রাবি প্রতিনিধি

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তির পর তিন বছরে মাত্র দুই সেমিস্টার শেষ করেছেন। এখনো সেই সেমিস্টারের ফলও পাননি। সেখানে একই শিক্ষাবর্ষের অধিকাংশ বিভাগ ৫টি সেমিস্টার শেষ করেছে।
এ অবস্থায় দ্রুত ফল প্রকাশ ও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা গ্রহণসহ ছয় দফা দাবিতে বিভাগে তালা লাগিয়ে অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সামনে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবিগুলো হলো-১) ঈদ-উল ফিতরের আগেই ১ম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। ২) ২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে। ৩) নোটিশের নামে ‘ভাঁওতাবাজি বন্ধ করতে হবে। ৪) ৬ মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে ৩ মাস করতে হবে। ৫) সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ৬) বিভাগের লোকবল সংকট দূর করতে হবে এবং পরীক্ষা, ক্লাস টেস্ট ও বিভাগীয় কার্যক্রমে যেসব ত্রুটি আছে তা নিরসন করতে হবে।
দাবির বিষয়ে অনশনরত শিক্ষার্থী বিভা রাশেদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাভাবিক কারিকুলাম ২০১৯ সাল থেকে ২০২৩ এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে করোনা মহামারির কারণে আমরা এক বছর জটে পড়ে যাই। ২০২১ সালে সবকিছু স্বাভাবিক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের মাত্র একটি সেমিস্টার হয়েছে। আমাদের ব্যাচের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এই সময়ে দুই-তিন সেমিস্টার সম্পন্ন করে ফেলেছে। ২০২৩ সালে এসেও আমরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাইনি। আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের প্রধান দাবি ঈদের আগেই তৃতীয় সেমিস্টার সম্পন্ন করতে হবে।’
একই শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম বলেন, ‘দাবি না মেনে নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। নোটিশের নামে বিভাগ বারবার ‘ভাঁওতাবাজি’ করছে। গত ছয় তারিখে আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের আগের সেমিস্টারের ফল এখনো প্রকাশিত হয়নি। ফল প্রকাশ না হওয়ায় আমাদের পরীক্ষা হওয়া তো দূরের কথা, বিভাগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’
বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। তাই ফলাফল প্রকাশ করতে একটু বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করব।’

