প্রতিনিধি, রাজশাহী

রাজশাহীতে এবার কোরবানিতে ৭৩ হাজার পশু বিক্রি হয়নি। অবিক্রীত অবস্থায় এগুলো এখন খামারি ও কৃষকের বাড়িতেই রয়ে গেছে। এসব পশু বিক্রি না হওয়ায় বেকায়দায় পড়েছেন কৃষক ও খামারিরা।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোরবানির জন্য রাজশাহীতে এ বছর ৩ লাখ ৮২ হাজার পশু লালনপালন করা হয়েছে। এর মধ্যে কোরবানি হয়েছে প্রায় ৩ লাখ ৯ হাজার পশু। বাকি ৭৩ হাজার কোরবানির পশু অবিক্রীত অবস্থায় আছে।
প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, রাজশাহীতে এবার গরু পালন করা হয়েছিল ১ লাখ ৬ হাজার ৬৬৬ টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৬২ হাজার ৮৫৪টি গরু। অবিক্রীত থেকে গেছে ৪৩ হাজার ৮১২টি গরু।
জেলায় এবার পালন হয়েছিল ২ হাজার ৯৫৬টি মহিষ। এর মধ্যে মাত্র ৩১৫টি মহিষ কোরবানি হয়েছে। তবে ছাগলের প্রায় সবই কোরবানি হয়েছে। জেলায় এবার ছাগল প্রস্তুত ছিল ২ লাখ ৪৩ হাজারটি। এর মধ্যে কোরবানি হয়েছে ২ লাখ ২৬ হাজার। আর ৩৫ হাজার ভেড়ার মধ্যে কোরবানি হয়েছে ২০ হাজার ৬৬৩ টি। বাকিগুলো অবিক্রীত রয়ে গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হক বলেন, কে কতগুলো পশু পালন করবে এটা নির্ধারণ করে দেওয়া সম্ভব না। তাই যে যার মতো করে পশু পালন করেন। এবার ভারত থেকে কোন পশু আমদানি না হলেও অবিক্রীত রয়েছে অনেক পশু। করোনা আর লকডাউনের কারণে কোরবানি কম হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

রাজশাহীতে এবার কোরবানিতে ৭৩ হাজার পশু বিক্রি হয়নি। অবিক্রীত অবস্থায় এগুলো এখন খামারি ও কৃষকের বাড়িতেই রয়ে গেছে। এসব পশু বিক্রি না হওয়ায় বেকায়দায় পড়েছেন কৃষক ও খামারিরা।
জেলা প্রাণিসম্পদ অধিদপ্তরের তথ্য অনুযায়ী, কোরবানির জন্য রাজশাহীতে এ বছর ৩ লাখ ৮২ হাজার পশু লালনপালন করা হয়েছে। এর মধ্যে কোরবানি হয়েছে প্রায় ৩ লাখ ৯ হাজার পশু। বাকি ৭৩ হাজার কোরবানির পশু অবিক্রীত অবস্থায় আছে।
প্রাণিসম্পদ দপ্তর সূত্র জানায়, রাজশাহীতে এবার গরু পালন করা হয়েছিল ১ লাখ ৬ হাজার ৬৬৬ টি। এর মধ্যে কোরবানি হয়েছে ৬২ হাজার ৮৫৪টি গরু। অবিক্রীত থেকে গেছে ৪৩ হাজার ৮১২টি গরু।
জেলায় এবার পালন হয়েছিল ২ হাজার ৯৫৬টি মহিষ। এর মধ্যে মাত্র ৩১৫টি মহিষ কোরবানি হয়েছে। তবে ছাগলের প্রায় সবই কোরবানি হয়েছে। জেলায় এবার ছাগল প্রস্তুত ছিল ২ লাখ ৪৩ হাজারটি। এর মধ্যে কোরবানি হয়েছে ২ লাখ ২৬ হাজার। আর ৩৫ হাজার ভেড়ার মধ্যে কোরবানি হয়েছে ২০ হাজার ৬৬৩ টি। বাকিগুলো অবিক্রীত রয়ে গেছে।
জেলা প্রাণিসম্পদ কর্মকর্তা ইসমাইল হক বলেন, কে কতগুলো পশু পালন করবে এটা নির্ধারণ করে দেওয়া সম্ভব না। তাই যে যার মতো করে পশু পালন করেন। এবার ভারত থেকে কোন পশু আমদানি না হলেও অবিক্রীত রয়েছে অনেক পশু। করোনা আর লকডাউনের কারণে কোরবানি কম হওয়ায় এই অবস্থার সৃষ্টি হয়েছে।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১২ মিনিট আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১৯ মিনিট আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৪৩ মিনিট আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
১ ঘণ্টা আগে