিলা কলেজে শিক্ষক নিয়োগের মাধ্যমে অবৈধ সম্পদ অর্জনের অভিযোগের তথ্য পাওয়া যায়।
পরে দুদকের রাজশাহী বিভাগীয় কার্যালয়ের পরিচালক কামরুল আহসান, প্রধান কার্যালয়ের উপপরিচালক রাশেদুল ইসলাম ও রাজশাহী সমন্বিত জেলা কার্যালয়ের সহকারী পরিচালক আমির হোসাইন অনুসন্ধান চালান।
অনুসন্ধানে অধ্যক্ষ আব্দুর রাজ্জাকের আয়ের সঙ্গে সম্পদের অসংগতি পাওয়া যায়। এ নিয়ে দুদকের প্রধান কার্যালয়ের অনুমোদন নিয়ে তার বিরুদ্ধে এই মামলা দায়ের করা হলো।
এ বিষয়ে অধ্যক্ষ আবদুর রাজ্জাক আজকের পত্রিকাকে বলেন, ‘আমি ১৯৯৭ সাল থেকে চাকরি করি। আমার স্ত্রী চাকরি করে। আমার বাবা একজন সম্ভ্রান্ত মানুষ ছিলেন। তিনি আমাদের অনেক জায়গা-জমি দিয়ে গিয়েছেন। অসৎ উপায়ে সম্পদ অর্জন করিনি। আমি হয়রানির শিকার হচ্ছি।’

কুড়িল বিশ্বরোড বিআরটিসি বাস কাউন্টারের পেছন রেললাইনের পাশ দিয়ে যাওয়ার সময় মানুষের জটলা দেখতে পান তিনি। এগিয়ে গিয়ে দেখেন রেললাইনের পাশেই ওই যুবক রক্তাক্ত অবস্থায় পড়ে আছেন।
২১ মিনিট আগে
স্বরাষ্ট্র উপদেষ্টা বলেন, দুর্নীতি রাষ্ট্রের সবচেয়ে বড় শত্রু। সাহস মানে কেবল বিপদের মুখে দাঁড়ানো নয়, বরং অন্যায় আদেশকে ‘না’ বলা এবং মজলুমের পক্ষে দাঁড়িয়ে সততার সঙ্গে দায়িত্ব পালন করাই প্রকৃত সাহসিকতা।
২৩ মিনিট আগে
দিনাজপুরের চিরিরবন্দর উপজেলার আত্রাই নদী থেকে অজ্ঞাতপরিচয় দুই যুবকের মরদেহ উদ্ধার করেছে পুলিশ। সোমবার (১২ জানুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার আত্রাই নদীর লক্ষিতলা ব্রিজের পাশ থেকে লাশ দুটি উদ্ধার করা হয়।
২৬ মিনিট আগে
কক্সবাজারের টেকনাফে নাফ নদীতে মিয়ানমারের বিদ্রোহী গোষ্ঠী আরাকান আর্মির পুঁতে রাখা মাইন বিস্ফোরণে মো. হানিফ (২৮) নামে এক যুবকের বাঁ পা বিচ্ছিন্ন হয়ে গেছে। সোমবার (১২ জানুয়ারি) সকাল ১০টার দিকে টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নের লম্বাবিল-সংলগ্ন নাফ নদীর তীরে এ দুর্ঘটনা ঘটে।
২৭ মিনিট আগে