উল্লাপাড়া (সিরাজগঞ্জ) প্রতিনিধি

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিখোঁজ শফিউলের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। এ ঘটনায় পরিবারের সদস্যরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁরা এখনো জানেন না যে শফিউল মারা গেছেন নাকি জীবিত আছেন।
সরেজমিনে নিখোঁজ শফিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা শফিউলকে ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন। খবরের আশায় নিখোঁজ শফিউলের আত্মীয়স্বজনেরা তাঁর বাড়িতে ভিড় করছেন। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এবং মা শাহনাজ খাতুনের কাছে কোনো উত্তর জানা নেই। শফিউলকে খুঁজে না পেয়ে দিশেহারা তাঁরা। শফিউলের স্ত্রী এবং মা একটু পর পর জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরে আসার পর আবার শুরু করেন গগনবিদারি আর্তনাদ।
কান্না করতে করতে নিখোঁজ শফিউলের মা শাহনাজ খাতুন বলেন, ‘শফিউলের মুখ থেকে আর মা ডাক শুনতে পাব কি না জানি না, আমার ছেলে বোধ হয় আমাকে আর কোনো দিনও মা বলে ডাকবে না। ছেলের মুখটা আমার আর দেখা হলো না।’
মায়ের এ আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরা। স্বামী নিখোঁজের খবরে জ্ঞান হারিয়ে বাড়ির উঠানে পড়ে থাকতে দেখা যায় শফিউলের স্ত্রী আঁখি খাতুনকে। তাঁকে সুস্থ করার কাজে ব্যস্ত বাড়ির অন্য স্বজনেরা। ৯ মাস আগে বিয়ে করেছেন তাঁরা। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কদিন আগেই ছুটি কাটিয়ে চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কাজে গিয়েছিলেন নিখোঁজ শফিউল। সন্তান জন্মের আগেই স্বামীর নিখোঁজের খবর কোনোভাবেই মেনে নিতে পারছে না স্ত্রী আঁখি খাতুন।।
এ ঘটনায় নিখোঁজ শফিউলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। তাঁর পক্ষ থেকে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শফিউলের পরিবারে সঙ্গে সাক্ষাৎ করেন।
নিখোঁজ শফিউলের ছোট ভাই মামুনের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, বর্তমানে তিনি ভাইয়ের খোঁজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাঁর ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

চট্টগ্রামের সীতাকুণ্ডে বিএম কনটেইনার ডিপোতে ভয়াবহ বিস্ফোরণের ঘটনায় সিরাজগঞ্জের উল্লাপাড়ার নিখোঁজ শফিউলের পরিবারে চলছে শোকের মাতম। পরিবারের সদস্যদের কান্নায় ভারী হয়ে উঠেছে আকাশ-বাতাস। এ ঘটনায় পরিবারের সদস্যরা যেন বাকরুদ্ধ হয়ে পড়েছেন। তাঁরা এখনো জানেন না যে শফিউল মারা গেছেন নাকি জীবিত আছেন।
সরেজমিনে নিখোঁজ শফিউলের বাড়িতে গিয়ে দেখা যায়, পরিবারের সদস্যরা শফিউলকে ফিরে পাওয়ার আশায় পথ চেয়ে আছেন। খবরের আশায় নিখোঁজ শফিউলের আত্মীয়স্বজনেরা তাঁর বাড়িতে ভিড় করছেন। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এবং মা শাহনাজ খাতুনের কাছে কোনো উত্তর জানা নেই। শফিউলকে খুঁজে না পেয়ে দিশেহারা তাঁরা। শফিউলের স্ত্রী এবং মা একটু পর পর জ্ঞান হারাচ্ছেন। জ্ঞান ফিরে আসার পর আবার শুরু করেন গগনবিদারি আর্তনাদ।
কান্না করতে করতে নিখোঁজ শফিউলের মা শাহনাজ খাতুন বলেন, ‘শফিউলের মুখ থেকে আর মা ডাক শুনতে পাব কি না জানি না, আমার ছেলে বোধ হয় আমাকে আর কোনো দিনও মা বলে ডাকবে না। ছেলের মুখটা আমার আর দেখা হলো না।’
মায়ের এ আর্তনাদে চোখের পানি ধরে রাখতে পারেন না প্রতিবেশীরা। স্বামী নিখোঁজের খবরে জ্ঞান হারিয়ে বাড়ির উঠানে পড়ে থাকতে দেখা যায় শফিউলের স্ত্রী আঁখি খাতুনকে। তাঁকে সুস্থ করার কাজে ব্যস্ত বাড়ির অন্য স্বজনেরা। ৯ মাস আগে বিয়ে করেছেন তাঁরা। শফিউলের স্ত্রী আঁখি খাতুন এখন পাঁচ মাসের অন্তঃসত্ত্বা। কদিন আগেই ছুটি কাটিয়ে চট্টগ্রামের কুমিরা ফায়ার স্টেশনে কাজে গিয়েছিলেন নিখোঁজ শফিউল। সন্তান জন্মের আগেই স্বামীর নিখোঁজের খবর কোনোভাবেই মেনে নিতে পারছে না স্ত্রী আঁখি খাতুন।।
এ ঘটনায় নিখোঁজ শফিউলের পরিবারকে সমবেদনা জানিয়েছেন উল্লাপাড়ার সংসদ সদস্য তানভীর ইমাম। তাঁর পক্ষ থেকে আজ সকালে উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা গোলাম মোস্তফা শফিউলের পরিবারে সঙ্গে সাক্ষাৎ করেন।
নিখোঁজ শফিউলের ছোট ভাই মামুনের সঙ্গে মুঠোফোনে কথা বলে জানা যায়, বর্তমানে তিনি ভাইয়ের খোঁজে চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে অবস্থান করছেন। তাঁর ডিএনএ সংগ্রহ করে ঢাকায় পাঠানো হয়েছে।

