Ajker Patrika

‘আপত্তিকর’ অবস্থায় রাবি ক্যাম্পাসে ২৭ বহিরাগত আটক

রাবি প্রতিনিধি
আপডেট : ১৫ মে ২০২৩, ১৯: ০২
‘আপত্তিকর’ অবস্থায় রাবি ক্যাম্পাসে ২৭ বহিরাগত আটক

(রাবি) ক্যাম্পাস থেকে ২৭ জন বহিরাগতকে ‘আপত্তিকর’ আটক করেছে বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল টিম। আজ সোমবার দুপুরে ক্যাম্পাসের বিভিন্ন জায়গায় অভিযান চালিয়ে তাঁদের আটক করা হয়। পরে তাদের মতিহার থানা-পুলিশের কাছে হস্তান্তর করা হয়।

আটককৃতদের মধ্যে ১৬ জন ছেলে ও ১১ জন মেয়ে। তাদের অধিকাংশই স্কুল-কলেজের শিক্ষার্থী বলে জানিয়েছে বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ।

বিশ্ববিদ্যালয়ের প্রক্টরের দপ্তর থেকে জানানো হয়েছে, বিশ্ববিদ্যালয় ক্যাম্পাসে বহিরাগত শিক্ষার্থীদের আনাগোনা বেড়ে গেছে। তারা বিভিন্ন অপকর্মে লিপ্ত হচ্ছেন। তাই অভিযান চালিয়ে মোট ২৭ জনকে আটক করা হয়েছে। তারা নগরীর বিভিন্ন স্কুল-কলেজের শিক্ষার্থী। তাদের সবাইকে বিশ্ববিদ্যালয়ের বিভিন্ন জায়গা থেকে আটক করে প্রক্টর অফিসে এনে প্রায় দুই ঘণ্টা জিজ্ঞাসাবাদ করা হয়। পরে নাম পরিচয় লিখে পুলিশে দেওয়া হয়।

এ বিষয়ে জানতে চাইলে বিশ্ববিদ্যালয়ের প্রক্টর অধ্যাপক আসাবুল হক বলেন, ‘ঈদের ছুটির পর থেকে ক্যাম্পাসে বহিরাগতদের আনাগোনা বৃদ্ধি পেয়েছে। তাই আজ (সোমবার) দুপুরে অভিযান পরিচালনা করে তাদের আটক করা হয়েছে। পরে জিজ্ঞাসাবাদ শেষে তাদের পুলিশের হাতে তুলে দিয়েছি।’

এ বিষয়ে মতিহার থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. রুহুল আমিন বলেন, ‘বিশ্ববিদ্যালয়ের প্রক্টরিয়াল বডি কিছু ছেলে-মেয়েকে আটক করে আমাদের কাছে দেয়। আমরা তাদের থানায় নিয়ে আসি এবং অভিভাবকদের খবর দিয়েছি। পরে মুচলেকা নিয়ে তাদের ছেড়ে দেওয়া হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

ভবঘুরের ছদ্মবেশে সিরিয়াল কিলার সম্রাট, সাভারে সাত মাসে ৬ খুন: পুলিশ

এবার যুক্তরাষ্ট্রের বিরুদ্ধে ‘ট্রেড বাজুকা’ নিক্ষেপের কথা ভাবছে ইউরোপ

অভিজ্ঞতা ছাড়াই কর্মী নেবে আরএফএল

আজকের রাশিফল: খুনসুটি গভীর প্রেমে রূপ নেবে, মুখ থুবড়ে পড়ার হালকা যোগ আছে

শিগগির চালু হচ্ছে বিশ্বের বৃহত্তম পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র, সক্ষমতা ৮.২ গিগাওয়াট

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত