ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে চোর সন্দেহে পিটিয়ে যুবক খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার নিহত যুবক রাব্বি হোসেন ওরফে চঞ্চলের (১৯) বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় হত্যায় জড়িত থাকার অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রাব্বির বাবা জাহিদুল ইসলাম।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের খয়রব মন্ডল (৫৮), সাদেক আলী মন্ডল (৫৫) শওকত আলী মন্ডল (৩৩), সানোয়ার হোসেন (৩৫) মো. কায়েম (৪০), মো. সোহান মন্ডল (২৫) ও রজব আলী মন্ডল (৬০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে চোর সন্দেহে আসামিরা রাব্বি হোসেন চঞ্চলকে গত শনিবার রাতে ইলশামারী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর কোণে একটি মুদিখানার দোকানের কাছে আটকায়। এ সময় আসামিরা তাকে হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করে। একপর্যায়ে চঞ্চলের দুই পায়ের হাঁটুতে লোহার তারকাটা মেরে আহত করা হয়। পরদিন রোববার সকালে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চঞ্চলকে পাওয়া যায়নি। দুপুরে লোক মারফত খবর পেয়ে শহরের রেলগেট বাস টার্মিনালে একটি গাছের নিচে উপুড় হয়ে চঞ্চলকে পড়ে থাকতে দেখে তাঁর বাবা ও মা এসে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। কিন্তু আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
উল্লেখ্য, উপজেলার সাড়ার ইলশামারি গ্রামে গত শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে চোর সন্দেহে রাব্বি হোসেন চঞ্চলকে এলাকার কিছু মানুষ হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পেটায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাঁকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে তাকে বাড়ির অভিমুখে ফিরিয়ে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে ঈশ্বরদী বাস টার্মিনালে ফেলে রাখা হয়। খবর পেয়ে রাব্বির বাবা-মা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

পাবনার ঈশ্বরদীর সাঁড়া ইউনিয়নে চোর সন্দেহে পিটিয়ে যুবক খুনের ঘটনায় থানায় মামলা হয়েছে। আজ সোমবার নিহত যুবক রাব্বি হোসেন ওরফে চঞ্চলের (১৯) বাবা জাহিদুল ইসলাম বাদী হয়ে ঈশ্বরদী থানায় হত্যা মামলা দায়ের করেন।
মামলায় হত্যায় জড়িত থাকার অভিযোগে সাতজনের নাম উল্লেখ করে অজ্ঞাতনামা আরও ১৫-২০ জনকে আসামি করা হয়েছে। মামলার বিষয়টি নিশ্চিত করেছেন নিহত রাব্বির বাবা জাহিদুল ইসলাম।
মামলার এজাহারভুক্ত আসামিরা হলেন—সাঁড়া ইউনিয়নের ইলশামারী গ্রামের খয়রব মন্ডল (৫৮), সাদেক আলী মন্ডল (৫৫) শওকত আলী মন্ডল (৩৩), সানোয়ার হোসেন (৩৫) মো. কায়েম (৪০), মো. সোহান মন্ডল (২৫) ও রজব আলী মন্ডল (৬০)।
মামলার এজাহারে উল্লেখ করা হয়, পূর্ব শত্রুতার জের ধরে চোর সন্দেহে আসামিরা রাব্বি হোসেন চঞ্চলকে গত শনিবার রাতে ইলশামারী গ্রামে সরকারি প্রাথমিক বিদ্যালয়ের উত্তর কোণে একটি মুদিখানার দোকানের কাছে আটকায়। এ সময় আসামিরা তাকে হাতুড়ি দিয়ে হত্যার উদ্দেশ্যে পিটিয়ে জখম করে। একপর্যায়ে চঞ্চলের দুই পায়ের হাঁটুতে লোহার তারকাটা মেরে আহত করা হয়। পরদিন রোববার সকালে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। কিন্তু সেখানে চঞ্চলকে পাওয়া যায়নি। দুপুরে লোক মারফত খবর পেয়ে শহরের রেলগেট বাস টার্মিনালে একটি গাছের নিচে উপুড় হয়ে চঞ্চলকে পড়ে থাকতে দেখে তাঁর বাবা ও মা এসে উদ্ধার করে ঈশ্বরদী হাসপাতালে নিয়ে যায়। সেখানে কর্তব্যরত চিকিৎসক চঞ্চলকে মৃত ঘোষণা করেন।
এ বিষয়ে ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. আসাদুজ্জামান বলেন, ‘ঘটনার পর থেকে এলাকায় পুলিশের টহল জোরদার করা হয়েছে। জড়িতদের গ্রেপ্তারে সাঁড়াশি অভিযান চলছে। কিন্তু আসামিরা পলাতক থাকায় এখনো কাউকে গ্রেপ্তার করা যায়নি।’
উল্লেখ্য, উপজেলার সাড়ার ইলশামারি গ্রামে গত শনিবার দিবাগত রাত আনুমানিক পৌনে তিনটার দিকে চোর সন্দেহে রাব্বি হোসেন চঞ্চলকে এলাকার কিছু মানুষ হাতুড়ি ও লাঠিসোঁটা দিয়ে পেটায়। এতে তিনি গুরুতর অসুস্থ হয়ে পড়েন। পরদিন সকালে তাঁকে প্রথমে ঈশ্বরদী হাসপাতালে নেওয়া হয়। সেখানে চিকিৎসা দিয়ে তাকে বাড়ির অভিমুখে ফিরিয়ে নেওয়া হয়। পরে অবস্থার অবনতি হলে দুপুরে তাঁকে ঈশ্বরদী বাস টার্মিনালে ফেলে রাখা হয়। খবর পেয়ে রাব্বির বাবা-মা তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে গেলে সেখানকার চিকিৎসক তাঁকে মৃত ঘোষণা করেন।

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
১ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
১ ঘণ্টা আগে