ফরিদপুরে নগরকান্দা উপজেলায় বাংলাদেশ জামায়াতে ইসলামীসহ ১১ দলের এক ইউনিয়ন নির্বাচন কমিটির আহ্বায়ককে কুপিয়ে ও হাতুড়ি দিয়ে পিটিয়ে জখম করা হয়েছে। ভুক্তভোগীর পরিবারের দাবি, তুচ্ছ ঘটনাকে কেন্দ্র করে গতকাল বুধবার রাতে রাজনৈতিক প্রতিপক্ষের লোকজন তাঁর ওপর হামলা চালিয়েছে।
৫ মিনিট আগে
ময়মনসিংহের গফরগাঁওয়ে মোহনগঞ্জ এক্সপ্রেস ট্রেনের বগি বিচ্ছিন্ন হওয়ার ঘটনা ঘটেছে। এ ঘটনা ঢাকা-ময়মনসিংহ রেল যোগাযোগ দুই ঘণ্টা বন্ধ ছিল। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) বেলা সোয়া ৩টার দিকে গফরগাঁও উপজেলার পাগলা থানার মশাখালী রেলস্টেশনের আউটার দেউলপাড়া এলাকায় এ ঘটনা ঘটে।
৩৭ মিনিট আগে
অন্তর্বর্তী সরকার প্রণীত ২০২৬—২০৫০ সালের বিদ্যুৎ ও জ্বালানি খাতের মহাপরিকল্পনার খসড়াকে ত্রুটিপূর্ণ বলে মন্তব্য করেছেন সেন্টার ফর পলিসি ডায়ালগের (সিপিডি) রিসার্চ ডিরেক্টর খন্দকার গোলাম মোয়াজ্জেম।
৪২ মিনিট আগে
জুলাই জাতীয় সনদ পাস হলে সংবিধান থেকে ১৯৭১ সালের ইতিহাস মুছে ফেলা হবে কিংবা ‘বিসমিল্লাহ’ বাদ দেওয়া হবে—এমন প্রচারণার কোনো ভিত্তি নেই বলে মন্তব্য করেছেন প্রধান উপদেষ্টার বিশেষ সহকারী ও গণভোটসংক্রান্ত জনসচেতনতামূলক প্রচার কার্যক্রমের মুখ্য সমন্বয়ক অধ্যাপক আলী রীয়াজ।
৪৩ মিনিট আগে