Ajker Patrika

বগুড়ায় মাজারের খাদেমের লাশ উদ্ধার, স্ত্রী ও ভগ্নিপতি আটক

বগুড়া প্রতিনিধি
বগুড়ায় মাজারের খাদেমের লাশ উদ্ধার, স্ত্রী ও ভগ্নিপতি আটক

বগুড়ায় জামাল উদ্দিন খাজা (৫৮) নামের এক মাজারের খাদেম লাশ উদ্ধার করা হয়েছে। আজ শনিবার বেলা ১১টার দিকে শহরের বৃন্দাবনপাড়ার নিজ বাড়ি থেকে তাঁর মরদেহ উদ্ধার  করা হয়। জামাল উদ্দিন ওই এলাকার মৃত আমির হোসেনের ছেলে।

এ ঘটনায় তাঁর স্ত্রী জেসমিন বেগম ও ভগ্নিপতি মোজাফফর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নিয়েছেন গোয়েন্দা পুলিশ (ডিবি)।

স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, গতকাল রাতে জামাল উদ্দিনের ছেলে শ্বশুর বাড়ি ছিলেন। আজ সকাল ৯টার দিকে তিনি বাড়ি ফেরেন। বাড়ি ফিরে দেখেন ঘরের দরজা বাইরে থেকে আটকানো। এরপর ভেতরে ঢুকে দেখেন কম্বলে মোড়ানো অবস্থায় তাঁর বাবার মরদেহ খাটে পড়ে আছে। বাবার মাথার পেছনে রক্ত ও জখম দেখে তিনি পুলিশে খবর দেন। পুলিশ মরদেহ উদ্ধার  করে মর্গে পাঠানোর ব্যবস্থা করেন।

এ নিয়ে জানতে চাইলে বগুড়া জেলা গোয়েন্দা  পুলিশের ইনচার্জ সাইহান ওলিউল্লাহ বলেন, ‘নিহতের স্ত্রী জেসমিন বেগম ও ভগ্নিপতি মোজাফ্ফর হোসেনকে জিজ্ঞাসাবাদের জন্য হেফাজতে নেওয়া হয়েছে। তাঁদের দেওয়া তথ্য যাচাই বাছাই চলছে। পুরো রহস্য উদ্‌ঘাটন হওয়ার পর এ নিয়ে বিস্তারিত জানানো হবে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

নির্বাচনের পর কী করবেন ড. ইউনূস, জানাল প্রেস উইং

‘নেপালকে বাংলাদেশ হতে দেব না’, নানামুখী চাপে হতাশ সুশীলা কারকি

বাংলাদেশ আমাদের জন্য সতর্কবার্তা: যোগী আদিত্যনাথ

৪০০ টাকায় ২০ এমবিপিএস ইন্টারনেট দেবে বিটিসিএল, সাশ্রয়ী আরও ৮ প্যাকেজ ঘোষণা

বাংলাদেশে ‘অন্তর্ভুক্তিমূলক ও অংশগ্রহণমূলক’ নির্বাচনের নতুন ব্যাখ্যা দিল ইউরোপীয় ইউনিয়ন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত