নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

ছিনতাইকারীর হামলায় রিকশা থেকে পড়ে এক শিক্ষার্থীর মাথার খুলি ফেটে গেছে। ওই ছাত্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গতকাল রোববার ভোরে আহত শিক্ষার্থী এখনো অচেতন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত নাম নিশাদ আকরাম (২৪) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
হামলার ঘটনায় তাঁর চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বাদী হয়ে ঘটনার দিনই মামলা করেন। এই মামলায় পুলিশ মো. সেলিম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি নগরীর পাঠানপাড়া এলাকায়। আজ সোমবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিশাদের এক বান্ধবী জানান, তিনি ও নিশাদ তাঁর এক অসুস্থ বান্ধবীকে হাসপাতালে রেখে রিকশায় করে আসছিলেন। তাঁরা নগরীর রাজারহাতা এলাকা পার হচ্ছিলেন। এ সময় হামলাকারীরা এসে নিশাদকে আঘাত করে। নিশাদ রিকশা থেকে পড়ে যাওয়ার পর রিকশাওয়ালা ভয়ে আরও দ্রুত গতিতে রিকশা চলাচ্ছিলেন। এ জন্য তিনি নামতে পারছিলেন না।
অনেক দূরে যাওয়ার পরে তিনি চিৎকার করলে সকালে মসজিদে নামাজ পড়ে বের হওয়া লোকজন এগিয়ে এলে রিকশাওয়ালা রিকশা থামান। তারপর তিনি নিশাদের কাছে গিয়ে দেখেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন। তাঁর মানি ব্যাগ, মোবাইল ফোন আর হাতঘড়ি নেই। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তির পর থেকে এখনো ওই রোগীর জ্ঞান ফেরেনি। তাঁর মাথার হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
এই চিকিৎসক আরও বলেন, এখন পর্যন্ত তাঁর অবস্থা ভালো বা খারাপ কোনোটাই বলা যাচ্ছে না।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে একজন আসামি ধরা হয়েছে। তার নামে সাত-আটটি মামলা আছে। সে পেশাদার ছিনতাইকারী। তাকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

ছিনতাইকারীর হামলায় রিকশা থেকে পড়ে এক শিক্ষার্থীর মাথার খুলি ফেটে গেছে। ওই ছাত্র রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের নিবিড় পরিচর্যা কেন্দ্রে (আইসিইউ) চিকিৎসাধীন। গতকাল রোববার ভোরে আহত শিক্ষার্থী এখনো অচেতন।
বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন বলেন, এ ঘটনায় নগরীর বোয়ালিয়া থানায় মামলা হয়েছে। একজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আহত নাম নিশাদ আকরাম (২৪) নওগাঁর নিয়ামতপুর উপজেলার বাসিন্দা। তিনি রাজশাহী কলেজের পরিসংখ্যান বিভাগের তৃতীয় বর্ষের শিক্ষার্থী।
হামলার ঘটনায় তাঁর চাচাতো ভাই রাজশাহী বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী আসাদুজ্জামান বাদী হয়ে ঘটনার দিনই মামলা করেন। এই মামলায় পুলিশ মো. সেলিম (৫০) নামের একজনকে গ্রেপ্তার করেছে। তাঁর বাড়ি নগরীর পাঠানপাড়া এলাকায়। আজ সোমবার সকালে তাঁকে আদালতে সোপর্দ করা হয়েছে।
নিশাদের এক বান্ধবী জানান, তিনি ও নিশাদ তাঁর এক অসুস্থ বান্ধবীকে হাসপাতালে রেখে রিকশায় করে আসছিলেন। তাঁরা নগরীর রাজারহাতা এলাকা পার হচ্ছিলেন। এ সময় হামলাকারীরা এসে নিশাদকে আঘাত করে। নিশাদ রিকশা থেকে পড়ে যাওয়ার পর রিকশাওয়ালা ভয়ে আরও দ্রুত গতিতে রিকশা চলাচ্ছিলেন। এ জন্য তিনি নামতে পারছিলেন না।
অনেক দূরে যাওয়ার পরে তিনি চিৎকার করলে সকালে মসজিদে নামাজ পড়ে বের হওয়া লোকজন এগিয়ে এলে রিকশাওয়ালা রিকশা থামান। তারপর তিনি নিশাদের কাছে গিয়ে দেখেন তিনি অচেতন হয়ে পড়ে আছেন। তাঁর মানি ব্যাগ, মোবাইল ফোন আর হাতঘড়ি নেই। এরপর তাঁকে হাসপাতালে নেওয়া হয়।
হাসপাতালের আইসিইউ ইনচার্জ আবু হেনা মোস্তফা কামাল আজ বিকেলে আজকের পত্রিকাকে বলেন, ‘ভর্তির পর থেকে এখনো ওই রোগীর জ্ঞান ফেরেনি। তাঁর মাথার হাড় ভেঙে গেছে। মস্তিষ্কে প্রচুর রক্তক্ষরণ হয়েছে।’
এই চিকিৎসক আরও বলেন, এখন পর্যন্ত তাঁর অবস্থা ভালো বা খারাপ কোনোটাই বলা যাচ্ছে না।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সোহরাওয়ার্দী হোসেন জানান, এ ঘটনায় মামলা হয়েছে। গতকাল রোববার দিবাগত রাতে অভিযান চালিয়ে একজন আসামি ধরা হয়েছে। তার নামে সাত-আটটি মামলা আছে। সে পেশাদার ছিনতাইকারী। তাকে আজ সকালে আদালতে সোপর্দ করা হয়েছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
৩ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
৩ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
৩ ঘণ্টা আগে