নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে। পরীক্ষার্থীর সংখ্যা কেন কমেছে, তা খতিয়ে দেখছে শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪ সালে) পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন। কিন্তু এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এ বছর পরীক্ষা গ্রহণ করা হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। রেজিস্ট্রেশন কম হওয়া এর মূল কারণ বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’
তিনি জানান, আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এর প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালীন শব্দদূষণ রোধে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউড স্পিকার ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানোসহ যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরের ২৭টি কেন্দ্রে এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভকেশনাল) ও দাখিল (ভকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

রাজশাহী শিক্ষা বোর্ডে এ বছর মাধ্যমিক স্কুল সার্টিফিকেট (এসএসসি) পরীক্ষার্থীর সংখ্যা প্রায় ১৯ হাজার কমেছে। পরীক্ষার্থীর সংখ্যা কেন কমেছে, তা খতিয়ে দেখছে শিক্ষা বোর্ড।
শিক্ষা বোর্ডের তথ্য অনুযায়ী, গত বছর (২০২৪ সালে) পরীক্ষার্থী ছিল ২ লাখ ৮৫৩ জন। কিন্তু এ বছর অংশ নিচ্ছে ১ লাখ ৮১ হাজার ৯০৪ জন। গত বছরের তুলনায় এ বছর পরীক্ষার্থী কমেছে ১৮ হাজার ৯৪৯ জন। রাজশাহী বিভাগের ২৬৯টি কেন্দ্রে এ বছর পরীক্ষা গ্রহণ করা হবে।
রাজশাহী শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক অধ্যাপক মো. আরিফুল ইসলাম বলেন, ‘এ বছর পরীক্ষার্থীর সংখ্যা কিছুটা কমেছে। রেজিস্ট্রেশন কম হওয়া এর মূল কারণ বলে মনে হচ্ছে। বিষয়টি আমরা পর্যালোচনা করছি।’
তিনি জানান, আগামী ১০ এপ্রিল সকাল সাড়ে ১০টায় বাংলা (আবশ্যিক) প্রথম পত্র ও সহজ বাংলা প্রথম পত্র পরীক্ষার মাধ্যমে পরীক্ষা শুরু হবে। এর প্রস্তুতি ইতিমধ্যে সম্পন্ন হয়েছে।
এদিকে পরীক্ষা চলাকালীন শব্দদূষণ রোধে গণবিজ্ঞপ্তি জারি করেছে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ (আরএমপি)। পরীক্ষাকেন্দ্র এলাকায় লাউড স্পিকার ব্যবহার, বাদ্যযন্ত্র বাজানোসহ যেকোনো ধরনের উচ্চ শব্দ সৃষ্টিকারী কার্যক্রম নিষিদ্ধ করা হয়েছে।
আরএমপির অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (মিডিয়া) সাবিনা ইয়াসমিন জানান, রাজশাহী নগরের ২৭টি কেন্দ্রে এবারের এসএসসি, দাখিল, এসএসসি (ভকেশনাল) ও দাখিল (ভকেশনাল) পরীক্ষা অনুষ্ঠিত হবে। ১০ এপ্রিল থেকে ১৩ মে পর্যন্ত পরীক্ষা চলবে।

কক্সবাজারের টেকনাফ উপজেলার হোয়াইক্যং ইউনিয়নে গুলিবিদ্ধ শিশু আফনান ও নাফ নদীতে মাইন বিস্ফোরণে আহত যুবক মো. হানিফের পরিবারকে আর্থিক সহায়তা প্রদান করেছে উপজেলা প্রশাসন। পাশাপাশি জেলা পরিষদের পক্ষ থেকেও আরও কিছু অনুদান দেওয়ার কথা জানানো হয়েছে।
৩১ মিনিট আগে
ডা. মহিউদ্দিনকে কারাগার থেকে আজ আদালতে হাজির করা হয়। মামলার তদন্ত কর্মকর্তা মিরপুর থানার পুলিশ পরিদর্শক মো. মিজানুর রহমান তাঁকে জুলাই আন্দোলনে মিরপুর থানার মাহফুজ আলম শ্রাবণ হত্যা মামলায় গ্রেপ্তার দেখানোর আবেদন করেন।
৪৩ মিনিট আগে
ঘটনার প্রতিক্রিয়ায় খাগড়াছড়ি জেলা জামায়াতের আমির অধ্যাপক সৈয়দ আব্দুল মোমেন বলেন, নির্বাচনের পরিবেশ নষ্ট করার উদ্দেশ্যে পরিকল্পিতভাবে এই হামলা চালানো হয়েছে। তিনি ঘটনার সঙ্গে জড়িত ব্যক্তিদের দ্রুত শনাক্ত করে আইনের আওতায় আনার দাবি জানান।
২ ঘণ্টা আগে
আহত ব্যক্তিদের মধ্যে মামলার তদন্ত কর্মকর্তা এসআই ফরিদ আহমেদ গুরুতর আহত হয়ে ময়মনসিংহ মেডিকেল কলেজ হাসপাতালের ৬ নম্বর ওয়ার্ডে ভর্তি রয়েছেন। অন্য চার পুলিশ সদস্য প্রাথমিক চিকিৎসা নিয়েছেন বলে জানিয়েছেন কোতোয়ালি মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. নাজমুস সাকিব।
২ ঘণ্টা আগে