নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম এলাকায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে মিছিলটি বের করা হয়। এতে শিবিরের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালেই নগরীর রাজপাড়া থানার পুলিশের একটি দল সেখানে যায়।
ওই সময়ের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, শিবিরের এক নেতা বক্তব্য দিচ্ছেন এবং পাশে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। ওই নেতা বলছেন, ‘প্রশাসনের ভাইদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করছি।’ এরপর সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা চলে যান।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, মিছিল ও সমাবেশ করার ব্যাপারে শিবিরের অনুমতি ছিল না। আকস্মিকভাবে তারা একটা বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশ করে। পরে পুলিশ গেলে তারা সমাবেশ শেষ করে চলে যায়।
এর আগে গত ১৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানার উপশহর মোড় এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল পণ্ড করতে গেলে হামলার শিকার হয় পুলিশ। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে।

রাজশাহীতে জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমানকে গ্রেপ্তার ও রিমান্ডে নেওয়ার প্রতিবাদে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে ইসলামী ছাত্রশিবির। আজ বুধবার সন্ধ্যায় নগরীর হড়গ্রাম এলাকায় রাজশাহী মহানগর ছাত্রশিবিরের পক্ষ থেকে মিছিলটি বের করা হয়। এতে শিবিরের কয়েক শ নেতা-কর্মী অংশ নেন।
বিক্ষোভ মিছিল থেকে সরকারবিরোধী নানা স্লোগান দেওয়া হয়। মিছিল শেষে সমাবেশ করেন শিবিরের নেতা-কর্মীরা। সমাবেশ চলাকালেই নগরীর রাজপাড়া থানার পুলিশের একটি দল সেখানে যায়।
ওই সময়ের একটি ভিডিওচিত্রে দেখা গেছে, শিবিরের এক নেতা বক্তব্য দিচ্ছেন এবং পাশে কয়েকজন পুলিশ সদস্য দাঁড়িয়ে আছেন। ওই নেতা বলছেন, ‘প্রশাসনের ভাইদের বলছি, আপনাদের সঙ্গে আমাদের কোনো সমস্যা নেই। আমরা শান্তিপূর্ণভাবে সমাবেশ শেষ করছি।’ এরপর সমাবেশ শেষ করে নেতা-কর্মীরা চলে যান।
নগরীর রাজপাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এ এস এম সিদ্দিকুর রহমান জানান, মিছিল ও সমাবেশ করার ব্যাপারে শিবিরের অনুমতি ছিল না। আকস্মিকভাবে তারা একটা বিক্ষোভ মিছিল বের করে এবং সমাবেশ করে। পরে পুলিশ গেলে তারা সমাবেশ শেষ করে চলে যায়।
এর আগে গত ১৩ ডিসেম্বর নগরীর বোয়ালিয়া থানার উপশহর মোড় এলাকায় জামায়াত-শিবিরের বিক্ষোভ মিছিল পণ্ড করতে গেলে হামলার শিকার হয় পুলিশ। মিছিল থেকে পুলিশকে লক্ষ্য করে ইট-পাটকেল ছোড়া হয়। এতে দুই পুলিশ সদস্য আহত হন। এ ঘটনায় পুলিশের পক্ষ থেকে একটি মামলা করা হয়েছে। গ্রেপ্তার করা হয়েছে জামায়াত-শিবিরের ছয় নেতা-কর্মীকে।

নতুন ভোটারদের উদ্দেশে তিনি বলেন, নতুন ভোটাররা প্রথমবার সংসদ সদস্য নির্বাচনের পাশাপাশি রাষ্ট্রের চরিত্র বদলে দেওয়ার সুযোগ পেয়েছেন। তাই দল-মতনির্বিশেষে গণভোটে হ্যাঁ ভোট দেওয়ার আহ্বান জানান তিনি।
২০ মিনিট আগে
ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে কুমিল্লার চান্দিনায় যাত্রীবাহী বাসে তল্লাশি চালিয়ে একটি বিদেশি পিস্তল, দুটি ম্যাগাজিন, একটি গুলিসহ দুই যুবককে আটক করেছে পুলিশ। আটক ব্যক্তিরা হলেন নারায়ণগঞ্জ জেলার সোনারগাঁও উপজেলার মনাইরকান্দি গ্রামের বাবুল মিয়ার ছেলে হাবিবুর রহমান শাকিল (৩৭)...
২৩ মিনিট আগে
নরসিংদীর রায়পুরায় আহমদুল কবির অপু (৪০) নামের জেল থেকে পলাতক এক আসামিকে কুপিয়ে হত্যা করা হয়েছে। আজ মঙ্গলবার সকালে তাঁর রক্তাক্ত মরদেহ উদ্ধার করেছে রায়পুরা থানা-পুলিশ। নিহত অপু পাহাড় মরজাল গ্রামের হাবিবুর রহমানের ছেলে। অপু চব্বিশের গণ-অভ্যুত্থানের পর থেকে পলাতক ছিলেন।
২৬ মিনিট আগে
মিরসরাইয়ে লরির ধাক্কায় হুমায়ুন কবির (২৫) নামের এক সবজি ব্যবসায়ী নিহত হয়েছেন। আজ মঙ্গলবার (২০ জানুয়ারি) সকালে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চট্টগ্রামমুখী লেনের মিঠাছড়া এলাকায় এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে