Ajker Patrika

রাজশাহীতে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে হাসিবুর হত্যা মামলার আসামি ঢাকা থেকে গ্রেপ্তার
এজাহারভুক্ত আসামি রেজাউল হক। ছবি: আজকের পত্রিকা

রাজশাহীর দুর্গাপুরের হাসিবুর হত্যা মামলার এজাহারভুক্ত আসামি রেজাউল হককে (৪৮) ঢাকা থেকে গ্রেপ্তার করেছে র‍্যাব। র‍্যাব-৫-এর রাজশাহীর সদর কোম্পানি ও র‍্যাব-৪-এর মিরপুর ক্যাম্পের একটি যৌথ দল রোববার দিবাগত রাত পৌনে ১টার দিকে রাজধানীর জোনাকি রোড-সংলগ্ন আহমদনগর এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে।

রেজাউল হক রাজশাহীর দুর্গাপুর উপজেলার হোজা অনন্তকান্দি গ্রামের বাসিন্দা। র‍্যাবের এক বিজ্ঞপ্তিতে সোমবার দুপুরে এ তথ্য নিশ্চিত করা হয়েছে।

র‍্যাব জানায়, আবুল কাশেম নামের এক ব্যক্তির সঙ্গে একই গ্রামের আসামি আবু সালেহ বাবুর জমি-সংক্রান্ত বিরোধ চলছিল। গত ১৪ মে অনন্তপুর মাঠে বিরোধপূর্ণ জমির মাপজোখ করা হচ্ছিল। তখন সংঘর্ষে আবুল কাশেমের ছেলে হাসিবুর গুরুতর আহত হন। পরে হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় হাসিবুর মারা যান।

র‍্যাব আরও জানায়, এ ঘটনায় হাসিবুরের বাবা আবুল কাশেম বাদী হয়ে দুর্গাপুর থানায় ১৮ জনের নাম উল্লেখসহ আরও ১৫-২০ জনকে অজ্ঞাতনামা আসামি করে একটি হত্যা মামলা করেন। এ মামলার এজাহারভুক্ত ২ নম্বর আসামি রেজাউল। গ্রেপ্তারের পর তাঁকে দুর্গাপুর থানায় সোপর্দ করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

আইসিসির ভোটাভুটিতে মাত্র ২ ভোট পেয়েছে বাংলাদেশ

বিএনপিতে যোগ দিলেন আ.লীগ সরকারের সাবেক প্রতিমন্ত্রী আবু সাইয়িদ

সরকারি কর্মকর্তা-কর্মচারীদের বেতন বাড়ছে দ্বিগুণ থেকে আড়াই গুণ, সর্বনিম্ন ২০ হাজার টাকা

রমজানের সময়সূচি ২০২৬: সেহরি ও ইফতারের ক্যালেন্ডার

সরকারি প্রাথমিকের সহকারী শিক্ষক নিয়োগের ফল প্রকাশ, উত্তীর্ণ ৬৯ হাজারের বেশি

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত