Ajker Patrika

বিএনপির সভা রক্তাক্ত, চেয়ারম্যানের ছেলেদের হাতে আহত কর্মী

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
আপডেট : ১১ জুন ২০২৫, ১০: ৪২
বিএনপির সভা রক্তাক্ত, চেয়ারম্যানের ছেলেদের হাতে আহত কর্মী
আহত আবু তাহেরকে হাসপাতালে দেখতে যান বিএনপির নেতাকর্মীরা। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দ উপজেলায় বিএনপির এক অনানুষ্ঠানিক সভায় আবু তাহের (৪৫) নামে দলের এক কর্মীকে মারধরের অভিযোগ উঠেছে থানা বিএনপির সহসভাপতি ও সাবেক ইউপি চেয়ারম্যান শেখ মো. সাইদুল ইসলামের দুই ছেলের বিরুদ্ধে।

সোমবার (১০ জুন) রাত সাড়ে ১০টার দিকে উপজেলার ঝাঐল ইউনিয়নের কোনাবাড়ী গ্রামে এ ঘটনা ঘটে। গুরুতর আহত অবস্থায় তাহেরকে সিরাজগঞ্জ সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে।

স্থানীয়রা জানান, সাইদুল ইসলামের নিজ বাড়িতে ওয়ার্ড বিএনপির সদস্য ফরম পূরণ উপলক্ষে আয়োজিত এক অনানুষ্ঠানিক সভায় উপস্থিত ছিলেন স্থানীয় কয়েকজন নেতা-কর্মী। সভায় প্রস্তাবিত একটি কমিটিতে আওয়ামী লীগ সংশ্লিষ্ট এক ব্যক্তিকে সদস্য করার প্রস্তাব নিয়ে আপত্তি তোলেন আবু তাহের। এ নিয়ে কথা-কাটাকাটির একপর্যায়ে শেখ সাইদুল ইসলাম টেবিলে থাপ্পড় মেরে তাহেরকে মারার নির্দেশ দেন।

এরপর তার দুই ছেলে সানোয়ার (৩০) ও জুবায়ের (২৮) তাহেরকে চেয়ার দিয়ে মারধর করে, বুকে লাথি দেয় এবং কপালে আঘাত করে। এতে তিনি রক্তাক্ত অবস্থায় মাটিতে লুটিয়ে পড়েন।

আহতের ভাই রফিকুল ইসলাম বলেন, ‘চেয়ারম্যানের ছেলেরা ভাইকে মারধর করেছে। বুকে ও কপালে আঘাত করে গুরুতর জখম করেছে।’

আবু তাহের নিজেও অভিযোগ করে বলেন, ‘কমিটিতে আওয়ামী লীগ ঘরানার একজনকে রাখার বিরোধিতা করায় আমাকে সাইদুল ইসলামের নির্দেশে তার ছেলেরা মারধর করেছে।’

এ বিষয়ে শেখ সাইদুল ইসলাম বলেন, ‘বিষয়টি আমাদের দলের ভেতরের বিষয়। দলীয়ভাবে মীমাংসার চেষ্টা চলছে।’

কামারখন্দ থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল লতিফ বলেন, ‘লিখিত অভিযোগ পেলে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

জঙ্গল সলিমপুরে সন্ত্রাসীদের হামলায় র‍্যাব কর্মকর্তা নিহত

প্রার্থিতা ফিরে পেতে বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর রিট

জঙ্গল সলিমপুরে সশস্ত্র সন্ত্রাসীকে গ্রেপ্তার করে ফেরার পথে হামলার মুখে পড়ে র‍্যাব, গুলিবিদ্ধ হন মোতালেব

৮টি যুদ্ধ থামিয়েও নোবেল পুরস্কার পাইনি, শান্তির আর তোয়াক্কা করি না: ট্রাম্প

প্রশাসনে রদবদল হয়েছে লটারির মাধ্যমে, পক্ষপাতের সুযোগ নেই— এনসিপিকে প্রধান উপদেষ্টা

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত