শেরপুর (বগুড়া) প্রতিনিধি

চালের কৃত্রিম সংকট প্রতিরোধে বগুড়ার শেরপুরে মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি প্রতিষ্ঠানে মোট ৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজে ১ হাজার ২৪৬ মেট্রিক টন চাল ২ হাজার ১৪৬ মেট্রিক টন ধান আটক করে তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ প্রদান করা হয়।
আজ বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম, থানা-পুলিশ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
শুরুতেই বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত শেরপুর শহরের সকাল বাজার এলাকায় গৌরাঙ্গ ভান্ডারে অভিযান পরিচালনা করে। সেখানে লাইসেন্সর বিপরীতে ১০০ মেট্রিক টন অতিরিক্ত চালের মজুত পাওয়া যায়। এ জন্য ওই প্রতিষ্ঠানের মালিক প্রদীপ সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর এলাকার শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ১ হাজার ২৪৬ মেট্রিক টন চাল ২ হাজার ১৪৬ মেট্রিক ধানের মজুত পাওয়া যায়। তবে চালগুলি ছিল এসিআই ফুডস লিমিটেডের লেবেল যুক্ত নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় ভরা। এগুলো গত মার্চ মাস থেকে মজুত অবস্থায় আছে বলে স্বীকার করেন মিল কর্তৃপক্ষ।
এ সম্পর্কে শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের শেখ সোহান বলেন, ‘মিলের ও মজুতের লাইসেন্স আমাদের নামে থাকলেও এসিআই ফুডস লিমিটেডের কাছে কয়েক বছর আগে ভাড়া দেওয়া হয়েছে। এসব ধান ও চাল তাদের, আমাদের নয়।’
মিল ও গোডাউন ভাড়া নিয়ে ধান চাল প্যাকেটজাত ও মজুত করণের কথা স্বীকার করেন এসিআই ফুডস লিমিটেডের সিনিয়র অপারেশন অফিসার বদরুল ইসলাম। নওগাঁর মহাদেবপুরে লাইসেন্স থাকলেও তাঁরা শেঁরপুরে ব্যবসা পরিচালনা করে আসছেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন স্থান থেকে ধান সংগ্রহ করে এখানে মজুত করি। এরপর সেগুলো চালে রূপান্তর করে সারা দেশে সরবরাহ করে থাকি।’
চালকল ও গোডাউনের লাইসেন্স ভাড়া প্রদান করা এবং এক স্থানের লাইসেন্সে অন্য জায়গায় ব্যবসা করা সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম। তিনি বলেন, মিল ও গোডাউন ভাড়া দিয়ে শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ আইন ভঙ্গ করেছে। প্রাথমিকভাবে তাদের লিখিতভাবে সতর্ক করা হবে। এর জন্য লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে।
অভিযান সম্পর্কে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, ‘আমরা এখানে প্রচুর পরিমাণে চাল ও ধানের মজুত পেয়েছি। এ ক্ষেত্রে আইন ভঙ্গ করায় প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ও আগামী ৩ দিনের মধ্যে প্রশাসনের তত্ত্বাবধানে আটক চাল বিক্রির আদেশ দেওয়া হয়েছে।’ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

চালের কৃত্রিম সংকট প্রতিরোধে বগুড়ার শেরপুরে মজুতদারদের বিরুদ্ধে অভিযান পরিচালনা করেছেন ভ্রাম্যমাণ আদালত। এ সময় দুইটি প্রতিষ্ঠানে মোট ৬ লাখ ৬০ হাজার টাকা জরিমানা আদায় করা হয়। এদের মধ্যে শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজে ১ হাজার ২৪৬ মেট্রিক টন চাল ২ হাজার ১৪৬ মেট্রিক টন ধান আটক করে তিন দিনের মধ্যে বিক্রির নির্দেশ প্রদান করা হয়।
আজ বুধবার বেলা ১১টা থেকে সন্ধ্যা ৬টা পর্যন্ত ভ্রাম্যমাণ আদালত এই অভিযান পরিচালনা করেন। শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন এই অভিযানে নেতৃত্ব দেন। এ সময় উপস্থিত ছিলেন, উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম, থানা-পুলিশ ও বিভিন্ন গণমাধ্যম কর্মীরা।
শুরুতেই বেলা ১১টায় ভ্রাম্যমাণ আদালত শেরপুর শহরের সকাল বাজার এলাকায় গৌরাঙ্গ ভান্ডারে অভিযান পরিচালনা করে। সেখানে লাইসেন্সর বিপরীতে ১০০ মেট্রিক টন অতিরিক্ত চালের মজুত পাওয়া যায়। এ জন্য ওই প্রতিষ্ঠানের মালিক প্রদীপ সাহাকে ৬০ হাজার টাকা জরিমানা করা হয়।
এরপর উপজেলার গাড়িদহ ইউনিয়নের জোয়ানপুর এলাকার শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজে অভিযান পরিচালনা করা হয়। সেখানে ১ হাজার ২৪৬ মেট্রিক টন চাল ২ হাজার ১৪৬ মেট্রিক ধানের মজুত পাওয়া যায়। তবে চালগুলি ছিল এসিআই ফুডস লিমিটেডের লেবেল যুক্ত নিষিদ্ধ প্লাস্টিকের বস্তায় ভরা। এগুলো গত মার্চ মাস থেকে মজুত অবস্থায় আছে বলে স্বীকার করেন মিল কর্তৃপক্ষ।
এ সম্পর্কে শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজের শেখ সোহান বলেন, ‘মিলের ও মজুতের লাইসেন্স আমাদের নামে থাকলেও এসিআই ফুডস লিমিটেডের কাছে কয়েক বছর আগে ভাড়া দেওয়া হয়েছে। এসব ধান ও চাল তাদের, আমাদের নয়।’
মিল ও গোডাউন ভাড়া নিয়ে ধান চাল প্যাকেটজাত ও মজুত করণের কথা স্বীকার করেন এসিআই ফুডস লিমিটেডের সিনিয়র অপারেশন অফিসার বদরুল ইসলাম। নওগাঁর মহাদেবপুরে লাইসেন্স থাকলেও তাঁরা শেঁরপুরে ব্যবসা পরিচালনা করে আসছেন বলে তিনি জানান। তিনি বলেন, ‘আমরা বিভিন্ন স্থান থেকে ধান সংগ্রহ করে এখানে মজুত করি। এরপর সেগুলো চালে রূপান্তর করে সারা দেশে সরবরাহ করে থাকি।’
চালকল ও গোডাউনের লাইসেন্স ভাড়া প্রদান করা এবং এক স্থানের লাইসেন্সে অন্য জায়গায় ব্যবসা করা সুযোগ নেই বলে জানিয়েছেন উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মামুন-এ-কাইয়ুম। তিনি বলেন, মিল ও গোডাউন ভাড়া দিয়ে শিনু এগ্রো ফুড ইন্ডাস্ট্রিজ আইন ভঙ্গ করেছে। প্রাথমিকভাবে তাদের লিখিতভাবে সতর্ক করা হবে। এর জন্য লাইসেন্স পর্যন্ত বাতিল করা হতে পারে।
অভিযান সম্পর্কে শেরপুর উপজেলা সহকারী কমিশনার (ভূমি) সাবরিনা শারমিন বলেন, ‘আমরা এখানে প্রচুর পরিমাণে চাল ও ধানের মজুত পেয়েছি। এ ক্ষেত্রে আইন ভঙ্গ করায় প্রতিষ্ঠানটিকে ৬ লাখ টাকা অর্থদণ্ড প্রদান করা হয়েছে ও আগামী ৩ দিনের মধ্যে প্রশাসনের তত্ত্বাবধানে আটক চাল বিক্রির আদেশ দেওয়া হয়েছে।’ চালের বাজার স্থিতিশীল রাখতে প্রশাসনের এই অভিযান অব্যাহত থাকবে বলে তিনি জানান।

রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
৭ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
৭ ঘণ্টা আগে
সিলেটের শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যায়ের কেন্দ্রীয় ছাত্র সংসদ (শাকসু) ও হল সংসদ নির্বাচন নিয়ে আগামীকাল বুধবার (২১ জানুয়ারি) দুপুর ১২টায় চূড়ান্ত সিদ্ধান্ত নেওয়ার ঘোষণা দিয়েছেন আন্দোলনরত শিক্ষার্থীরা। একই সঙ্গে বিভিন্ন বিভাগের শিক্ষার্থীদের ক্লাস-পরীক্ষা বর্জনের আহ্বান জানিয়েছেন তাঁরা।
৮ ঘণ্টা আগে
মিয়ানমার সীমান্তের ওপারে পাচারের অপেক্ষায় জড়ো করে রাখা হয়েছে অন্তত ৭ হাজার বার্মিজ গরু। এর মধ্যে গত কয়েক দিনে বাংলাদেশে অন্তত ৫০০ গরু ঢুকিয়েছে বান্দরবানের নাইক্ষ্যংছড়ি সীমান্ত ঘিরে সক্রিয় চোরাকারবারি চক্র। আর গত পাঁচ দিনে অভিযান চালিয়ে ৫৫টি জব্দ করেছে বিজিবি সদস্যরা।
৮ ঘণ্টা আগে