প্রতিনিধি

নাটোর: নাটোর জেলায় করোনা সংক্রমণ হার ৬৭ শতাংশে পৌঁছানোয় নাটোর ও সিংড়া পৌরসভায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার দিবাগত রাত ১টায় নাটোর জেলার করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্ত ছিলেন।
আগামীকাল ৯ জুন থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউন চলবে ১৫ জুন পর্যন্ত। লকডাউন চলাকালে দুই পৌরসভার অসহায় ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তার জন্য ১৫ লাখ টাকা মঞ্জুর করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। করোনা রোগীদের সংখ্যা বৃদ্ধিজনিত সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় একডালা ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র ও আমজাদ খান চৌধুরী মেমেরিয়াল হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে। এই সময়ের মধ্যে অন্যান্য উপজেলা ও পৌর এলাকাগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা বিবেচনায় রেখে একটি করে কমিউনিটি সেন্টার বা স্কুল প্রস্তুতের নির্দেশনার পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার নিয়মিত রিফিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'জনবল সংকটসহ নাটোরবাসীর করোনা চিকিৎসা ও সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যা যা করণীয় সবই করা হবে ৷ ইতিমধ্যে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে বিভিন্ন ইকুইপমেন্ট সাপোর্ট নিশ্চিতের ব্যাপারে। ত্রাণ মন্ত্রণালয় থেকে দুস্থদের জন্য আর্থিক বরাদ্দেরও ব্যবস্থা করা হয়েছে। সকলকে এখন সচেতন হতে হবে। পরিস্থিতি যেন ভারতের মতো ভয়াবহ না হয় সে ব্যাপারে আগে থেকেই সচেষ্ট হতে হবে আমাদের।
যেখানে অক্সিজেন বা সিলিন্ডার যা লাগে জানাবেন। অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করা হবে। লকডাউন যেন লকডাউনের মতো হয়, সে ব্যাপারে কঠোর হওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। যারা এই লকডাউনে খাদ্য সংকটে থাকবে, তারা ৩৩৩ নম্বরে কল করলে খাবার পৌঁছে যাবে।'
নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, নাটোরের মানুষের জীবন বাঁচানোর স্বার্থে যে কোনো কঠোর সিদ্ধান্ত নেবার সময় এখনই। সংক্রমণ আর বাড়তে দেয়া ঠিক হবে না কিছুতেই। যে কোনো প্রকার সহযোগিতার জন্য পাশে থাকতে প্রস্তুত আছি।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, 'মঙ্গলবার সকাল থেকে মাইকিং ও ব্যাপক প্রচারের মাধ্যমে লকডাউনের আওতা ও জনগণের প্রতি নির্দেশনা জানানো হবে। আমরা এবার প্রকৃতার্থেই কঠোর অবস্থানে। সকলকে সহযোগিতা আহ্বান জানাচ্ছি।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পরিতোষ রায় প্রমুখ।

