নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ধর্ষণ মামলার এক বাদী গ্লাস ভেঙে কর্তব্যরত নার্সের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এতে নার্স ও আয়া আহত হয়েছেন। এই নারী রাজশাহীর তানোর থানার একটি ধর্ষণ মামলার বাদী। হাসপাতাল থেকে তাঁকে সংশ্লিষ্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।
ওসিসি থেকে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টার দিকে এক নারী ওসিসি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মালবিকা উম্মে লতা তাঁকে আটকানোর চেষ্টা করলে ওই নারী টেবিলের ওপরে থাকা একটি গ্লাস ভেঙে কাচের টুকরো দিয়ে মালাবিকার ওপর হামলা চালান। পাশে আরেকজন আয়া ছিলেন। তিনি এগিয়ে এলে তাঁকেও হামলা করেন।
হামলায় নার্স-আয়া আহত হয়েছেন। তাঁদের ডাকে কর্তব্যরত আনসার সদস্যরা এসে ওই নারীকে আটক করেন। আহত নার্স ও আয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর দেওয়া হলে তানোর থানা-পুলিশ এসে তাঁকে নিয়ে যান বলে ওসিসি থেকে জানা গেছে।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘ওই নারী আক্রমণাত্মক আচরণ করেছেন। তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তার প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই নারী বলেছেন, তাঁর ওসিসিতে থাকতে নাকি ভালো লাগছিল না। এই জন্য তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।’
ওই নারীকে তানোর থানার একটি ধর্ষণ মামলায় ভুক্তভোগী হিসেবে গতকাল মঙ্গলবার ওসিসিতে ভর্তি করা হয়। ইতিমধ্যে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। ওই নারী বিবাহিত। ইতিমধ্যে পুলিশ ওই ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আসামি ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গত রোববার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। গত সোমবার বিকেলে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরের দিন গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, সোমবার দুপুরে ওই নারী তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিন বিকেলে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসিসি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, ‘খোঁজ নিয়ে জেনে তারপরে বলতে পারব।’

রাজশাহী মেডিকেল কলেজ (রামেক) হাসপাতালের ওয়ান স্টপ ক্রাইসিস সেন্টার (ওসিসি) থেকে ধর্ষণ মামলার এক বাদী গ্লাস ভেঙে কর্তব্যরত নার্সের ওপর হামলা করে পালিয়ে যাওয়ার চেষ্টা করার অভিযোগ উঠেছে। এতে নার্স ও আয়া আহত হয়েছেন। এই নারী রাজশাহীর তানোর থানার একটি ধর্ষণ মামলার বাদী। হাসপাতাল থেকে তাঁকে সংশ্লিষ্ট থানা-পুলিশে সোপর্দ করা হয়েছে।
ওসিসি থেকে জানা গেছে, আজ বুধবার সকাল ১০টার দিকে এক নারী ওসিসি থেকে বের হয়ে পালিয়ে যাওয়ার চেষ্টা করেন। এ সময় কর্তব্যরত সিনিয়র স্টাফ নার্স মালবিকা উম্মে লতা তাঁকে আটকানোর চেষ্টা করলে ওই নারী টেবিলের ওপরে থাকা একটি গ্লাস ভেঙে কাচের টুকরো দিয়ে মালাবিকার ওপর হামলা চালান। পাশে আরেকজন আয়া ছিলেন। তিনি এগিয়ে এলে তাঁকেও হামলা করেন।
হামলায় নার্স-আয়া আহত হয়েছেন। তাঁদের ডাকে কর্তব্যরত আনসার সদস্যরা এসে ওই নারীকে আটক করেন। আহত নার্স ও আয়াকে প্রাথমিক চিকিৎসা দেওয়া হয়েছে। খবর দেওয়া হলে তানোর থানা-পুলিশ এসে তাঁকে নিয়ে যান বলে ওসিসি থেকে জানা গেছে।
জানতে চাইলে হাসপাতালের পরিচালক ব্রিগেডিয়ার জেনারেল এফ এম শামীম আহাম্মদ বলেন, ‘ওই নারী আক্রমণাত্মক আচরণ করেছেন। তাঁর শারীরিক পরীক্ষা সম্পন্ন করা হয়েছে। তার প্রতিবেদন পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে। ওই নারী বলেছেন, তাঁর ওসিসিতে থাকতে নাকি ভালো লাগছিল না। এই জন্য তিনি পালিয়ে যাওয়ার চেষ্টা করেছেন।’
ওই নারীকে তানোর থানার একটি ধর্ষণ মামলায় ভুক্তভোগী হিসেবে গতকাল মঙ্গলবার ওসিসিতে ভর্তি করা হয়। ইতিমধ্যে তাঁর শারীরিক পরীক্ষা করা হয়েছে। ওই নারী বিবাহিত। ইতিমধ্যে পুলিশ ওই ধর্ষণ মামলার আসামিকে গ্রেপ্তার করেছে। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১১টার দিকে আসামি ওই গৃহবধূর বাড়িতে ঢুকে ধর্ষণ করেন বলে মামলায় উল্লেখ করা হয়েছে।
গত রোববার ওই গৃহবধূ নিজেই বাদী হয়ে তানোর থানায় একটি মামলা দায়ের করেন। গত সোমবার বিকেলে মামলার আসামিকে গ্রেপ্তার করা হয়। পরের দিন গৃহবধূকে শারীরিক পরীক্ষার জন্য ওসিসিতে পাঠানো হয় বলে পুলিশ জানায়।
তানোর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুর রহিম বলেন, সোমবার দুপুরে ওই নারী তানোর থানায় ধর্ষণ মামলা দায়ের করেন। ওই দিন বিকেলে আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। ওসিসি থেকে পালিয়ে যাওয়ার চেষ্টার ব্যাপারে জানতে চাইলে ওসি বলেন, ‘খোঁজ নিয়ে জেনে তারপরে বলতে পারব।’

যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৫ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৫ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৫ ঘণ্টা আগে
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে পার্বত্য রাঙামাটি আসনের ভোটে বড় ফ্যাক্টর আঞ্চলিক দল পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতি (জেএসএস) অংশ নিচ্ছে না। এতে জয়ের পাল্লা ভারী হয়েছে বিএনপির। এদিকে জেএসএসের রাজনীতিতে একসময় যুক্ত থাকা স্বতন্ত্র প্রার্থী পহেল চাকমাও আছেন আলোচনায়।
৫ ঘণ্টা আগে