Ajker Patrika

ফুলজোর নদে নিখোঁজ আরও ২ শিশুর লাশ উদ্ধার

কামারখন্দ (সিরাজগঞ্জ) প্রতিনিধি 
নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা
নিখোঁজ দুই শিশুর লাশ উদ্ধারের সময় ঘটনাস্থলে এলাকাবাসী ভিড় করেন। ছবি: আজকের পত্রিকা

সিরাজগঞ্জের কামারখন্দে গোসলে নেমে নিখোঁজ হওয়া আরও দুই শিক্ষার্থীর লাশ পাওয়া গেছে। আজ রোববার (২ ফেব্রুয়ারি) দুপুর ১২টার দিকে উপজেলার ঝাটিবেলাই গ্রামে ফুলজোড় নদে তাদের লাশ পাওয়া যায়। এ নিয়ে নিখোঁজ তিনজনেরই লাশ পাওয়া গেল।

এর আগে গতকাল শনিবার দুপুরের পর ছয় বন্ধু মিলে ফুলজোড় নদে গোসল করতে নেমে তিনজন নিখোঁজ হয়।

আজ উদ্ধার হওয়া লাশ দুটি সিরাজগঞ্জ সদরের উকিলপাড়া এলাকার ইকরামুল হাসানের ছেলে সারজিল হাসান (১৫) ও বাহিরখোলা গ্রামের মৃত বিশ্বজিতের ছেলে কৃষ্ণের (১৫)। এর আগে শনিবার সন্ধ্যায় ঝাটিবেলাই গ্রামের বাবলুর ছেলে রাফিনের লাশ উদ্ধার করে ফায়ার সার্ভিস। তারা সবাই সিরাজগঞ্জ কালেক্টর স্কুল অ্যান্ড কলেজের নবম শ্রেণির শিক্ষার্থী।

কামারখন্দ ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স ওয়ার হাউস ইন্সপেক্টর অপু কুমার মন্ডল বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, শনিবার কয়েক বন্ধু মিলে ঝাটিবেলাই গ্রামে এক বন্ধুর বাড়িতে বেড়াতে আসে। দুপুরের পর ৬ বন্ধু মিলে ফুলজোড় নদে গোসল করতে নামলে তিনজন নদীতে ডুবে যায়। খবর পেয়ে প্রথমে গ্রামবাসী এবং পরে কামারখন্দ ফায়ার সার্ভিসের কর্মীরা উদ্ধারকাজ শুরু করেন।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ওয়াশিংটনে মোদির সঙ্গে বৈঠক, বাংলাদেশ প্রশ্নে যা বললেন ট্রাম্প

হাদিসের আলোকে শবে বরাতের ফজিলত ও বরকত

পাকিস্তান ম্যাচের আগমুহূর্তে বড় ধাক্কা খেল নিউজিল্যান্ড

চ্যাম্পিয়নস ট্রফির আগে পাকিস্তান-নিউজিল্যান্ডের ‘চ্যাম্পিয়ন’ হওয়ার লড়াই

বৈষম্যবিরোধী শিক্ষার্থীদের তোপের মুখে ইউএনও, অফিস করছেন বাসা থেকে

এলাকার খবর
খুঁজুন

পাঠকের আগ্রহ

সম্পর্কিত