এইচ এম শাহনেওয়াজ, পুঠিয়া

রাজশাহীর পুঠিয়া উপজেলায় করোনা মহামারির পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা ক্লাসে ফেরেনি। মহামারিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। এদের মধ্যে বেশির ভাগ নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা জানান, ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেরা বিভিন্ন ধরনের কাজ করছে। পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছে। তাই পরিবারও তাদের স্কুলে পাঠাতে অনীহা। আর অনুপস্থিত অধিকাংশ মেয়েদের বিয়ে হয়ে গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে উপজেলায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ৭০ জন। এর মধ্যে ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৫ হাজার ৯৭৫ জন। ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫৪৪ জন এবং ১৪টি মাদ্রাসার শিক্ষার্থী ছিল প্রায় সাড়ে ৬ হাজার। এদের মধ্যে করোনার পর প্রাথমিকে ৭% ও মাধ্যমিকে ৯.৬% শিক্ষার্থী আর স্কুলে ফেরেনি। এ ছাড়া ব্যক্তি মালিকানাধীন ২৫টি কিন্ডারগার্টেনের মধ্যে ৮টি প্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গাঁও পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন উইলিয়াম বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ ছিল। এর কারণে স্কুল খোলার পর প্রতিষ্ঠানগুলোর ৮ থেকে ১০ শতাংশ শিক্ষার্থী আর ক্লাসে ফেরেনি।’
ক্লাসে না ফেরার কারণ হিসেবে তিনি বলেন, ‘ঝড়ে পড়া শিক্ষার্থীর পরিবারগুলো বেশির ভাগ নিম্ন আয়ের মানুষ। দীর্ঘদিন স্কুলগুলো বন্ধ থাকার কারণে ছেলেরা বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন। আর বেশির ভাগ মেয়েদের বিয়ে হয়ে গেছে।’
বানেশ্বর ইসলামিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘অনুপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন কাজে লেগেছে। তারা এখন আয় রোজগার করায় সেই পরিবারগুলো স্কুলে পাঠাতে তেমন আগ্রহী হচ্ছেন না। আমরা বিগত সময়ে অনুপস্থিত সকল শিক্ষার্থীদের বাড়িতে গিয়েছি। এদের মধ্যে দু-একজন এসেছেন। তবে অনুপস্থিত বেশির ভাগ শিক্ষার্থীরা আর ক্লাসে ফেরেনি।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার জাহান বলেন, ‘গত জানুয়ারির তথ্য অনুযায়ী দুই চারজন বাদে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে এদের মধ্যে কতজন শিক্ষার্থী অনুপস্থিত আছে সেটির চূড়ান্ত তথ্য আগামী জানুয়ারিতে জানা যাবে।’
এ শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানে বলা আছে—অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নিতে। সেই সঙ্গে তাদের ক্লাসে ফেরাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।’

রাজশাহীর পুঠিয়া উপজেলায় করোনা মহামারির পর প্রাথমিক, মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক পর্যায়ের শিক্ষাপ্রতিষ্ঠানের অনেক শিক্ষার্থীরা ক্লাসে ফেরেনি। মহামারিতে দীর্ঘদিন শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধ থাকায় শিক্ষার্থীদের ওপর এর বিরূপ প্রভাব পড়েছে। এদের মধ্যে বেশির ভাগ নিম্নবিত্ত পরিবারের শিক্ষার্থী।
উপজেলার বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষকেরা জানান, ঝরে পড়া শিক্ষার্থীদের মধ্যে ছেলেরা বিভিন্ন ধরনের কাজ করছে। পরিবারকে আর্থিকভাবে সহায়তা করছে। তাই পরিবারও তাদের স্কুলে পাঠাতে অনীহা। আর অনুপস্থিত অধিকাংশ মেয়েদের বিয়ে হয়ে গেছে।
উপজেলা প্রাথমিক শিক্ষা অধিদপ্তর ও মাধ্যমিক শিক্ষা অফিস সূত্রে জানা গেছে, চলতি বছরের জানুয়ারিতে উপজেলায় মোট শিক্ষার্থীর সংখ্যা ছিল ৪২ হাজার ৭০ জন। এর মধ্যে ৪৮টি মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থী ১৫ হাজার ৯৭৫ জন। ৮৯টি প্রাথমিক বিদ্যালয়ে শিক্ষার্থীর সংখ্যা ১৬ হাজার ৫৪৪ জন এবং ১৪টি মাদ্রাসার শিক্ষার্থী ছিল প্রায় সাড়ে ৬ হাজার। এদের মধ্যে করোনার পর প্রাথমিকে ৭% ও মাধ্যমিকে ৯.৬% শিক্ষার্থী আর স্কুলে ফেরেনি। এ ছাড়া ব্যক্তি মালিকানাধীন ২৫টি কিন্ডারগার্টেনের মধ্যে ৮টি প্রতিষ্ঠান এখন বন্ধ হয়ে গেছে।
উপজেলা মাধ্যমিক শিক্ষক সমিতির সাধারণ সম্পাদক ও গাঁও পাড়া উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক নাসির উদ্দীন উইলিয়াম বলেন, ‘করোনার কারণে দীর্ঘদিন প্রতিষ্ঠানগুলোতে পাঠদান বন্ধ ছিল। এর কারণে স্কুল খোলার পর প্রতিষ্ঠানগুলোর ৮ থেকে ১০ শতাংশ শিক্ষার্থী আর ক্লাসে ফেরেনি।’
ক্লাসে না ফেরার কারণ হিসেবে তিনি বলেন, ‘ঝড়ে পড়া শিক্ষার্থীর পরিবারগুলো বেশির ভাগ নিম্ন আয়ের মানুষ। দীর্ঘদিন স্কুলগুলো বন্ধ থাকার কারণে ছেলেরা বিভিন্ন কাজে যুক্ত হয়েছেন। আর বেশির ভাগ মেয়েদের বিয়ে হয়ে গেছে।’
বানেশ্বর ইসলামিয়া হাই স্কুলের প্রধান শিক্ষক আবুল কালাম আজাদ বলেন, ‘অনুপস্থিত শিক্ষার্থীরা বিভিন্ন কাজে লেগেছে। তারা এখন আয় রোজগার করায় সেই পরিবারগুলো স্কুলে পাঠাতে তেমন আগ্রহী হচ্ছেন না। আমরা বিগত সময়ে অনুপস্থিত সকল শিক্ষার্থীদের বাড়িতে গিয়েছি। এদের মধ্যে দু-একজন এসেছেন। তবে অনুপস্থিত বেশির ভাগ শিক্ষার্থীরা আর ক্লাসে ফেরেনি।’
এ বিষয়ে উপজেলা মাধ্যমিক ও উচ্চ মাধ্যমিক শিক্ষা কর্মকর্তা লায়লা আক্তার জাহান বলেন, ‘গত জানুয়ারির তথ্য অনুযায়ী দুই চারজন বাদে সকল শিক্ষার্থী ভর্তি হয়েছেন। তবে এদের মধ্যে কতজন শিক্ষার্থী অনুপস্থিত আছে সেটির চূড়ান্ত তথ্য আগামী জানুয়ারিতে জানা যাবে।’
এ শিক্ষা কর্মকর্তা আরও বলেন, ‘প্রতিটি প্রতিষ্ঠানে বলা আছে—অনুপস্থিত শিক্ষার্থীদের বিষয়ে খোঁজ খবর নিতে। সেই সঙ্গে তাদের ক্লাসে ফেরাতে কার্যকরী পদক্ষেপ গ্রহণ করতে বলা হয়েছে।’

ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
১ ঘণ্টা আগে
লক্ষ্মীপুরের রায়পুরে সন্দেহের জেরে ‘মাদকাসক্ত’ একদল যুবকের হামলায় আহত কলেজছাত্র আশরাফুল ইসলাম চিকিৎসাধীন অবস্থায় মারা গেছেন। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) বেলা ৩টার দিকে রাজধানীর একটি বেসরকারি হাসপাতালে লাইফ সাপোর্টে চিকিৎসাধীন অবস্থায় তাঁর মৃত্যু হয়।
৩ ঘণ্টা আগে
রাজধানীর ভাটারা থানার ভেতর থেকে চুরি হওয়া সেই মোটরসাইকেল উদ্ধার করা হয়েছে। একই সঙ্গে চোর চক্রের চার সক্রিয় সদস্যকে গ্রেপ্তার করেছে ভাটারা থানা-পুলিশ। আজ মঙ্গলবার দুপুরে ব্রাহ্মণবাড়িয়ার বাঞ্ছারামপুর উপজেলা থেকে তাঁদের গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তার দুজনের নাম ইব্রাহিম (২৮) ও রহমতুল্লাহ (২২)।
১০ ঘণ্টা আগে
সীতাকুণ্ডের জঙ্গল সলিমপুর, আলীনগর ও ছিন্নমূল; এসব এলাকার হাজারো পাহাড় মাটির সঙ্গে মিশিয়ে দেওয়ার সঙ্গে সন্ত্রাসী আলী আক্কাস, কাজী মশিউর রহমান, ইয়াসিন মিয়া, গোলাম গফুর, রোকন উদ্দিন ওরফে রোকন মেম্বার, রিদোয়ান ও গাজী সাদেকের নাম ঘুরেফিরে আসে। চার দশক ধরে ওই সব এলাকার সরকারি পাহাড় কেটে আবাসন...
১১ ঘণ্টা আগে