রাবি প্রতিনিধি

আগামীকাল ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্মেলন হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার কারণে নেতারা সেটি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। তবে দু-এক দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানান তাঁরা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর এ দুই পদে প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। সেখানে সভাপতি পদে ২২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭২ জন জীবনবৃত্তান্ত জমা দেন। কিন্তু সম্মেলন আয়োজনের কোনো প্রস্তুতি পরিলক্ষিত না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ধোঁয়াশা দেখা দেয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আফি আজাদ বান্টি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে সম্মেলন নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এই মুহূর্তে আর রাবি ছাত্রলীগের সম্মেলন করা সম্ভব হচ্ছে না। তবে যেহেতু আমরা সিভি জমা নিয়েছি, তাই দু-এক দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আজ ১১ তারিখ। এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো নির্দেশনা পাইনি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, সেটাও এখনো তাঁরা কনফার্ম করেননি। তাই আগামীকাল সম্মেলন হচ্ছে না।’
সম্মেলন না হলে জীবনবৃত্তান্তের (সিভি) জন্য সংগৃহীত টাকা কী হবে—এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, ‘মূলত সম্মেলনের প্রস্তুতির জন্যই এই টাকা সংগ্রহ করা হয়। যদি আমরা সম্মেলন করতে না পারি, তাহলে সেই টাকা পরবর্তী নেতাদের কাছে হস্তান্তর করব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন দিন পর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

আগামীকাল ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয় (রাবি) শাখা ছাত্রলীগের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হওয়ার কথা থাকলেও সম্মেলন হচ্ছে না বলে নিশ্চিত করেছেন বিশ্ববিদ্যালয় শাখা ও কেন্দ্রীয় ছাত্রলীগের একাধিক নেতা। কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণার কারণে নেতারা সেটি নিয়েই ব্যস্ত হয়ে পড়েছেন। তবে দু-এক দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি ঘোষণা করা হতে পারে বলে জানান তাঁরা।
ছাত্রলীগ সূত্রে জানা যায়, গত ২৩ অক্টোবর কেন্দ্রীয় ছাত্রলীগের সভাপতি আল নাহিয়ান খান জয় ও সাধারণ সম্পাদক লেখক ভট্টাচার্য স্বাক্ষরিত এক বিজ্ঞপ্তিতে জানানো হয়, আগামী ১২ নভেম্বর রাজশাহী বিশ্ববিদ্যালয়ের ২৬তম সম্মেলন অনুষ্ঠিত হবে। এরই ধারাবাহিকতায় গত ৫ নভেম্বর এ দুই পদে প্রার্থীদের জীবনবৃত্তান্ত সংগ্রহ করা হয়। সেখানে সভাপতি পদে ২২ জন এবং সাধারণ সম্পাদক পদে ৭২ জন জীবনবৃত্তান্ত জমা দেন। কিন্তু সম্মেলন আয়োজনের কোনো প্রস্তুতি পরিলক্ষিত না হওয়ায় নেতা-কর্মীদের মধ্যে ধোঁয়াশা দেখা দেয়।
এ বিষয়ে রাজশাহী বিশ্ববিদ্যালয় শাখা ছাত্রলীগের সাংগঠনিক দায়িত্বপ্রাপ্ত নেতা ও কেন্দ্রীয় ছাত্রলীগের সহসম্পাদক আফি আজাদ বান্টি বলেন, ‘কেন্দ্রীয় ছাত্রলীগের সম্মেলনের তারিখ ঘোষণা করা হয়েছে। ফলে সম্মেলন নিয়ে কেন্দ্রীয় ছাত্রলীগের নেতা-কর্মীরা ব্যস্ত হয়ে পড়েছেন। তাই এই মুহূর্তে আর রাবি ছাত্রলীগের সম্মেলন করা সম্ভব হচ্ছে না। তবে যেহেতু আমরা সিভি জমা নিয়েছি, তাই দু-এক দিনের মধ্যে প্রেস বিজ্ঞপ্তির মাধ্যমে কমিটি দেওয়া হবে।’
এ বিষয়ে জানতে চাইলে রাবি শাখা ছাত্রলীগের সভাপতি গোলাম কিবরিয়া বলেন, ‘আজ ১১ তারিখ। এখন পর্যন্ত আমরা ওই ধরনের কোনো নির্দেশনা পাইনি। কেন্দ্রীয় নেতারা আসবেন কি না, সেটাও এখনো তাঁরা কনফার্ম করেননি। তাই আগামীকাল সম্মেলন হচ্ছে না।’
সম্মেলন না হলে জীবনবৃত্তান্তের (সিভি) জন্য সংগৃহীত টাকা কী হবে—এ বিষয়ে জানতে চাইলে গোলাম কিবরিয়া বলেন, ‘মূলত সম্মেলনের প্রস্তুতির জন্যই এই টাকা সংগ্রহ করা হয়। যদি আমরা সম্মেলন করতে না পারি, তাহলে সেই টাকা পরবর্তী নেতাদের কাছে হস্তান্তর করব।’
প্রসঙ্গত, ২০১৬ সালের ৮ ডিসেম্বর রাবি শাখা ছাত্রলীগের ২৫তম সম্মেলন অনুষ্ঠিত হয়। এর তিন দিন পর গোলাম কিবরিয়াকে সভাপতি ও ফয়সাল আহমেদ রুনুকে সাধারণ সম্পাদক করে কমিটি ঘোষণা করা হয়।

চট্টগ্রামের কক্সবাজারে রহিদ বড়ুয়া (১৯) নামের এক যুবকের ঝুলন্ত লাশ উদ্ধার করেছে পুলিশ। আজ সোমবার (১৯ জানুয়ারি) সকালে শহরের বিজিবি ক্যাম্পের পশ্চিমপাড়ায় বাড়ির কাছে একটি গাছ থেকে তাঁর ঝুলন্ত লাশ উদ্ধার করা হয়।
৫ মিনিট আগে
অনেকটা পাগলের মতো আচরণ করলেও খুব ঠান্ডা মাথায় এক বৃদ্ধা, এক নারী, এক কিশোরীসহ ছয়জনকে খুন করেছেন মশিউর রহমান ওরফে সম্রাট (৪০)। এসব খুনের ঘটনায় পুলিশের হাতে গ্রেপ্তারের পর আজ সোমবার (১৯ জানুয়ারি) ঢাকার চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালতে ফৌজদারি কার্যবিধির ১৬৪ ধারায় তিনি স্বীকারোক্তিমূলক...
৬ মিনিট আগে
সাভারের আশুলিয়ায় বকেয়া বেতনের দাবিতে মেডলার গ্রুপ নামের একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকেরা সড়ক অবরোধ করেন। এ সময় শ্রমিকদের ইটপাটকেলের আঘাতে আশুলিয়া শিল্প পুলিশের পাঁচ সদস্য আহত হন। সোমবার (১৯ জানুয়ারি) সকালে আশুলিয়ার সরকার মার্কেট এলাকায় এ ঘটনা ঘটে। তাৎক্ষণিকভাবে আহত পুলিশ সদস্যদের নাম-পরিচয় জানা যা
৩৪ মিনিট আগে
আওয়ামী লীগ সরকারের শাসনামলে জয়েন্ট ইন্টারোগেশন সেলে (জেআইসি) গুম করে রাখার ঘটনায় করা মানবতাবিরোধী অপরাধের মামলায় প্রথম সাক্ষী হিসেবে জবানবন্দি দিয়েছেন হুম্মাম কাদের চৌধুরী। গুমের অভিজ্ঞতার বর্ণনা দিতে গিয়ে একপর্যায়ে তিনি বলেন, ‘দিন গুনতাম খাবার দেখে। খাবারের জন্য রুটি আসলে বুঝতে পারতাম নতুন দিন শুরু
১ ঘণ্টা আগে