নাটোর: নাটোর জেলায় করোনা সংক্রমণ হার ৬৭ শতাংশে পৌঁছানোয় নাটোর ও সিংড়া পৌরসভায় লকডাউন ঘোষণা করেছে জেলা প্রশাসন। সোমবার দিবাগত রাত ১টায় নাটোর জেলার করোনা পরিস্থিতি নিয়ে জেলা প্রশাসনের এক ভার্চুয়াল সভায় এ সিদ্ধান্ত নেওয়া হয়। এ সময় তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক যুক্ত ছিলেন।
আগামীকাল ৯ জুন থেকে শুরু হওয়া সাত দিনের লকডাউন চলবে ১৫ জুন পর্যন্ত। লকডাউন চলাকালে দুই পৌরসভার অসহায় ও দুস্থ মানুষদের খাদ্য সহায়তার জন্য ১৫ লাখ টাকা মঞ্জুর করেছে ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রণালয়। করোনা রোগীদের সংখ্যা বৃদ্ধিজনিত সম্ভাব্য পরিস্থিতি মোকাবিলায় একডালা ভবঘুরে পুনর্বাসন কেন্দ্র ও আমজাদ খান চৌধুরী মেমেরিয়াল হাসপাতাল প্রস্তুত রাখা হচ্ছে। এই সময়ের মধ্যে অন্যান্য উপজেলা ও পৌর এলাকাগুলোতে কঠোর বিধিনিষেধ আরোপ করতে স্থানীয় প্রশাসনকে নির্দেশ দেওয়া হয়েছে। প্রতিটি উপজেলায় করোনা পরিস্থিতির বর্তমান অবস্থা বিবেচনায় রেখে একটি করে কমিউনিটি সেন্টার বা স্কুল প্রস্তুতের নির্দেশনার পাশাপাশি অক্সিজেন সিলিন্ডার নিয়মিত রিফিলের নির্দেশনা দেওয়া হয়েছে।
তথ্য ও যোগাযোগ প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক বলেন, 'জনবল সংকটসহ নাটোরবাসীর করোনা চিকিৎসা ও সংকটময় পরিস্থিতি মোকাবিলায় যা যা করণীয় সবই করা হবে ৷ ইতিমধ্যে স্বাস্থ্য সচিবের সঙ্গে কথা হয়েছে বিভিন্ন ইকুইপমেন্ট সাপোর্ট নিশ্চিতের ব্যাপারে। ত্রাণ মন্ত্রণালয় থেকে দুস্থদের জন্য আর্থিক বরাদ্দেরও ব্যবস্থা করা হয়েছে। সকলকে এখন সচেতন হতে হবে। পরিস্থিতি যেন ভারতের মতো ভয়াবহ না হয় সে ব্যাপারে আগে থেকেই সচেষ্ট হতে হবে আমাদের।
যেখানে অক্সিজেন বা সিলিন্ডার যা লাগে জানাবেন। অল্প সময়ের মধ্যে ব্যবস্থা করা হবে। লকডাউন যেন লকডাউনের মতো হয়, সে ব্যাপারে কঠোর হওয়ার জন্য পুলিশ প্রশাসনকে অনুরোধ করছি। যারা এই লকডাউনে খাদ্য সংকটে থাকবে, তারা ৩৩৩ নম্বরে কল করলে খাবার পৌঁছে যাবে।'
নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল বলেন, নাটোরের মানুষের জীবন বাঁচানোর স্বার্থে যে কোনো কঠোর সিদ্ধান্ত নেবার সময় এখনই। সংক্রমণ আর বাড়তে দেয়া ঠিক হবে না কিছুতেই। যে কোনো প্রকার সহযোগিতার জন্য পাশে থাকতে প্রস্তুত আছি।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজ বলেন, 'মঙ্গলবার সকাল থেকে মাইকিং ও ব্যাপক প্রচারের মাধ্যমে লকডাউনের আওতা ও জনগণের প্রতি নির্দেশনা জানানো হবে। আমরা এবার প্রকৃতার্থেই কঠোর অবস্থানে। সকলকে সহযোগিতা আহ্বান জানাচ্ছি।
জেলা প্রশাসক মো. শাহরিয়াজের সভাপতিত্বে সভায় বক্তব্য রাখেন তথ্য ও যোগাযোগ প্রযুক্তি প্রতিমন্ত্রী জুনাইদ আহমেদ পলক, নাটোর-৪ আসনের সংসদ সদস্য অধ্যাপক আব্দুল কুদ্দুস, নাটোর-২ আসনের সংসদ সদস্য শফিকুল ইসলাম শিমুল, নাটোর-১ আসনের সংসদ সদস্য শহিদুল ইসলাম বকুল, সিভিল সার্জন ডা. কাজী মিজানুর রহমান, পুলিশ সুপার লিটন কুমার সাহা, জাতীয় নিরাপত্তা গোয়েন্দা সংস্থার (এনএসআই) উপ-পরিচালক ইকবাল হোসেন, সদর হাসপাতালের তত্বাবধায়ক ডা. পরিতোষ রায় প্রমুখ।

নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
৩৪ মিনিট আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
২ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৪ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১১ ঘণ্টা আগে