নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিগত সাত বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবার সর্বোচ্চ। আজ সোমবার দুপুরে ফল প্রকাশিত হওয়ার পর এমনটিই দেখা গেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এর আগে ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ ছিল। ফলাফল অনুযায়ী সাত বছরের মধ্যে এবারই বোর্ডের পাসের হার সর্বনিম্ন।
এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহীতে পাসের হার ৮৪ দশমিক ৪৫ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৮৫ দশমিক ০৭ শতাংশ, নাটোরে ৮২ দশমিক ৪৮ শতাংশ, নওগাঁয় ৮৬ দশমিক ৭৮ শতাংশ, পাবনায় ৮৪ দশমিক ৫৬ শতাংশ, সিরাজগঞ্জে ৮৬ দশমিক ৬৯ শতাংশ, বগুড়ায় ৮৮ দশমিক ৩৪ শতাংশ এবং জয়পুরহাটে ৮৮ দশমিক ০৫ শতাংশ।
অপরদিকে, রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ২৩ হাজার ৩৭৫ জন ছাত্রী এবং ১৯ হাজার ১৪২ জন ছাত্র রয়েছেন। গত বছর ২৭ হাজার ৭০৯ জন, ২০২০ সালে ২৬ হাজার ১৬৭ জন, ২০১৯ সালে ১৯ হাজার ৪৯৮ জন, ২০১৮ সালে ১৭ হাজার ৩৪৯ জন এবং ২০১৬ সালে ১৭ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন।
জানা গেছে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষা দিয়েছেন এবং পাস করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। বিভাগের মোট ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। ওই সব স্কুলের মধ্যে ১৪৭টির শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। তবে, দুটি স্কুলের কেউ পাস করেননি। অপরদিকে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, পাসের হার এবার অন্য বছরের তুলনায় কম। কেন পাসের হার কমেছে, তা খতিয়ে দেখা হবে। যে দুটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

এসএসসি পরীক্ষার ফলাফলে রাজশাহী মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা বোর্ডে বিগত সাত বছরের মধ্যে এবার পাসের হার সর্বনিম্ন। তবে জিপিএ-৫ প্রাপ্ত শিক্ষার্থীর সংখ্যা এবার সর্বোচ্চ। আজ সোমবার দুপুরে ফল প্রকাশিত হওয়ার পর এমনটিই দেখা গেছে।
প্রকাশিত ফল অনুযায়ী, এ বছর রাজশাহী শিক্ষা বোর্ডে পাসের হার ৮৫ দশমিক ৮৮ শতাংশ। এর আগে ২০২১ সালে ৯৪ দশমিক ৭১ শতাংশ, ২০২০ সালে ৯০ দশমিক ৩৭ শতাংশ, ২০১৯ সালে ৯১ দশমিক ৬৪ শতাংশ, ২০১৮ সালে ৮৬ দশমিক ০৭ শতাংশ, ২০১৭ সালে ৯০ দশমিক ৭০ শতাংশ এবং ২০১৬ সালে ৯৫ দশমিক ৭০ শতাংশ ছিল। ফলাফল অনুযায়ী সাত বছরের মধ্যে এবারই বোর্ডের পাসের হার সর্বনিম্ন।
