নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় থানায় মামলা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে এ মামলা করেছেন।
সোমবার (১৩ মার্চ) রাত ১১টায় রাজশাহী রেলওয়ে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তবে মামলায় ‘শিক্ষার্থী’ শব্দটি উল্লেখ নেই।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করা, রেললাইনের ৯২টি প্যান্ডল ক্লিপ খুলে নেওয়া, একটি স্টিল স্লিপার চুরি করা এবং একটি স্লিপার পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এ ছাড়া রেলওয়ের একটি গুমটি ঘরের জানালা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
ওসি জানান, রাবির শিক্ষার্থীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন সেটি মামলার এজাহারে উল্লেখ নেই। এজাহারে বলা হয়েছে, অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটিয়েছে। কারা এসবের সঙ্গে জড়িত তা পুলিশ খুঁজে বের করে ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।
গত শনিবার সন্ধ্যায় রাবির শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বিনোদপুর বাজারের দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যবসায়ীদের ইটপাটকেল ও পুলিশের টিয়ার সেল এবং রাবার বুলেটে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পেছনে রেলপথ অবরোধ করেন। পরদিন রাতেও শিক্ষার্থীদের একটি অংশ রেলপথ অবরোধ করে আগুন দেন। এ কারণে দুই দিনই কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
এই ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করল। এর আগে দুই শতাধিক শিক্ষার্থীকে আহত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্স ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং সাত পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এই মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ‘বিক্ষুব্ধ জনতা’কে আসামি করা হয়েছে।

ব্যবসায়ীদের সঙ্গে সংঘর্ষের জেরে রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) শিক্ষার্থীদের রেলপথ অবরোধের ঘটনায় থানায় মামলা হয়েছে। পশ্চিমাঞ্চল রেলওয়ের রাজশাহীর ঊর্ধ্বতন উপসহকারী প্রকৌশলী ভবেশ চন্দ্র রাজবংশী বাদী হয়ে এ মামলা করেছেন।
সোমবার (১৩ মার্চ) রাত ১১টায় রাজশাহী রেলওয়ে থানায় মামলাটি রেকর্ড করা হয়েছে। তবে মামলায় ‘শিক্ষার্থী’ শব্দটি উল্লেখ নেই।
রাজশাহী রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) গোপাল কুমার এ তথ্য নিশ্চিত করেছেন। তিনি জানান, রেললাইনে আগুন জ্বালিয়ে অবরোধ করা, রেললাইনের ৯২টি প্যান্ডল ক্লিপ খুলে নেওয়া, একটি স্টিল স্লিপার চুরি করা এবং একটি স্লিপার পুড়িয়ে দেওয়ার অভিযোগে মামলা করা হয়েছে। এ ছাড়া রেলওয়ের একটি গুমটি ঘরের জানালা ভাঙচুরের অভিযোগ আনা হয়েছে।
ওসি জানান, রাবির শিক্ষার্থীরা এই ধরনের ঘটনা ঘটিয়েছেন সেটি মামলার এজাহারে উল্লেখ নেই। এজাহারে বলা হয়েছে, অজ্ঞাতনামা ২০০ থেকে ৩০০ বিক্ষুব্ধ জনতা এসব ঘটনা ঘটিয়েছে। কারা এসবের সঙ্গে জড়িত তা পুলিশ খুঁজে বের করে ব্যবস্থা নেবে বলেও জানান ওসি।
গত শনিবার সন্ধ্যায় রাবির শিক্ষার্থীদের সঙ্গে বিশ্ববিদ্যালয় সংলগ্ন বিনোদপুর বাজারের ব্যবসায়ীদের সংঘর্ষের ঘটনা ঘটে। এর জের ধরে বিনোদপুর বাজারের দোকানপাটে ভাঙচুর ও অগ্নিসংযোগ করা হয়। ব্যবসায়ীদের ইটপাটকেল ও পুলিশের টিয়ার সেল এবং রাবার বুলেটে দুই শতাধিক শিক্ষার্থী আহত হন। এর প্রতিবাদে শিক্ষার্থীরা বিশ্ববিদ্যালয়ের পেছনে রেলপথ অবরোধ করেন। পরদিন রাতেও শিক্ষার্থীদের একটি অংশ রেলপথ অবরোধ করে আগুন দেন। এ কারণে দুই দিনই কয়েক ঘণ্টার জন্য ট্রেন চলাচল বন্ধ থাকে।
এই ঘটনায় রেল কর্তৃপক্ষ মামলা করল। এর আগে দুই শতাধিক শিক্ষার্থীকে আহত করার অভিযোগে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ অজ্ঞাতনামা ৫০০ জনের বিরুদ্ধে একটি মামলা করেছে। এ ছাড়া সংঘর্ষ চলাকালে বিশ্ববিদ্যালয়ের পুলিশ বক্স ও পুলিশের মোটরসাইকেল পুড়িয়ে দেওয়া এবং সাত পুলিশ সদস্যকে আহত করার অভিযোগে পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। এই মামলায় ২৫০ থেকে ৩০০ জন অজ্ঞাতনামা ‘বিক্ষুব্ধ জনতা’কে আসামি করা হয়েছে।

১৩ ঘণ্টা অবরুদ্ধ থাকার পরে অবশেষে মুক্ত হলেন সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (শাবিপ্রবি) উপাচার্য (ভিসি) ও উপ উপাচার্য (প্রো-ভিসি)। গতকাল সোমবার দিবাগত রাত ১ টায় শাকসুর দাবিতে আন্দোলনকারীরা কর্মসূচি সাময়িক স্থগিত করে আন্দোলনস্থল ত্যাগ করলে তারা মুক্ত হন।
১ ঘণ্টা আগে
রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
৬ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৭ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৭ ঘণ্টা আগে