উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিখোঁজ শফিউলের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। এ ঘটনায় পরিবারের সদস্যরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁরা এখনো জানেন না যে শফিউল মারা গেছেন নাকি জীবিত আছেন।
সরেজমিনে নিখোঁজ শফিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা শফিউলকে ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন। খবরের আশায় নিখোঁজ শফিউলের আত্মীয়স্বজনেরা তাঁর বাড়িতে ভিড় করছেন। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এবং মা শাহনাজ খাতুনের কাছে কোনো উত্তর জানা নেই। শফিউলকে খুঁজে না পেয়ে দিশেহারা তাঁরা। শফিউলের স্ত্রী এবং মা একটু পর পর জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরে আসার পর আবার শুরু করেন গগনবিদারি আর্তনাদ।
কান্না করতে করতে নিখোঁজ শফিউলের মা শাহনাজ খাতুন বলেন, ‘শফিউলের মুখ থেকে আর মা ডাক শুনতে পাব কি না জানি না, আমার ছেলে বোধ হয় আমাকে আর কোনো দিনও মা বলে ডাকবে না। ছেলের মুখটা আমার আর দেখা হলো না।’
মায়ের এ আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরা। স্বামী নিখোঁজের খবরে জ্ঞান হারিয়ে বাড়ির উঠানে পড়ে থাকতে দেখা যায় শফিউলের স্ত্রী আঁখি খাতুনকে। তাঁকে সুস্থ করার কাজে ব্যস্ত বাড়ির অন্য স্বজনেরা। ৯ মাস আগে বিয়ে করেছেন তাঁরা। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কদিন আগেই ছুটি কাটিয়ে চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কাজে গিয়েছিলেন নিখোঁজ শফিউল। সন্তান জন্মের আগেই স্বামীর নিখোঁজের খবর কোনোভাবেই মেনে নিতে পারছে না স্ত্রী আঁখি খাতুন।।
এ ঘটনায় নিখোঁজ শফিউলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। তাঁর পক্ষ থেকে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শফিউলের পরিবারে সঙ্গে সাক্ষাৎ করেন।
নিখোঁজ শফিউলের ছোট ভাই মামুনের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, বর্তমানে তিনি ভাইয়ের খোঁজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাঁর ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিখোঁজ শফিউলের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। এ ঘটনায় পরিবারের সদস্যরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁরা এখনো জানেন না যে শফিউল মারা গেছেন নাকি জীবিত আছেন।
সরেজমিনে নিখোঁজ শফিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা শফিউলকে ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন। খবরের আশায় নিখোঁজ শফিউলের আত্মীয়স্বজনেরা তাঁর বাড়িতে ভিড় করছেন। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এবং মা শাহনাজ খাতুনের কাছে কোনো উত্তর জানা নেই। শফিউলকে খুঁজে না পেয়ে দিশেহারা তাঁরা। শফিউলের স্ত্রী এবং মা একটু পর পর জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরে আসার পর আবার শুরু করেন গগনবিদারি আর্তনাদ।
কান্না করতে করতে নিখোঁজ শফিউলের মা শাহনাজ খাতুন বলেন, ‘শফিউলের মুখ থেকে আর মা ডাক শুনতে পাব কি না জানি না, আমার ছেলে বোধ হয় আমাকে আর কোনো দিনও মা বলে ডাকবে না। ছেলের মুখটা আমার আর দেখা হলো না।’
মায়ের এ আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরা। স্বামী নিখোঁজের খবরে জ্ঞান হারিয়ে বাড়ির উঠানে পড়ে থাকতে দেখা যায় শফিউলের স্ত্রী আঁখি খাতুনকে। তাঁকে সুস্থ করার কাজে ব্যস্ত বাড়ির অন্য স্বজনেরা। ৯ মাস আগে বিয়ে করেছেন তাঁরা। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কদিন আগেই ছুটি কাটিয়ে চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কাজে গিয়েছিলেন নিখোঁজ শফিউল। সন্তান জন্মের আগেই স্বামীর নিখোঁজের খবর কোনোভাবেই মেনে নিতে পারছে না স্ত্রী আঁখি খাতুন।।
এ ঘটনায় নিখোঁজ শফিউলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। তাঁর পক্ষ থেকে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শফিউলের পরিবারে সঙ্গে সাক্ষাৎ করেন।
নিখোঁজ শফিউলের ছোট ভাই মামুনের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, বর্তমানে তিনি ভাইয়ের খোঁজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাঁর ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৬ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৭ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৭ ঘণ্টা আগে