নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম এলাকায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে মিছিলটি বের করা হয়। এতে শিবিরের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালেই নগরীর রাজপাড়া থানার পুলিশের একটি দল সেখানে যায়।
ওই সময়ের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, শিবিরের এক নেতা বক্তব্য দিচ্ছেন এবং পাশে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। ওই নেতা বলছেন, ‘প্রশাসনের ভাইদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করছি।’ এরপর সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা চলে যান।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, মিছিল ও সমাবেশ করার ব্যাপারে শিবিরের অনুমতি ছিল না। আকস্মিকভাবে তারা একটা বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশ করে। পরে পুলিশ গেলে তারা সমাবেশ শেষ করে চলে যায়।
এর আগে গত ১৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানার উপশহর মোড় এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল পণ্ড করতে গেলে হামলার শিকার হয় পুলিশ। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে।

রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম এলাকায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে মিছিলটি বের করা হয়। এতে শিবিরের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালেই নগরীর রাজপাড়া থানার পুলিশের একটি দল সেখানে যায়।
ওই সময়ের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, শিবিরের এক নেতা বক্তব্য দিচ্ছেন এবং পাশে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। ওই নেতা বলছেন, ‘প্রশাসনের ভাইদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করছি।’ এরপর সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা চলে যান।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, মিছিল ও সমাবেশ করার ব্যাপারে শিবিরের অনুমতি ছিল না। আকস্মিকভাবে তারা একটা বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশ করে। পরে পুলিশ গেলে তারা সমাবেশ শেষ করে চলে যায়।
এর আগে গত ১৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানার উপশহর মোড় এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল পণ্ড করতে গেলে হামলার শিকার হয় পুলিশ। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে।

ব্রাহ্মণবাড়িয়ার নাসিরনগরে পূর্বশত্রুতার জের ধরে দুই পক্ষের সংঘর্ষে জিতু মিয়া নামের এক সাবেক ইউপি সদস্য নিহত হয়েছেন। আহত হন অন্তত ২০ জন। গতকাল সোমবার বিকেলে উপজেলার ধরমন্ডল গ্রামে এই সংঘর্ষের ঘটনা ঘটে।
৩ মিনিট আগে
যশোরে গত এক বছরে খুন হয়েছেন অন্তত ৬২ জন। অধিকাংশ হত্যাকাণ্ডে ব্যবহৃত হয়েছে বিদেশি পিস্তল। সীমান্ত দিয়ে যে হারে অস্ত্র ঢুকছে, সেই তুলনায় উদ্ধার তৎপরতা কম। এমন বাস্তবতায় ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন সামনে রেখে সামগ্রিক নিরাপত্তা পরিস্থিতি নিয়ে উদ্বেগ তৈরি হয়েছে।
৭ ঘণ্টা আগে
রবিশস্য ও বোরো মৌসুম চলছে। দেশের উত্তরাঞ্চলের কৃষিপ্রধান জেলা নীলফামারীতে মাঠজুড়ে কৃষকের ব্যস্ততা। আলু, গম, ভুট্টা, শাকসবজি ও বোরো ক্ষেতে সেচ ও পরিচর্যায় সময় কাটছে কৃষকদের। তবে এই ব্যস্ততার আড়ালে চলছে আরেক লড়াই—সার সংগ্রহের। আবাদের জন্য প্রয়োজনীয় সার পাচ্ছেন না অনেক কৃষক।
৭ ঘণ্টা আগে
বরিশাল নগরের ২৪ নম্বর ওয়ার্ডের রুপাতলীতে অবস্থিত ঐতিহ্যবাহী লালার দীঘি দখলবাজির কারণে ক্রমশ ছোট হয়ে আসছে। দীঘিটির দক্ষিণ পাড়ের ৫০ শতাংশ জায়গা পাইপের মাধ্যমে ভরাট করেছে গৃহায়ণ ও গণপূর্ত মন্ত্রণালয়ের অধীনে বরিশাল নগরের রুপাতলী হাউজিং স্টেট কর্তৃপক্ষ। এ জন্য দীঘির বিশাল অংশ নিয়ে তারা পাইলিংও দিয়েছে।
৭ ঘণ্টা আগে