পাবনা প্রতিনিধি

পাবনার সুজানগর পৌর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খান।
গ্রেপ্তার বাচ্চু আলমগীর সুজানগর পৌর সদরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, বাচ্চু আলমগীর যুবলীগকর্মী। তাঁর ছোট ভাই রেদোয়ান নয়ন এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজানগরে দুটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষিপাড়া মণ্ডপের প্রতিমা ও পরদিন রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারি মন্দিরে নির্মিত প্রতিমা ভাঙা হয়।
এ ঘটনায় গত ১ অক্টোবর মানিকদির পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সুজানগর থানায় মামলা করেন। পুলিশ ঘটনা অনুসন্ধান শুরু করলে তা আঁচ করতে পেরে বাচ্চু এলাকা ছেড়ে পাশের রাজবাড়ীতে আত্মগোপন করেন। স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পুলিশ তাঁকে গ্রেপ্তারে মাঠে নামে। ঘটনার পাঁচ দিন পর গোয়ালন্দ এলাকা থেকে আটক করে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাচ্চু প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক, জমি সংক্রান্তসহ চারটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে গতকাল বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

পাবনার সুজানগর পৌর এলাকায় প্রতিমা ভাঙচুরের ঘটনায় করা মামলায় বাচ্চু আলমগীর ওরফে আগুন বাচ্চু (৩৪) নামের এক যুবলীগকর্মীকে গ্রেপ্তার করেছে পুলিশ। গোপন সংবাদের ভিত্তিতে গত রোববার রাজবাড়ীর গোয়ালন্দ এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করা হয়।
গতকাল সোমবার বিকেলে নিজ কার্যালয়ে সংবাদ সম্মেলন করে এই তথ্য জানান জেলা পুলিশ সুপার (এসপি) মো. মোরতোজা আলী খান।
গ্রেপ্তার বাচ্চু আলমগীর সুজানগর পৌর সদরের মসজিদপাড়া এলাকার বাসিন্দা। স্থানীয়রা জানিয়েছে, বাচ্চু আলমগীর যুবলীগকর্মী। তাঁর ছোট ভাই রেদোয়ান নয়ন এন এ কলেজ শাখা ছাত্রলীগের সভাপতি। ৫ আগস্টের বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের পর থেকে তিনি আত্মগোপনে রয়েছেন।
পুলিশ সুপার মোরতোজা আলী খান বলেন, আসন্ন শারদীয় দুর্গাপূজা উপলক্ষে সুজানগরে দুটি পূজা মণ্ডপে প্রতিমা ভাঙচুরের ঘটনা ঘটে। গত ২৯ সেপ্টেম্বর রাতে পৌর এলাকার ঋষিপাড়া মণ্ডপের প্রতিমা ও পরদিন রাতে সুজানগর পৌর এলাকার পালপাড়া মহল্লার বারোয়ারি মন্দিরে নির্মিত প্রতিমা ভাঙা হয়।
এ ঘটনায় গত ১ অক্টোবর মানিকদির পালপাড়া মন্দির কমিটির সভাপতি বিজন কুমার পাল বাদী হয়ে অজ্ঞাতপরিচয় ব্যক্তিদের আসামি করে সুজানগর থানায় মামলা করেন। পুলিশ ঘটনা অনুসন্ধান শুরু করলে তা আঁচ করতে পেরে বাচ্চু এলাকা ছেড়ে পাশের রাজবাড়ীতে আত্মগোপন করেন। স্থানীয়দের দেওয়া বিভিন্ন তথ্য অনুসন্ধান করে পুলিশ তাঁকে গ্রেপ্তারে মাঠে নামে। ঘটনার পাঁচ দিন পর গোয়ালন্দ এলাকা থেকে আটক করে ওই মামলায় তাঁকে গ্রেপ্তার দেখানো হয়।
পুলিশ জানায়, গ্রেপ্তার বাচ্চু প্রতিমা ভাঙচুরের সঙ্গে নিজের সম্পৃক্ততার কথা আদালতে স্বীকার করেছেন। তাঁর বিরুদ্ধে স্থানীয় থানায় মাদক, জমি সংক্রান্তসহ চারটি মামলা রয়েছে। আইনগত প্রক্রিয়া শেষে আসামিকে গতকাল বিকেলে জেল হাজতে পাঠানো হয়েছে।

চট্টগ্রামের আনোয়ারায় নিয়ন্ত্রণ হারিয়ে একটি যাত্রীবাহী বাস ফলের দোকানে ঢুকে পড়ে। এতে অল্পের জন্য রক্ষা পান দোকানি। তবে বাসের ধাক্কায় গুঁড়িয়ে গেছে ওই ফলের দোকানটি। বাসের ধাক্কায় একটি অটোরিকশাও ক্ষতিগ্রস্ত হয়। রোববার (১১ জানুয়ারি) বেলা ৩টার দিকে উপজেলার বরুমচড়া রাস্তার মাথা এলাকায় এই ঘটনা ঘটে।
২৩ মিনিট আগে
বিতণ্ডার কিছুক্ষণ পর ফাহিমা গোসলের জন্য ঘরে প্রবেশ করলে সাইদ সিয়াম তাঁর চার-পাঁচজন সহযোগীকে নিয়ে ধারালো অস্ত্রসহ ফাহিমার ওপর হামলা চালান। এতে তিনি গুরুতর আহত হন। ফাহিমার চিৎকারে তাঁর চাচা আবু তাহের, চাচাতো ভাই ইকবাল হোসেন এবং বোনের জামাই শাহজালাল এগিয়ে এলে হামলাকারীরা তাঁদেরও কুপিয়ে জখম করেন।
২৮ মিনিট আগে
‘অনেকগুলো বিষয় আছে, যেগুলো আমরা খতিয়ে দেখছি। এর মধ্যে এই বিষয়টিও রয়েছে। কিছুদিন আগে ভিকটিম একটা মানববন্ধন করেছিলেন চাঁদাবাজির বিরুদ্ধে। সেখানে মারামারি হয়েছিল। সে ঘটনায় মামলা হয়েছে। তা ছাড়া তিনি উদীয়মান জনপ্রিয় নেতা। এই বিষয়গুলো আমরা খতিয়ে দেখছি।’
৪১ মিনিট আগে
গাজীপুর মহানগরীর কাশিমপুর থানাধীন তেতুইবাড়ী এলাকায় একটি পোশাক কারখানায় কাজ বন্ধ করে হামলা, ভাঙচুর ও কর্তৃপক্ষকে অবরুদ্ধ করার অভিযোগে ছয়জনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল শনিবার (১০ জানুয়ারি) রাতে বিশেষ অভিযান চালিয়ে তাঁদের গ্রেপ্তার করা হয়।
১ ঘণ্টা আগে