ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার একটি বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানের মঞ্চে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ করে শিক্ষার্থীরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন।
আজ শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ব্যবস্থা নেওয়ার বিষয়টি ফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভ করা হলে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীরা মঞ্চে ইউটিউবে ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গান বাজিয়ে দলগত নাচ শুরু করে। শিক্ষার্থীরা কয়েকটি হিন্দি গানের তালে তালেও নেচে গেয়ে মঞ্চ মাত করে।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভাইরাল হলে সমালোচনার ঝড় শুরু হয়। সমালোচনার ভিডিওটি বিদ্যালয়ের পেজ থেকে ডিলিট করা হয়।
এদিকে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে অশোভনীয় কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করা কোনোভাবেই কাম্য নয়। আমরা ঘটনাটি পরে বিষয়টি শুনেছি। শোনার পরপরই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এরপরই বিদ্যালয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রথমে আমরা বিদ্যালয় প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেব। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
সেলিম আকতার আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীদের কোনো অপরাধ দেখছি না। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের গান কেন করাল—বিষয়টি খতিয়ে দেখছি।’
জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো কাজ কেন তাঁরা করলেন—তা জানতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে।’
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ বিতরণের আয়োজন করা হয়েছিল। পরে শিক্ষার্থীরা মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নাচ-গানের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ভাবে কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করেছে। আমি সেখানে উপস্থিত থাকলে এমনটি হতো না। ছোট্ট একটি বিষয় নিয়ে এমনটি ঘটে গেল।’

পাবনার একটি বিদ্যালয়ে জাতির পিতা বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের জন্মদিন উদ্যাপন অনুষ্ঠানের মঞ্চে হিন্দি গানের সঙ্গে উদ্দাম নাচ করে শিক্ষার্থীরা। সেই ভিডিও সামাজিক মাধ্যমে ভাইরাল হওয়ার পর বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নিতে যাচ্ছে প্রশাসন।
আজ শনিবার দুপুরে ঈশ্বরদী উপজেলা মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা সেলিম আকতার ব্যবস্থা নেওয়ার বিষয়টি ফোনে এ প্রতিবেদককে নিশ্চিত করেছেন।
গত বৃহস্পতিবার (১৭ মার্চ) বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসে পাবনার ঈশ্বরদী উপজেলার সলিমপুর ইউনিয়নের মানিকনগর বালিকা উচ্চ বিদ্যালয়ে অনুষ্ঠানের আয়োজন করা হয়। অনুষ্ঠানটি বিদ্যালয়ের অফিশিয়াল ফেসবুক পেজে লাইভ করা হলে ভাইরাল হয়ে যায়।
খোঁজ নিয়ে জানা যায়, সাংস্কৃতিক অনুষ্ঠান পর্বে কয়েকজন শিক্ষক ও বিদ্যালয় পরিচালনা কমিটির সদস্যদের উপস্থিতিতে শিক্ষার্থীরা মঞ্চে ইউটিউবে ভাইরাল হওয়া ‘কাঁচা বাদাম’ গান বাজিয়ে দলগত নাচ শুরু করে। শিক্ষার্থীরা কয়েকটি হিন্দি গানের তালে তালেও নেচে গেয়ে মঞ্চ মাত করে।
ভিডিওটি বিভিন্ন ফেসবুক পেজ ও অ্যাকাউন্ট থেকে ভাইরাল হলে সমালোচনার ঝড় শুরু হয়। সমালোচনার ভিডিওটি বিদ্যালয়ের পেজ থেকে ডিলিট করা হয়।
এদিকে ওই বিদ্যালয় কর্তৃপক্ষের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়ার সিদ্ধান্ত নিয়েছে প্রশাসন। এ ব্যাপারে উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার সেলিম আকতার আজকের পত্রিকাকে বলেন, ‘জাতির জনক বঙ্গবন্ধুর জন্মদিনে অশোভনীয় কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করা কোনোভাবেই কাম্য নয়। আমরা ঘটনাটি পরে বিষয়টি শুনেছি। শোনার পরপরই ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তাকে জানানো হয়। এরপরই বিদ্যালয় প্রধানের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণের সিদ্ধান্ত হয়েছে। আগামীকাল রোববার কর্তৃপক্ষকে কারণ দর্শানোর নোটিশ দেওয়া হবে। প্রথমে আমরা বিদ্যালয় প্রধানকে কারণ দর্শানোর নোটিশ দেব। জবাব পাওয়ার পর ব্যবস্থা নেওয়া হবে।’
সেলিম আকতার আরও বলেন, ‘এখানে শিক্ষার্থীদের কোনো অপরাধ দেখছি না। তবে বিদ্যালয় কর্তৃপক্ষ এ ধরনের গান কেন করাল—বিষয়টি খতিয়ে দেখছি।’
জানতে চাইলে ঈশ্বরদী উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) পিএম ইমরুল কায়েস বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন ও জাতীয় শিশু দিবসের অনুষ্ঠানের সঙ্গে সামঞ্জস্যহীন কোনো কাজ কেন তাঁরা করলেন—তা জানতে বিদ্যালয় কর্তৃপক্ষকে নোটিশ দেওয়া হচ্ছে।’
অভিযোগের বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আনিসুর রহমান বলেন, ‘বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে কেক কাটা, আলোচনা, দোয়া ও পুরস্কার বিতরণ বিতরণের আয়োজন করা হয়েছিল। পরে শিক্ষার্থীরা মঞ্চে বঙ্গবন্ধুর জন্মদিন উপলক্ষে নাচ-গানের অনুষ্ঠানে অনাকাঙ্ক্ষিত ভাবে কাঁচা বাদাম ও হিন্দি গান পরিবেশন করেছে। আমি সেখানে উপস্থিত থাকলে এমনটি হতো না। ছোট্ট একটি বিষয় নিয়ে এমনটি ঘটে গেল।’

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে চাঁদপুরের পাঁচটি আসনে বিএনপি মনোনীত প্রার্থীদের অধিকাংশই কোটিপতি। পাশাপাশি জামায়াতের প্রার্থীরা হলেন লাখপতি। নির্বাচনে কমিশনে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এসব তথ্য জানা গেছে।
৭ মিনিট আগে
জাতীয় সংসদ নির্বাচনে যশোর-২ (ঝিকরগাছা-চৌগাছা) আসনে ছয়জন প্রার্থী ভোটযুদ্ধে নামলেও বিএনপি ও জামায়াতের প্রার্থীর মধ্যে প্রতিদ্বন্দ্বিতা হবে বলে মনে করছেন বিশ্লেষকেরা। এই দুই প্রার্থীর মধ্যে বিএনপি মনোনীত প্রার্থী সাবিরা সুলতানার সোনার গয়না আছে ৩০ তোলার; যার দাম ৫০ হাজার টাকা। জামায়াতের...
১০ মিনিট আগে
বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
৩০ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
৩৬ মিনিট আগে