Ajker Patrika

ভেঙে গেল বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং সকাপ, বগি রেখেই ছেড়ে যায় ট্রেন 

রাণীনগর (নওগাঁ) প্রতিনিধি
ভেঙে গেল বরেন্দ্র এক্সপ্রেসের স্প্রিং সকাপ, বগি রেখেই ছেড়ে যায় ট্রেন 

নওগাঁর রাণীনগরে চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনের পেছনের বগির স্প্রিং সকাপ ভেঙে প্রায় দেড় ঘণ্টা চলাচল বন্ধ ছিল। পরে ত্রুটিপূর্ণ বগি রেখেই রাজশাহীর উদ্দেশ্যে ছেড়ে যায় ট্রেনটি। 

আজ মঙ্গলবার সকাল পৌনে ১০টার দিকে লাইনের বড়বড়িয়া বিজয়কান্দি এলাকায় এ ঘটনাটি ঘটে।

রাণীনগর রেলওয়ে স্টেশন মাস্টার মানিক হোসেন জানান, চিলাহাটি থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ৫৩২ নম্বর বরেন্দ্র এক্সপ্রেস ট্রেনটি সকাল পৌনে ১০টা নাগাদ রাণীনগর স্টেশন ছেড়ে যাওয়ার পর বিজয়কান্দি বড়বড়িয়া এলাকায় পৌঁছালে হঠাৎ পেছনের ‘ক’ নম্বর বগির নিচে স্প্রিং সকাপ ভেঙে যায়। এ সময় পেছনের বগিতে থাকা গার্ড বুঝতে পেরে ভ্যাকম টেনে ট্রেনটি থেমে দেয়। এতে ট্রেনটি মাঝ পথেই থেমে গেলে ওই লাইনে ট্রেন চলাচল বন্ধ হয়ে পরে। 

পরে খবর পেয়ে ঊর্ধ্বতন কর্মকর্তারা এসে ঘটনাস্থল পরিদর্শন শেষে প্রায় আধা ঘণ্টা পর ত্রুটিপূর্ণ পেছনের বগি রেখেই ট্রেনটি রাজশাহীর উদ্দেশ্যে রওনা দেয়। ঘণ্টা দেড় কের মধ্যেই সান্তাহার থেকে আলাদা ইঞ্জিন নিয়ে এসে ত্রুটিপূর্ণ ওই বগিটি রাণীনগর স্টেশনে নিয়ে এসে লাইন ক্লিয়ার করা হলে ট্রেন চলাচল স্বাভাবিক হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

বাংলাদেশের বাহিনীগুলোর কোনো পদক্ষেপ ভারতের বিরুদ্ধে নয়: ভারতীয় সেনাপ্রধান

ইরানে বিক্ষোভে ১২ হাজার নিহতের খবর, সরকার বলছে ২ হাজার

হাসপাতালে আশ্রয় নেওয়া গৃহবধূকে ধর্ষণ: দুই আনসার সদস্য বরখাস্ত

শেখ হাসিনাকে মামলা থেকে অব্যাহতি দেওয়ার কারণ ব্যাখ্যা করল পিবিআই

১০ বছর পর দম্পতির কোলজুড়ে একসঙ্গে পাঁচ সন্তান

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত