ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সিপাহি ও আরেক সিপাহীর স্ত্রীকে ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।
আজ রোববার ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা ও বাবুপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৯৫ বোতল ফেনসিডিল এবং মাদকের বিক্রিলব্ধ ১ লাখ ৩০ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
আটক দুজন হলেন পিরোজপুরের গজলিয়া উদয়কাঠি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও বরিশালের উজিরপুর বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন (২৮)। তাদের মধ্যে মাসুম হাওলাদার বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে ঈশ্বরদী জংশন স্টেশনে কর্মরত। ঝর্না খাতুনের স্বামী হাফিজুল ইসলামও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীতে একই পদে রয়েছেন।
ঘটনার সম্পর্কে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রথমে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি মাসুম হাওলাদারকে শহরের ফকিরের মোড় থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক বাবুপাড়ায় এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য হাফিজুল ইসলামের বাসায় অভিযান চলায়। এর আগেই হাফিজুল পালিয়ে যায়। পরে বাসায় রাখা ৬১ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী ঝর্ণা খাতুনকে আটক করা। এরপরই সিপাহি মাসুমের বাসায় অভিযান চালিয়ে বাকি ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করা হয়।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতে রেলের নিরাপত্তা বাহিনীর দুই সিপাহি ও একজনের স্ত্রীর নাম রয়েছে। মামলা দায়ের পর আটককৃতদের আদালতে পাঠানো হবে।

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সিপাহি ও আরেক সিপাহীর স্ত্রীকে ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।
আজ রোববার ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা ও বাবুপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৯৫ বোতল ফেনসিডিল এবং মাদকের বিক্রিলব্ধ ১ লাখ ৩০ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
আটক দুজন হলেন পিরোজপুরের গজলিয়া উদয়কাঠি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও বরিশালের উজিরপুর বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন (২৮)। তাদের মধ্যে মাসুম হাওলাদার বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে ঈশ্বরদী জংশন স্টেশনে কর্মরত। ঝর্না খাতুনের স্বামী হাফিজুল ইসলামও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীতে একই পদে রয়েছেন।
ঘটনার সম্পর্কে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রথমে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি মাসুম হাওলাদারকে শহরের ফকিরের মোড় থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক বাবুপাড়ায় এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য হাফিজুল ইসলামের বাসায় অভিযান চলায়। এর আগেই হাফিজুল পালিয়ে যায়। পরে বাসায় রাখা ৬১ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী ঝর্ণা খাতুনকে আটক করা। এরপরই সিপাহি মাসুমের বাসায় অভিযান চালিয়ে বাকি ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করা হয়।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতে রেলের নিরাপত্তা বাহিনীর দুই সিপাহি ও একজনের স্ত্রীর নাম রয়েছে। মামলা দায়ের পর আটককৃতদের আদালতে পাঠানো হবে।

সাভারের রেডিও কলোনি এলাকা থেকে বাসে ওঠার ১৫ মিনিটের মধ্যেই একা হয়ে পড়েন ২৬ বছর বয়সী গৃহবধূ। তাঁকে বাসের চালকের দুই সহকারী আলতাফ ও সাগর পালাক্রমে ধর্ষণ করেন। সে দৃশ্য ধারণ করা হয় মোবাইল ফোনে।
৩ ঘণ্টা আগে
জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে পটুয়াখালী-২ (বাউফল) আসনে রাজনৈতিক উত্তেজনা বাড়ছে। সাম্প্রতিক একটি সংঘর্ষের ঘটনাকে কেন্দ্র করে বিএনপি ও জামায়াতে ইসলামীর কর্মী-সমর্থকদের মধ্যে দফায় দফায় হামলা, ভাঙচুর ও মামলার ঘটনা ঘটেছে।
৩ ঘণ্টা আগে
ওয়ার্ডের মেঝেতে ব্যবহৃত টিস্যু, স্যালাইনের প্যাকেট, ব্যান্ডেজ, তুলা, যত্রতত্র আবর্জনা, অপরিচ্ছন্ন বিছানার চাদর, দেয়ালে থুতু কাশির দাগ, জরাজীর্ণ জানালা-দরজা, মশা-মাছির উপদ্রব, শৌচাগার থেকে ছড়াচ্ছে দুর্গন্ধ। এমন চিত্র পাবনার ঈশ্বরদী উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স ও ৫০ শয্যা হাসপাতালের।
৩ ঘণ্টা আগে
নেত্রকোনার পাঁচটি সংসদীয় আসনে সব কটিতেই দলীয় প্রার্থী দিয়েছে বিএনপি। শরিকদের জন্য একটি ছাড় দিয়ে চারটি আসনে প্রার্থী দিয়েছে জামায়াত। এবারের নির্বাচনে আওয়ামী লীগ অংশ নিতে পারছে না। ফলে জয়ের ব্যাপারে বেশ আত্মবিশ্বাসী বিএনপি। যদিও একটি আসনে বিএনপির বিদ্রোহী প্রার্থী নিয়ে বিপাকে আছে দলটি।
৩ ঘণ্টা আগে