
রাজশাহী-১ (গোদাগাড়ী-তানোর) আসনের সংসদ সদস্য (এমপি) ওমর ফারুক চৌধুরীর বিরুদ্ধে কলেজ অধ্যক্ষকে মারধরের অভিযোগ ওঠার পর ৯ মিনিটের একটি অডিও ক্লিপ সামনে এসেছে। জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ অডিওটি সাংবাদিকদের দিয়ে বলেছেন, এক ব্যক্তির সঙ্গে এটি অধ্যক্ষ মো. সেলীম রেজার কথোপকথন।
ওই অডিওতে অধ্যক্ষের দাবি করা ব্যক্তিকে এমপির মারধর ও গালাগালির বর্ণনা দিতে শোনা যায়। অডিওটি প্রকাশের পরদিন রোববার অধ্যক্ষ সেলীম রেজা দাবি করেন, ওই কথোপকথন তাঁর নয়। তাঁর ভয়েস ক্লোন করা হয়েছে। এমপি ওমর ফারুক চৌধুরীর মালিকানাধীন একটি অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে অধ্যক্ষের ওই বক্তব্য লাইভ প্রচার করা হয়। অধ্যক্ষ আবারও দাবি করেন, এমপি ওমর ফারুক চৌধুরী তাঁকে মারেননি।
তবে আজ সোমবার ওই অডিওটির বিষয়ে আজকের পত্রিকার সঙ্গে কথা বলেছেন গোদাগাড়ীর দেওপাড়া ইউনিয়ন পরিষদের (ইউপি) সাবেক চেয়ারম্যান আখতারুজ্জামান আক্তার। অধ্যক্ষ সেলীম রেজার রাজাবাড়ী ডিগ্রি কলেজটিও এই দেওপাড়া ইউনিয়নে। জানতে চাইলে আখতারুজ্জামান আক্তার আজকের পত্রিকাকে বলেন, অডিওটি ক্লোন করা নয়। অধ্যক্ষের সঙ্গে যে ব্যক্তিকে কথা বলতে শোনা যাচ্ছে সেটি তিনিই। তাঁর সঙ্গেই কথা বলেছিলেন অধ্যক্ষ।
আখতারুজ্জামান আক্তার বলেন, ‘আমি দেওপাড়া ইউনিয়নে ১৫ বছর চেয়ারম্যান ছিলাম। আমার সময়ে ওই এলাকার কোনো শিক্ষাপ্রতিষ্ঠানে এ ধরনের ঘটনা ঘটেনি। এমপি কলেজের অধ্যক্ষকে মারধর করেছেন শুনে আমি আমার দায়িত্ববোধের জায়গা থেকে সেলীম রেজাকে ফোন করেছিলাম। ৯ জুলাই বিকেল সোয়া ৪টার দিকে ফোন করার পর তাঁর সঙ্গে আমার ২২ মিনিট কথা হয়। এর মধ্যে ৯ মিনিটের অডিও প্রকাশ পেয়েছে।’
অডিওতে দুজনের যেসব কথা শোনা যাচ্ছে তার সবই সত্য দাবি করেন সাবেক ইউপি চেয়ারম্যান। অধ্যক্ষকে পেটানোর ঘটনায় জাতীয় বিশ্ববিদ্যালয়ের তিন সদস্যের তদন্ত কমিটির প্রধান রেজিস্ট্রার মোল্লা মাহফুজ আল-হোসেন রোববার আজকের পত্রিকাকে বলেছিলেন, ১৪ জুলাই তদন্ত শুরু করার পর তাঁরা সংশ্লিষ্ট ৫০ জনেরও বেশি মানুষের সঙ্গে কথা বলেছেন। ফাঁস হওয়া অডিওতে যেসব ব্যক্তির নাম এসেছে, কথা হয়েছে তাঁদের সঙ্গেও। তবে তাঁরা কী বলেছেন সে বিষয়ে তদন্ত চলাকালে জানাতে চাননি তিনি।
এ বিষয়ে জানতে চাইলে আখতারুজ্জামান আক্তার বলেন, তদন্ত কমিটি তাঁর সঙ্গেও কথা বলেছে। তিনি তদন্ত কমিটিকে জানিয়েছেন যে ফাঁস হওয়া অডিওতে অধ্যক্ষের সঙ্গে যে ব্যক্তির কথোপকথন শোনা যাচ্ছে সেই ব্যক্তিটি তিনি নিজেই। অডিওটি সঠিক। আক্তার বলেন, চাপে পড়ে কিংবা ভয়ে অধ্যক্ষ এখন যা-ই বলুন না কেন তিনি আমাকে এমপির মারধরের কথা জানিয়েছেন। তদন্ত কমিটিকে এটি বলেছি। অডিওটি পরীক্ষা করলেই প্রমাণ হবে সেটা সঠিক।
এমপি ওমর ফারুক চৌধুরী ৭ জুলাই তাঁর রাজনৈতিক কার্যালয়ে অন্য অধ্যক্ষদের সামনে সেলীম রেজাকে মারধর করেন বলে অভিযোগ ওঠে। এরপর লোকচক্ষুর আড়ালেই ছিলেন অধ্যক্ষ। তাঁকে মারধরের খবরে দেশব্যাপী সমালোচনার ঝড় উঠলে ১৪ জুলাই অধ্যক্ষকে নিয়ে নিজের রাজনৈতিক কার্যালয়ে সংবাদ সম্মেলনে আসেন ওমর ফারুক চৌধুরী।
সেখানে অধ্যক্ষ সেলীম রেজা দাবি করেন, এমপি তাঁকে মারধর করেননি। আর এমপি দাবি করেন, তাঁকে নিয়ে অধ্যক্ষকে মারধরের গুজব ছড়াচ্ছেন জেলা আওয়ামী লীগের সাবেক সাধারণ সম্পাদক আসাদুজ্জামান আসাদ। এর প্রতিবাদে গত শনিবার সংবাদ সম্মেলন করে আসাদুজ্জামান সাংবাদিকদের এই অডিও রেকর্ডটি দেন। পরদিন রোববার এমপি ওমর ফারুক চৌধুরী রাজাবাড়ী ডিগ্রি কলেজে যান। তিনি যখন কলেজে ছিলেন তখনই ফেসবুকে এমপির মালিকানাধীন অনলাইন নিউজ পোর্টালের ফেসবুক পেজে অধ্যক্ষের বক্তব্য প্রচার করা হয়, যেখানে অধ্যক্ষ দাবি করেন যে প্রচার করা অডিওটি ক্লোন করা।
এরপর আসাদুজ্জামান আসাদও চ্যালেঞ্জ ছুড়ে দিয়ে বলেছেন, অডিওটি ক্লোন করা নয়। রোববার রাতে নিজের ফেসবুক আইডিতে দেওয়া এক পোস্টে আসাদ লেখেন, ‘যে বা যাঁরা বলতে চান এটা রাজাবাড়ী কলেজের অধ্যক্ষের কণ্ঠ না তাঁদের জন্য সম্মানের সাথে চ্যালেঞ্জ দিলাম এটা যদি ক্লোন প্রমাণ করতে পারেন যেকোনো শাস্তি মাথা পেতে নিব.... ।’
আসাদুজ্জামান সংবাদ সম্মেলনে যখন অডিওটি প্রকাশ করেন, তখন অধ্যক্ষের সঙ্গে কার কথা সে বিষয়টি গোপন রেখেছিলেন। তবে দুই দিন পর সাবেক ইউপি চেয়ারম্যান ও জেলা আওয়ামী লীগের সাবেক নেতা আখতারুজ্জামান আক্তার দাবি করলেন, অচেনা ব্যক্তিটি তিনি।

কিশোরগঞ্জের অষ্টগ্রামে খালের ওপর নির্মিত ৬৭ লাখ টাকার একটি গার্ডার সেতু পাঁচ বছরেও মানুষের ব্যবহারে আসেনি। সেতুর দুই পাশে সংযোগ সড়ক না থাকায় এটি এখন কার্যত অকার্যকর। কাজ শেষ না করেই বিল উত্তোলনের অভিযোগ উঠেছে।
১২ মিনিট আগে
মেহেরপুরের গাংনী উপজেলার তেরাইল এলাকায় বিস্তীর্ণ মাঠজুড়ে ধান, গমসহ নানা ধরনের ফসল। তারই মাঝখানে একখণ্ড জমিতে কোদাল দিয়ে তামাকগাছ পরিচর্যা করছেন এক কৃষক। একসময় এই জমিতেও বিভিন্ন ফসল উৎপাদন হতো। অধিক লাভের প্রলোভনে এখন সেখানে ঢুকে পড়েছে তামাক চাষ।
৪২ মিনিট আগে
বিএনপির চেয়ারম্যান তারেক রহমান বরিশালে আসছেন ৪ ফেব্রুয়ারি। ঠিক তার এক দিন পর ৬ ফেব্রুয়ারি বরিশাল সফর করবেন জামায়াতের আমির শফিকুর রহমান। এর মাঝে ৫ ফেব্রুয়ারি বরিশালে নির্বাচনী জনসভায় আসছেন ইসলামী আন্দোলনের আমির চরমোনাই পীর সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।
১ ঘণ্টা আগে
চট্টগ্রাম-৪ আসনটি সীতাকুণ্ড উপজেলা এবং নগরীর কিছু অংশ (আকবর শাহ-পাহাড়তলী আংশিক) নিয়ে গঠিত। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে এই আসন থেকে প্রার্থী হয়েছেন ৯ জন। প্রার্থীরা নানা ধরনের প্রচারণার মাধ্যমে ভোটারদের মন জয়ের চেষ্টা করছেন।
১ ঘণ্টা আগে