শাজাহানপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঈদের লম্বা ছুটিতে সরকারি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার খড়না ইউনিয়নের দেসমা গ্রামের ভাদাই সেতুর পূর্ব পাশে নির্জন এলাকা থেকে ৯ জুন গভীর রাতে অন্তত ৯টি পুরোনো ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন মোবাইল ফোনে গাছ কাটার দৃশ্য ধারণ করেন। তাঁর ভাষ্য, রাতের অন্ধকারে টর্চলাইটের আলো ফেলে গাছগুলো কেটে নেওয়া হয়। কাটা গাছের গোড়া কাদা ও লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়, যেন দৃষ্টি এড়িয়ে যায়।

এদিকে দেসমা গ্রামের হবিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪৫) গাছগুলো কেটেছেন বলে আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন। কাটা গাছগুলোর বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা হবে বলে জানিয়েছেন কাঠ ব্যবসায়ীরা। ওই গাছগুলোর বেশ কিছু অংশ ওই ইউনিয়নের বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাবলুর রহমানের ভাই ভাই ফার্নিচার ও স মিলে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।
ভাই ভাই ফার্নিচার ও স মিলের মালিক বাবলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাইফুল সড়কের কিছু গাছ কেটেছিল। সেই গাছগুলোর কিছু আমার মিলে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে।’
সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গাছগুলো আমার প্রয়োজন ছিল, তাই কেটে নিয়েছি। সোমবার রাতে দুটি কেটেছি আর কয়েক দিন আগে কিছু কেটেছি। এটা আমার ভুল হয়েছে।’
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ চুরির বিষয়ে আমার জানা ছিল না। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

বগুড়ার শাজাহানপুর উপজেলায় ঈদের লম্বা ছুটিতে সরকারি ইউক্যালিপটাস গাছ কেটে নেওয়ার অভিযোগ উঠেছে স্থানীয় এক ব্যক্তির বিরুদ্ধে। উপজেলার খড়না ইউনিয়নের দেসমা গ্রামের ভাদাই সেতুর পূর্ব পাশে নির্জন এলাকা থেকে ৯ জুন গভীর রাতে অন্তত ৯টি পুরোনো ইউক্যালিপটাস গাছ কেটে নিয়ে যায় দুর্বৃত্তরা।
প্রত্যক্ষদর্শী স্থানীয় একজন মোবাইল ফোনে গাছ কাটার দৃশ্য ধারণ করেন। তাঁর ভাষ্য, রাতের অন্ধকারে টর্চলাইটের আলো ফেলে গাছগুলো কেটে নেওয়া হয়। কাটা গাছের গোড়া কাদা ও লতাপাতা দিয়ে ঢেকে রাখা হয়, যেন দৃষ্টি এড়িয়ে যায়।

এদিকে দেসমা গ্রামের হবিবর রহমানের ছেলে সাইফুল ইসলাম (৪৫) গাছগুলো কেটেছেন বলে আজকের পত্রিকার কাছে স্বীকার করেছেন। কাটা গাছগুলোর বাজারমূল্য প্রায় ১ লাখ টাকা হবে বলে জানিয়েছেন কাঠ ব্যবসায়ীরা। ওই গাছগুলোর বেশ কিছু অংশ ওই ইউনিয়নের বীরগ্রাম বাসস্ট্যান্ড এলাকায় অবস্থিত বাবলুর রহমানের ভাই ভাই ফার্নিচার ও স মিলে ছড়িয়ে-ছিটিয়ে রাখা হয়েছে।
ভাই ভাই ফার্নিচার ও স মিলের মালিক বাবলুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘সাইফুল সড়কের কিছু গাছ কেটেছিল। সেই গাছগুলোর কিছু আমার মিলে ছড়িয়ে-ছিটিয়ে রেখেছে।’
সাইফুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, ‘গাছগুলো আমার প্রয়োজন ছিল, তাই কেটে নিয়েছি। সোমবার রাতে দুটি কেটেছি আর কয়েক দিন আগে কিছু কেটেছি। এটা আমার ভুল হয়েছে।’
এ বিষয়ে শাজাহানপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা তাইফুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গাছ চুরির বিষয়ে আমার জানা ছিল না। সত্যতা পাওয়া গেলে আইনগত ব্যবস্থা নেওয়া হবে।’

রাজশাহী শহরে নির্মাণাধীন চারটি ফ্লাইওভারের নকশা নিয়ে প্রশ্ন উঠেছে। অভিযোগ রয়েছে, নকশার ত্রুটির কারণে ফ্লাইওভারগুলো চালু হলে উল্টো সেগুলোর মুখেই যানজট সৃষ্টি হতে পারে। এ নিয়ে রাজশাহী সিটি করপোরেশনের (রাসিক) প্রশাসক ও বিভাগীয় কমিশনার আ ন ম বজলুর রশীদ ৬ জানুয়ারি সংশ্লিষ্টদের নিয়ে জরুরি বৈঠক ডেকেছেন।
২ ঘণ্টা আগে
পদ্মা সেতুর দক্ষিণ প্রান্ত-সংলগ্ন মাদারীপুরের শিবচর এবং শরীয়তপুরের জাজিরা উপজেলার জায়গা নিয়ে বস্ত্র ও পাট মন্ত্রণালয় তাঁতপল্লি নির্মাণের কাজ শুরু করে ২০১৮ সালের শেষের দিকে। কাজের বেশ অগ্রগতিও হয়েছিল। তবে ২০২৪ সালের ৫ আগস্টের পর বন্ধ হয়ে যায় প্রকল্পের কাজ।
৩ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নরসিংদীর পাঁচটি সংসদীয় আসনে ভোটের মাঠ ক্রমেই উত্তপ্ত হয়ে উঠছে। চায়ের আড্ডা থেকে শুরু করে গ্রামগঞ্জের অলিগলিতে প্রার্থী ও সমর্থকদের প্রচার-প্রচারণায় ছড়িয়ে পড়েছে নির্বাচনী আমেজ।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচনে রাজশাহীর ছয়টি সংসদীয় আসনে ৩৮টি মনোনয়নপত্র দাখিল হয়েছে। এর মধ্যে একজন প্রার্থী দুটি আসনে মনোনয়নপত্র জমা দিয়েছেন। সে হিসেবে ভোটের মাঠে আছেন ৩৭ জন। তাঁদের মধ্যে ৩৪ জন অর্থাৎ প্রায় ৯২ শতাংশ প্রার্থীই উচ্চশিক্ষিত।
৩ ঘণ্টা আগে