নাটোর প্রতিনিধি

নাটোরের সিংড়ায় নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মন্টু (৪০), মো. মুকুল (৪৪) ও মো. শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মো. জাহিদুল ইসলাম (৫৫), মো. রজিম আহম্মেদ (২২) এবং মো. আনোয়ার হোসেন (৩৮)। আজ সোমবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এসব তথ্য জানান। এর আগে রোববার রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করত। কিছুদিন আগে তারিকুল ইসলাম নামের লালপুরের এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে একটি নকল মূর্তি বিক্রি করেন। পরে তিনি পরীক্ষা করে বুঝতে পারেন মূর্তিটি নকল। টাকা ফেরত চাইলে গতকাল রোববার বিকেলে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র্যাবের টহল দলকে দেখতে পান এবং বিষয়টি তাঁদের জানান।
র্যাব তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ‘গতকাল রোববার রাতে উপজেলার দড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি ও সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর স্থানীয়দের সামনে তাঁরা স্বীকার করেন যে, মিথ্যা প্রলোভন দেখিয়ে রং করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিক্রি করে তাঁরা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তাঁরা। পরে সিংড়া থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়।

নাটোরের সিংড়ায় নকল স্বর্ণমূর্তি বিক্রির প্রতারক চক্রের ৭ সদস্যকে গ্রেপ্তার করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি, সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। গ্রেপ্তার ব্যক্তিরা হলেন-মো. মন্টু (৪০), মো. মুকুল (৪৪) ও মো. শফিকুল (৩০), মোহাম্মদ আলী (৪০), মো. জাহিদুল ইসলাম (৫৫), মো. রজিম আহম্মেদ (২২) এবং মো. আনোয়ার হোসেন (৩৮)। আজ সোমবার দুপুরে নাটোর র্যাব ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন এসব তথ্য জানান। এর আগে রোববার রাতে সিংড়া উপজেলার পিপুলশন দড়িপাড়া এলাকায় অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
র্যাব সূত্রে জানা গেছে, আটক ব্যক্তিরা মানুষের কাছে স্বর্ণ মূর্তি বলে নকল মূর্তি বিক্রয় করত। কিছুদিন আগে তারিকুল ইসলাম নামের লালপুরের এক ব্যক্তির কাছে ২ লাখ ২০ হাজার টাকায় স্বর্ণের মূর্তি বলে একটি নকল মূর্তি বিক্রি করেন। পরে তিনি পরীক্ষা করে বুঝতে পারেন মূর্তিটি নকল। টাকা ফেরত চাইলে গতকাল রোববার বিকেলে প্রতারক চক্রের সদস্যরা তাঁকে ভয়ভীতি দেখিয়ে প্রাণনাশের হুমকি দেন। পরে তিনি জীবন রক্ষার্থে সেখান থেকে পালিয়ে সিংড়া জামতলা বাজারে এসে র্যাবের টহল দলকে দেখতে পান এবং বিষয়টি তাঁদের জানান।
র্যাব তাঁর অভিযোগের ভিত্তিতে অভিযান চালায়।
অতিরিক্ত পুলিশ সুপার ফরহাদ হোসেন বলেন, ‘গতকাল রোববার রাতে উপজেলার দড়িপাড়া এলাকায় অভিযান চালানো হয়। অভিযানে নকল স্বর্ণের মূর্তি বিক্রির সঙ্গে জড়িত প্রতারক চক্রের ৭ সদস্যকে আটক করা হয়। এ সময় তাঁদের কাছ থেকে নকল স্বর্ণের একটি মূর্তি ও সিম কার্ডসহ ৯টি মোবাইল ফোন জব্দ করা হয়। আটকের পর স্থানীয়দের সামনে তাঁরা স্বীকার করেন যে, মিথ্যা প্রলোভন দেখিয়ে রং করা পুতুলকে স্বর্ণের পুতুল বলে বিক্রি করে তাঁরা মানুষের কাছ থেকে টাকা হাতিয়ে নিতেন তাঁরা। পরে সিংড়া থানায় তাঁদের বিরুদ্ধে প্রতারণা মামলা করা হয়।

খুলনা-১ আসনে (দাকোপ-বটিয়াঘাটা) নির্বাচনী লড়াইয়ে মাঠে আছেন ১০ প্রার্থী। তাঁদের মধ্যে বার্ষিক আয়ে এগিয়ে বিএনপির প্রার্থী আমির এজাজ খান। আর সম্পদে এগিয়ে জামায়াতের প্রার্থী কৃষ্ণ নন্দী। নির্বাচন অফিসে জমা দেওয়া হলফনামা পর্যালোচনা করে এ তথ্য পাওয়া গেছে।
৬ ঘণ্টা আগে
গাজীপুরের শ্রীপুরে সদ্য বিদায়ী বছরে অন্তত ৩৩টি হত্যাকাণ্ড ঘটেছে। কয়েকটি হত্যাকাণ্ডের রহস্য এখনো উদঘাটন করতে পারেনি আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। ধর্ষণের মামলা করা হয়েছে ৪২টি। ৭০টি অপমৃত্যুর মামলা করাসহ ১১০ জনের লাশ উদ্ধার করেছে পুলিশ। শ্রীপুর থানা সূত্রে এ তথ্য জানা গেছে।
৬ ঘণ্টা আগে
পাবনার সাঁথিয়ার কাশিনাথপুর ইউনিয়ন উপস্বাস্থ্যকেন্দ্র এখন গণশৌচাগারে পরিণত হয়েছে। প্রতিদিন কয়েক শ মানুষ এখানে প্রস্রাব করার পাশাপাশি বাজারের ব্যবসায়ীরা প্রতিষ্ঠানটিকে ময়লা-আবর্জনা ফেলার কাজে ব্যবহার করছেন। এ ছাড়া স্বাস্থ্যকেন্দ্রের ভেতরে অপরিকল্পিতভাবে গড়ে তোলা হয়েছে হরিজন (সুইপার) সম্প্রদায়ের আবাসস্
৬ ঘণ্টা আগে
সুন্দরবনে হরিণশিকারিদের পাতা ফাঁদে আটকে পড়েছিল বাঘটি। বন বিভাগের কর্মীরা গতকাল রোববার ‘ট্রানকুইলাইজার গান’ দিয়ে ইনজেকশন পুশ করে অচেতন অবস্থায় বাঘটিকে উদ্ধার করেছেন। এরপর চিকিৎসার জন্য বাঘটিকে খুলনায় নিয়ে আসা হয়েছে খাঁচায় ভরে।
৭ ঘণ্টা আগে