রাজশাহী বিশ্ববিদ্যালয়ের (রাবি) আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের ২০১৯-২০ শিক্ষাবর্ষের শিক্ষার্থীরা ভর্তির পর তিন বছরে মাত্র দুই সেমিস্টার শেষ করেছেন। এখনো সেই সেমিস্টারের ফলও পাননি। সেখানে একই শিক্ষাবর্ষের অধিকাংশ বিভাগ ৫টি সেমিস্টার শেষ করেছে।
এ অবস্থায় দ্রুত ফল প্রকাশ ও পরবর্তী সেমিস্টারের পরীক্ষা গ্রহণসহ ছয় দফা দাবিতে বিভাগে তালা লাগিয়ে অনশনে বসেছেন শিক্ষার্থীরা। আজ বৃহস্পতিবার দুপুরে বিশ্ববিদ্যালয়ের সৈয়দ ইসমাইল হোসেন সিরাজী ভবনে আন্তর্জাতিক সম্পর্ক বিভাগের সামনে অবস্থান নেন তাঁরা।
শিক্ষার্থীরা দাবি মেনে না নেওয়া পর্যন্ত কর্মসূচি চালিয়ে যাওয়ার ঘোষণা দিয়েছেন। তাদের দাবিগুলো হলো-১) ঈদ-উল ফিতরের আগেই ১ম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফল প্রকাশ করে দ্বিতীয় বর্ষের প্রথম সেমিস্টারের পরীক্ষা নিতে হবে। ২) ২০২৪ সালের মধ্যে তাদের অনার্স (স্নাতক) শেষ করতে হবে। ৩) নোটিশের নামে ‘ভাঁওতাবাজি বন্ধ করতে হবে। ৪) ৬ মাসের সেমিস্টারের সময়কাল কমিয়ে ৩ মাস করতে হবে। ৫) সেমিস্টার ফাইনাল পরীক্ষার এক মাসের মধ্যে ফলাফল প্রকাশ করতে হবে। ৬) বিভাগের লোকবল সংকট দূর করতে হবে এবং পরীক্ষা, ক্লাস টেস্ট ও বিভাগীয় কার্যক্রমে যেসব ত্রুটি আছে তা নিরসন করতে হবে।
দাবির বিষয়ে অনশনরত শিক্ষার্থী বিভা রাশেদ ইসলাম বলেন, ‘আমাদের স্বাভাবিক কারিকুলাম ২০১৯ সাল থেকে ২০২৩ এর মধ্যে শেষ হওয়ার কথা ছিল। এর মধ্যে করোনা মহামারির কারণে আমরা এক বছর জটে পড়ে যাই। ২০২১ সালে সবকিছু স্বাভাবিক হওয়ার পর থেকে এই পর্যন্ত আমাদের মাত্র একটি সেমিস্টার হয়েছে। আমাদের ব্যাচের অন্যান্য বিভাগের শিক্ষার্থীরা এই সময়ে দুই-তিন সেমিস্টার সম্পন্ন করে ফেলেছে। ২০২৩ সালে এসেও আমরা প্রথম বর্ষের দ্বিতীয় সেমিস্টারের ফলাফল পাইনি। আমাদের এখন দেওয়ালে পিঠ ঠেকে গেছে। আমাদের প্রধান দাবি ঈদের আগেই তৃতীয় সেমিস্টার সম্পন্ন করতে হবে।’
একই শিক্ষাবর্ষের আশরাফুল ইসলাম বলেন, ‘দাবি না মেনে নেওয়া পর্যন্ত অনশন চালিয়ে যাব। নোটিশের নামে বিভাগ বারবার ‘ভাঁওতাবাজি’ করছে। গত ছয় তারিখে আমাদের তৃতীয় সেমিস্টার পরীক্ষা হওয়ার কথা ছিল। কিন্তু আমাদের আগের সেমিস্টারের ফল এখনো প্রকাশিত হয়নি। ফল প্রকাশ না হওয়ায় আমাদের পরীক্ষা হওয়া তো দূরের কথা, বিভাগে অচলাবস্থা সৃষ্টি হয়েছে।’
বিভাগের সভাপতি অধ্যাপক সৈয়দ মো. আবদুল্লাহ আল মামুন চৌধুরী বলেন, ‘আমাদের বিভাগে শিক্ষক সংকট রয়েছে। তাই ফলাফল প্রকাশ করতে একটু বিলম্ব হয়েছে। তবে আমরা আগামী এক সপ্তাহের মধ্যেই ফলাফল প্রকাশ করব।’

দীর্ঘদিন বন্ধ থাকার পর বর্তমান কলেজ প্রশাসন ছাত্রাবাসটি পুনরায় চালুর উদ্যোগ নেয়। ইতিমধ্যে বিজ্ঞপ্তির মাধ্যমে ১৪ জন শিক্ষার্থীকে সিট বরাদ্দ দেওয়া হয়েছে। চলতি মাসের মধ্যেই শিক্ষার্থীরা সেখানে উঠবেন বলে জানিয়েছে কর্তৃপক্ষ।
২৬ মিনিট আগে
নারায়ণগঞ্জ সদর উপজেলার গোগনগর এলাকায় একটি প্লাস্টিক পণ্য তৈরির কারখানায় অগ্নিকাণ্ডের ঘটনা ঘটেছে। গতকাল মঙ্গলবার দিবাগত রাত দেড়টায় গোগনগরের মসিনাবন্দ এলাকায় এই ঘটনা ঘটে। প্রায় চার ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনেন ফায়ার সার্ভিস কর্মীরা।
১ ঘণ্টা আগে
নওগাঁয় ৪২ কেজি ৪০০ গ্রাম গাঁজাসহ আব্দুস সালাম ওরফে শামিম নামের এক যুবককে আটক করেছে পুলিশ। গতকাল মঙ্গলবার (২০ জানুয়ারি) সন্ধ্যায় সদর উপজেলার কীর্তিপুর বাজারে একটি পিকআপে তল্লাশি চালিয়ে এসব গাঁজা উদ্ধার করা হয়।
১ ঘণ্টা আগে
ইসলামী আন্দোলন বাংলাদেশের প্রার্থী সৈয়দ মোহাম্মদ ফয়জুল করিম আজকের পত্রিকাকে বলেন, ‘আমরা শুরু থেকেই জামায়াতের আমিরের আসনে প্রার্থী দিইনি। অ্যাডভোকেট হেলাল আমাদের আমিরের প্রতি সম্মান দেখিয়ে প্রার্থিতা প্রত্যাহার করেছেন, এটাই রাজনীতির সৌন্দর্য।’
৩ ঘণ্টা আগে