রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তির পর তিন বছরে মাত্র দুই সেমিস্টার শেষ করেছেন। এখনো সেই সেমিস্টারের ফলও পাননি। সেখানে একই শিক্ষাবর্ষের অধিকাংশ বিভাগ ৫টি সেমিস্টার শেষ করেছে।
এ অবস্থায় দ্রুত ফল প্রকাশ ও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা গ্রহণসহ ছয় দফা দাবিতে বিভাগে তালা লাগিয়ে অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সামনে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবিগুলো হলো-১) ঈদ-উল ফিতরের আগেই ১ম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। ২) ২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে। ৩) নোটিশের নামে ‘ভাঁওতাবাজি বন্ধ করতে হবে। ৪) ৬ মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে ৩ মাস করতে হবে। ৫) সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ৬) বিভাগের লোকবল সংকট দূর করতে হবে এবং পরীক্ষা, ক্লাস টেস্ট ও বিভাগীয় কার্যক্রমে যেসব ত্রুটি আছে তা নিরসন করতে হবে।
দাবির বিষয়ে অনশনরত শিক্ষার্থী বিভা রাশেদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাভাবিক কারিকুলাম ২০১৯ সাল থেকে ২০২৩ এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে করোনা মহামারির কারণে আমরা এক বছর জটে পড়ে যাই। ২০২১ সালে সবকিছু স্বাভাবিক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের মাত্র একটি সেমিস্টার হয়েছে। আমাদের ব্যাচের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এই সময়ে দুই-তিন সেমিস্টার সম্পন্ন করে ফেলেছে। ২০২৩ সালে এসেও আমরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাইনি। আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের প্রধান দাবি ঈদের আগেই তৃতীয় সেমিস্টার সম্পন্ন করতে হবে।’
একই শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম বলেন, ‘দাবি না মেনে নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। নোটিশের নামে বিভাগ বারবার ‘ভাঁওতাবাজি’ করছে। গত ছয় তারিখে আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের আগের সেমিস্টারের ফল এখনো প্রকাশিত হয়নি। ফল প্রকাশ না হওয়ায় আমাদের পরীক্ষা হওয়া তো দূরের কথা, বিভাগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’
বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। তাই ফলাফল প্রকাশ করতে একটু বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তির পর তিন বছরে মাত্র দুই সেমিস্টার শেষ করেছেন। এখনো সেই সেমিস্টারের ফলও পাননি। সেখানে একই শিক্ষাবর্ষের অধিকাংশ বিভাগ ৫টি সেমিস্টার শেষ করেছে।
এ অবস্থায় দ্রুত ফল প্রকাশ ও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা গ্রহণসহ ছয় দফা দাবিতে বিভাগে তালা লাগিয়ে অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সামনে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবিগুলো হলো-১) ঈদ-উল ফিতরের আগেই ১ম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। ২) ২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে। ৩) নোটিশের নামে ‘ভাঁওতাবাজি বন্ধ করতে হবে। ৪) ৬ মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে ৩ মাস করতে হবে। ৫) সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ৬) বিভাগের লোকবল সংকট দূর করতে হবে এবং পরীক্ষা, ক্লাস টেস্ট ও বিভাগীয় কার্যক্রমে যেসব ত্রুটি আছে তা নিরসন করতে হবে।
দাবির বিষয়ে অনশনরত শিক্ষার্থী বিভা রাশেদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাভাবিক কারিকুলাম ২০১৯ সাল থেকে ২০২৩ এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে করোনা মহামারির কারণে আমরা এক বছর জটে পড়ে যাই। ২০২১ সালে সবকিছু স্বাভাবিক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের মাত্র একটি সেমিস্টার হয়েছে। আমাদের ব্যাচের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এই সময়ে দুই-তিন সেমিস্টার সম্পন্ন করে ফেলেছে। ২০২৩ সালে এসেও আমরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাইনি। আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের প্রধান দাবি ঈদের আগেই তৃতীয় সেমিস্টার সম্পন্ন করতে হবে।’
একই শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম বলেন, ‘দাবি না মেনে নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। নোটিশের নামে বিভাগ বারবার ‘ভাঁওতাবাজি’ করছে। গত ছয় তারিখে আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের আগের সেমিস্টারের ফল এখনো প্রকাশিত হয়নি। ফল প্রকাশ না হওয়ায় আমাদের পরীক্ষা হওয়া তো দূরের কথা, বিভাগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’
বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। তাই ফলাফল প্রকাশ করতে একটু বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করব।’

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
২১ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
২৮ মিনিট আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
৩৭ মিনিট আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে