সিরাজগঞ্জ প্রতিনিধি

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় সিরাজগঞ্জ পৌর এলাকার (রেলওয়ে কলোনি) ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার স্ত্রী লাখি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ি তল্লাশি করে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মদ জব্দ করা হয়েছে।
আজ রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বর্মণ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাখি খাতুনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন জরিনা বেগম নামের একজন নারী। তিনি অভিযোগ করে বলেন, তাঁর নাবালিকা মেয়েকে (১৪) তাঁর স্বামী সাইদুল ইসলাম আটকে রেখে বাল্যবিবাহ দিচ্ছেন। এ জন্য তাঁর আইনি সহায়তা প্রয়োজন। পরে জরিনা বেগম থানায় গেলে পুলিশের একটি দল রেলওয়ে কলোনিতে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পায়।
মামলা সূত্রে আরও জানা গেছে, পুলিশ বাল্যবিবাহ থামাতে গেলে সেখানে উপস্থিত পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় দুজন পুলিশসহ জরিনা বেগম (৩৫), তাঁর ছেলে জীবন (১৬) ও নদী খাতুন (১৪) আহত হয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে আসামিরা পালিয়ে যায়।
এদিকে আসামি রানার বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর স্ত্রীকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলোর মধ্যে রয়েছে তিনটি তলোয়ার, দুটি বড় ছোড়া ও একটি বল্লম।
এ ঘটনায় করা মামলায় সাইদুল ইসলাম (৪০), টুনি বেগম (৪১), আমেনা বেগম (৩৫), ইব্রাহিম (২৭), রেজা (৩০), বাবু ওরফে বড় বাবু (৩০), আশিক (২৫), নুর ইসলাম (৪৬), আসলাম (৩৫), হাসানসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বর্মণ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। তাতে এএসআই মঈদুল ইসলাম, নারী কনস্টেবল ফেরদৌসী রহমান আহত হয়েছে। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় নেতৃত্বকারী আমিনুল ইসলাম রানার স্ত্রী লাখি খাতুনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

পুলিশের ওপর হামলার ঘটনায় করা মামলায় সিরাজগঞ্জ পৌর এলাকার (রেলওয়ে কলোনি) ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার স্ত্রী লাখি খাতুনকে গ্রেপ্তার করেছে পুলিশ। এ সময় তাঁর বাড়ি তল্লাশি করে বেশ কিছু দেশীয় অস্ত্র ও মদ জব্দ করা হয়েছে।
আজ রোববার সকালে সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বর্মণ এ তথ্য জানিয়েছেন। তিনি বলেন, লাখি খাতুনকে গতকাল শনিবার আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।
মামলা সূত্রে জানা গেছে, গত শুক্রবার রাতে জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন করেন জরিনা বেগম নামের একজন নারী। তিনি অভিযোগ করে বলেন, তাঁর নাবালিকা মেয়েকে (১৪) তাঁর স্বামী সাইদুল ইসলাম আটকে রেখে বাল্যবিবাহ দিচ্ছেন। এ জন্য তাঁর আইনি সহায়তা প্রয়োজন। পরে জরিনা বেগম থানায় গেলে পুলিশের একটি দল রেলওয়ে কলোনিতে গিয়ে বাল্যবিবাহের সত্যতা পায়।
মামলা সূত্রে আরও জানা গেছে, পুলিশ বাল্যবিবাহ থামাতে গেলে সেখানে উপস্থিত পৌর এলাকার ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার নেতৃত্বে হামলা চালানো হয়। হামলায় দুজন পুলিশসহ জরিনা বেগম (৩৫), তাঁর ছেলে জীবন (১৬) ও নদী খাতুন (১৪) আহত হয়। এ সময় পুলিশের একটি মোটরসাইকেল ভাঙচুর করা হয়। খবর পেয়ে অতিরিক্ত পুলিশ সেখানে গেলে আসামিরা পালিয়ে যায়।
এদিকে আসামি রানার বাড়িতে তল্লাশি চালিয়ে তাঁর স্ত্রীকে বেশ কিছু দেশীয় অস্ত্র ও ২০ লিটার চোলাই মদসহ গ্রেপ্তার করা হয়। উদ্ধার হওয়া আলামতগুলোর মধ্যে রয়েছে তিনটি তলোয়ার, দুটি বড় ছোড়া ও একটি বল্লম।
এ ঘটনায় করা মামলায় সাইদুল ইসলাম (৪০), টুনি বেগম (৪১), আমেনা বেগম (৩৫), ইব্রাহিম (২৭), রেজা (৩০), বাবু ওরফে বড় বাবু (৩০), আশিক (২৫), নুর ইসলাম (৪৬), আসলাম (৩৫), হাসানসহ অজ্ঞাতপরিচয় চার-পাঁচজনকে আসামি করা হয়।
সিরাজগঞ্জ সদর থানার উপপরিদর্শক (এসআই) ব্রজেশ্বর বর্মণ বলেন, জাতীয় জরুরি সেবা ৯৯৯-এ ফোন পেয়ে পুলিশ সেখানে যায়। এ সময় পুলিশের ওপর হামলা চালানো হয়। তাতে এএসআই মঈদুল ইসলাম, নারী কনস্টেবল ফেরদৌসী রহমান আহত হয়েছে। এ ঘটনায় দুটি মামলা করা হয়েছে।
এ বিষয়ে ১৫ নম্বর ওয়ার্ড আওয়ামী লীগের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক আমিনুল ইসলাম রানার মোবাইলে একাধিকবার ফোন করা হলেও তা বন্ধ পাওয়া যায়।
এ বিষয়ে জানতে চাইলে সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সিরাজুল ইসলাম আজকের পত্রিকাকে বলেন, বাল্যবিবাহ বন্ধ করতে গেলে পুলিশের ওপর হামলা চালানো হয়। হামলায় নেতৃত্বকারী আমিনুল ইসলাম রানার স্ত্রী লাখি খাতুনকে গ্রেপ্তার করে জেল হাজতে পাঠানো হয়। অন্য আসামিদেরও গ্রেপ্তারের চেষ্টা চলছে।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
১ ঘণ্টা আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
২ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
২ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
২ ঘণ্টা আগে