ঈশ্বরদী (পাবনা) প্রতিনিধি

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সিপাহি ও আরেক সিপাহীর স্ত্রীকে ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।
আজ রোববার ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা ও বাবুপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৯৫ বোতল ফেনসিডিল এবং মাদকের বিক্রিলব্ধ ১ লাখ ৩০ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
আটক দুজন হলেন পিরোজপুরের গজলিয়া উদয়কাঠি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও বরিশালের উজিরপুর বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন (২৮)। তাদের মধ্যে মাসুম হাওলাদার বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে ঈশ্বরদী জংশন স্টেশনে কর্মরত। ঝর্না খাতুনের স্বামী হাফিজুল ইসলামও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীতে একই পদে রয়েছেন।
ঘটনার সম্পর্কে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রথমে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি মাসুম হাওলাদারকে শহরের ফকিরের মোড় থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক বাবুপাড়ায় এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য হাফিজুল ইসলামের বাসায় অভিযান চলায়। এর আগেই হাফিজুল পালিয়ে যায়। পরে বাসায় রাখা ৬১ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী ঝর্ণা খাতুনকে আটক করা। এরপরই সিপাহি মাসুমের বাসায় অভিযান চালিয়ে বাকি ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করা হয়।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতে রেলের নিরাপত্তা বাহিনীর দুই সিপাহি ও একজনের স্ত্রীর নাম রয়েছে। মামলা দায়ের পর আটককৃতদের আদালতে পাঠানো হবে।

পাবনার ঈশ্বরদীতে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর একজন সিপাহি ও আরেক সিপাহীর স্ত্রীকে ফেনসিডিল ও নগদ অর্থসহ আটক করেছে পুলিশ।
আজ রোববার ঈশ্বরদী শহরের ফকিরের বটতলা ও বাবুপাড়ায় অভিযান চালিয়ে তাদের আটক করা হয়। এ সময় তাদের কাছে থাকা ২৯৫ বোতল ফেনসিডিল এবং মাদকের বিক্রিলব্ধ ১ লাখ ৩০ হাজার ৫২০ টাকা জব্দ করা হয়েছে।
বিষয়টি নিশ্চিত করেছেন ঈশ্বরদী থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) মনিরুল ইসলাম।
আটক দুজন হলেন পিরোজপুরের গজলিয়া উদয়কাঠি গ্রামের মো. মতিউর রহমানের ছেলে মাসুম হাওলাদার (৩০) ও বরিশালের উজিরপুর বড়াকোঠা গ্রামের হাফিজুল ইসলামের স্ত্রী ঝর্ণা খাতুন (২৮)। তাদের মধ্যে মাসুম হাওলাদার বাংলাদেশ রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি পদে ঈশ্বরদী জংশন স্টেশনে কর্মরত। ঝর্না খাতুনের স্বামী হাফিজুল ইসলামও রেলওয়ে নিরাপত্তা বাহিনীর ঈশ্বরদীতে একই পদে রয়েছেন।
ঘটনার সম্পর্কে পুলিশ পরিদর্শক মনিরুল ইসলাম জানান, ‘গোপন সংবাদের ভিত্তিতে দুপুরে প্রথমে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সিপাহি মাসুম হাওলাদারকে শহরের ফকিরের মোড় থেকে ১১৬ বোতল ফেনসিডিলসহ আটক করা হয়। তার দেওয়া তথ্যের ভিত্তিতে পুলিশ তাৎক্ষণিক বাবুপাড়ায় এলাকায় নিরাপত্তা বাহিনীর আরেক সদস্য হাফিজুল ইসলামের বাসায় অভিযান চলায়। এর আগেই হাফিজুল পালিয়ে যায়। পরে বাসায় রাখা ৬১ বোতল ফেনসিডিলসহ তার স্ত্রী ঝর্ণা খাতুনকে আটক করা। এরপরই সিপাহি মাসুমের বাসায় অভিযান চালিয়ে বাকি ফেনসিডিল ও নগদ টাকা জব্দ করা হয়।’
ঈশ্বরদী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মো. রফিকুল ইসলাম জানান, ‘এ ঘটনায় থানায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনে মামলা দায়েরের প্রস্তুতি চলছে। এতে রেলের নিরাপত্তা বাহিনীর দুই সিপাহি ও একজনের স্ত্রীর নাম রয়েছে। মামলা দায়ের পর আটককৃতদের আদালতে পাঠানো হবে।

রাষ্ট্রীয় শোক এবং পুলিশের নিষেধাজ্ঞা উপেক্ষা করে রাজধানীতে আতশবাজি ফোটানো ও ফানুস উড়িয়ে খ্রিষ্টীয় নববর্ষ উদ্যাপন করেছে নগরবাসী। খ্রিষ্টীয় নববর্ষ ২০২৬-এর প্রথম প্রহরে নগরজুড়ে বাসাবাড়ির ছাদে ছাদে আতশবাজি ফোটানো ও ফানুস ওড়ানোর দৃশ্য দেখা যায়। এ সময় চারপাশে বিকট শব্দ শোনা যায়।
১২ মিনিট আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে নির্বাচন কমিশনে জমা দেওয়া হলফনামা অনুযায়ী গণঅধিকার পরিষদের সভাপতি ও ডাকসুর সাবেক ভিপি নুরুল হক নুরের মোট সম্পদের পরিমাণ ৮৯ লাখ ৮২ হাজার ৮৪১ টাকা। তাঁর স্ত্রী মারিয়া আক্তারের সম্পদের পরিমাণ ২ লাখ ৬৬ হাজার ৮১৮ টাকা। তাঁদের কোনো স্বর্ণালংকার নেই।
১ ঘণ্টা আগে
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে মারা যাওয়া মো. নিরব হোসেন (৫৬) দৈনিক জনকণ্ঠের সাবেক প্রশাসনিক কর্মকর্তা। তাঁর বাড়ি পটুয়াখালীর বাউফল উপজেলার নাজিরপুর ইউনিয়নের বড় ডালিমা গ্রামে। রাজধানীর বড় মগবাজারে তিনি পরিবারসহ বসবাস করতেন।
২ ঘণ্টা আগে
ভিডিওতে অজ্ঞাতনামা ব্যক্তির (ঠিকাদার প্রতিনিধি) সঙ্গে কথা বলার আগে কাজের বিলের ফাইল স্বাক্ষর করার সময় ৪৫ হাজার টাকা নেওয়ার বিষয়টিও উঠে আসে। এ ছাড়া নতুন করে আরও পাঁচ হাজার টাকা না দেওয়ায় গড়িমসি করতে থাকেন ওই প্রকৌশলী। একপর্যায়ে তাঁকে অজ্ঞাতনামা ব্যক্তির কাছ থেকে টাকা নিয়ে পকেটে রাখতে দেখা যায়।
৩ ঘণ্টা আগে