এ ছাড়া রাজশাহী বিভাগের আট জেলার মধ্যে রাজশাহীতে পাসের হার ৮৪ দশমিক ৪৫ শতাংশ, চাঁপাইনবাবগঞ্জে ৮৫ দশমিক ০৭ শতাংশ, নাটোরে ৮২ দশমিক ৪৮ শতাংশ, নওগাঁয় ৮৬ দশমিক ৭৮ শতাংশ, পাবনায় ৮৪ দশমিক ৫৬ শতাংশ, সিরাজগঞ্জে ৮৬ দশমিক ৬৯ শতাংশ, বগুড়ায় ৮৮ দশমিক ৩৪ শতাংশ এবং জয়পুরহাটে ৮৮ দশমিক ০৫ শতাংশ।
অপরদিকে, রাজশাহী বোর্ডে জিপিএ-৫ পেয়েছে ৪২ হাজার ৫১৭ জন পরীক্ষার্থী। তাঁদের মধ্যে ২৩ হাজার ৩৭৫ জন ছাত্রী এবং ১৯ হাজার ১৪২ জন ছাত্র রয়েছেন। গত বছর ২৭ হাজার ৭০৯ জন, ২০২০ সালে ২৬ হাজার ১৬৭ জন, ২০১৯ সালে ১৯ হাজার ৪৯৮ জন, ২০১৮ সালে ১৭ হাজার ৩৪৯ জন এবং ২০১৬ সালে ১৭ হাজার ৫৯৪ জন জিপিএ-৫ পেয়েছেন।
জানা গেছে, চলতি বছর রাজশাহী শিক্ষা বোর্ডের মোট পরীক্ষার্থীর সংখ্যা ছিল ১ লাখ ৯৭ হাজার ৩১৪ জন। তাঁদের মধ্যে ১ লাখ ৯৫ হাজার ১২৪ জন পরীক্ষা দিয়েছেন এবং পাস করেছেন ১ লাখ ৬৭ হাজার ৫৮১ জন। বিভাগের মোট ২ হাজার ৬৭৮টি স্কুলের শিক্ষার্থীরা এসএসসি পরীক্ষা দিয়েছিলেন। ওই সব স্কুলের মধ্যে ১৪৭টির শতভাগ পরীক্ষার্থী পাস করেছেন। তবে, দুটি স্কুলের কেউ পাস করেননি। অপরদিকে, পরীক্ষা চলাকালে অসদুপায় অবলম্বন করায় ১৮ পরীক্ষার্থীকে বহিষ্কার করা হয়েছে।
এ বিষয়ে রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক আরিফুল হক বলেন, পাসের হার এবার অন্য বছরের তুলনায় কম। কেন পাসের হার কমেছে, তা খতিয়ে দেখা হবে। যে দুটি প্রতিষ্ঠানের কোনো পরীক্ষার্থী পাস করেনি, সেগুলোর বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

বিলম্বের বৃত্ত থেকে বের হতে পারছে না বাংলাদেশ রেলওয়ের ঢাকা-নারায়ণগঞ্জ ডুয়েলগেজ ডাবল লাইন রেলপথ প্রকল্প। ইতিমধ্যে চার দফা মেয়াদ বাড়ানো এই প্রকল্প শেষ করতে আরও দুই বছর মেয়াদ বাড়ানোর প্রস্তাব দিয়েছে প্রকল্প কর্তৃপক্ষ। প্রায় এক যুগে প্রকল্পের কাজ হয়েছে ৫৪ শতাংশ।
৫ ঘণ্টা আগে
নোয়াখালীর কোম্পানীগঞ্জ উপজেলা যুবলীগের সভাপতি ও সাবেক উপজেলা ভাইস চেয়ারম্যান আজম পাশা চৌধুরী রুমেল এবং হাতিয়া পৌর আওয়ামী লীগের সভাপতি ও বঙ্গবন্ধু আইনজীবী সমিতির সাধারণ সম্পাদক ছাইফ উদ্দিন আহমদ দীর্ঘদিন হত্যা-বিস্ফোরকসহ একাধিক মামলার আসামি হয়ে জেলা কারাগারে রয়েছেন।
৫ ঘণ্টা আগে
যুগ যুগ ধরে সমুদ্রের পানি দিয়ে লবণ উৎপাদন করে আসছেন কৃষকেরা। তবে লবণ উৎপাদন কারখানার পরিত্যক্ত পানি দিয়ে আবার লবণ তৈরির সম্ভাবনা বাস্তবে রূপ দিয়েছেন চট্টগ্রামের পটিয়া উপজেলার কৃষকেরা।
৬ ঘণ্টা আগে
খুলনা জেলায় খাদ্যশস্য সংগ্রহ মৌসুমে বস্তা কেনায় অনিয়মের অভিযোগ উঠেছে। নতুন বস্তার সঙ্গে পুরোনো বস্তাও সরবরাহ ও ব্যবহার হচ্ছে বলে জানা গেছে। অভিযোগে বলা হয়েছে, পুরোনো নিম্নমানের বস্তা ক্রয় এবং অবৈধ লেনদেনের মাধ্যমে খাদ্যগুদামের অর্থ আত্মসাৎ করা হচ্ছে। তবে খাদ্য কর্মকর্তাদের দাবি...
৬ ঘণ্টা আগে