নাটোর প্রতিনিধি

নাটোর সদরের কাফুরিয়া থেকে অপহৃত এক গৃহবধূকে ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণ ও পাচারে জড়িতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন সিপিসি নাটোর-২-এর কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান। গ্রেপ্তারকৃতদের নাটোর সদর থানায় এবং গৃহবধূকে স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহান আলী (৩০) ও কবির হোসেন (৩৮)। তাঁরা যশোরের মনিরামপুর মশ্বিমনগর ও শ্যামপুরের বাসিন্দা এবং সম্পর্কে তাঁরা শালা-দুলাভাই। এদের মধ্যে শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী।
মেজর আশিকুর রহমান জানান, প্রায় সাত বছর আগে নাটোর সদর উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে শাজাহানের সঙ্গে কথাবার্তার সূত্র ধরে পরিচয় হয় ওই গৃহবধূর। শাজাহান গৃহবধূকে চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে তাদের মধ্যে সখ্য গড়ে উঠলে শাজাহান তাঁকে অপহরণ ও ভারতে পাচারের পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী গৃহবধূকে বিয়ে করার কথা বলে শাজাহান গত ৯ সেপ্টেম্বর দুপুরে কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজার থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতে গৃহবধূর স্বামী নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব তাঁদের অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৬ সদস্যদের সহযোগিতায় কলারোয়া সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আশিক আরও জানান, শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী। ছোটবেলায় তাঁর মা তাঁকে নিয়ে ভারতে চলে যান। ছয় বছর আগে তিনি পুনরায় বাংলাদেশে আসেন এবং যশোরের মনিরামপুরে তাঁর বাবা সোবাহান আলীর সঙ্গে বসবাস শুরু করেন।
দেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের টার্গেট করে ভারতে পাচারের মাধ্যমে মোটা অঙ্কের টাকা রোজগারই তার পেশা। এ কাজে তাঁকে তাঁর দুলাভাই কবির হোসেনসহ আরও অনেকে সহায়তা করেন।

নাটোর সদরের কাফুরিয়া থেকে অপহৃত এক গৃহবধূকে ভারতে পাচারের সময় সাতক্ষীরার সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে উদ্ধার করেছে র্যাব। এ সময় অপহরণ ও পাচারে জড়িতের অভিযোগে দুজনকে গ্রেপ্তার করা হয়েছে।
আজ মঙ্গলবার দুপুরে এসব তথ্য জানিয়েছেন সিপিসি নাটোর-২-এর কোম্পানি কমান্ডার মেজর আশিকুর রহমান। গ্রেপ্তারকৃতদের নাটোর সদর থানায় এবং গৃহবধূকে স্বামীর কাছে হস্তান্তর করা হয়েছে বলেও জানান তিনি।
গ্রেপ্তারকৃতরা হলেন শাজাহান আলী (৩০) ও কবির হোসেন (৩৮)। তাঁরা যশোরের মনিরামপুর মশ্বিমনগর ও শ্যামপুরের বাসিন্দা এবং সম্পর্কে তাঁরা শালা-দুলাভাই। এদের মধ্যে শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী।
মেজর আশিকুর রহমান জানান, প্রায় সাত বছর আগে নাটোর সদর উপজেলার এক যুবকের সঙ্গে বিয়ে হয় ভুক্তভোগী নারীর। দুই মাস আগে মোবাইল ফোনের মাধ্যমে শাজাহানের সঙ্গে কথাবার্তার সূত্র ধরে পরিচয় হয় ওই গৃহবধূর। শাজাহান গৃহবধূকে চাকরিসহ বিভিন্ন প্রলোভন দেখান। একপর্যায়ে তাদের মধ্যে সখ্য গড়ে উঠলে শাজাহান তাঁকে অপহরণ ও ভারতে পাচারের পরিকল্পনা করেন। এরই ধারাবাহিকতায় ভুক্তভোগী গৃহবধূকে বিয়ে করার কথা বলে শাজাহান গত ৯ সেপ্টেম্বর দুপুরে কাফুরিয়া ইউনিয়নের জালালাবাদ বাজার থেকে সিএনজি অটোরিকশায় তুলে নিয়ে যান। এ ঘটনায় ওই দিন রাতে গৃহবধূর স্বামী নাটোর সদর থানায় অপহরণ মামলা দায়ের করেন।
এরপর তথ্যপ্রযুক্তির মাধ্যমে র্যাব তাঁদের অবস্থান শনাক্ত করে। পরে র্যাব-৬ সদস্যদের সহযোগিতায় কলারোয়া সীমান্তবর্তী সোনাবাড়িয়া থেকে গৃহবধূকে উদ্ধার করা হয়।
র্যাব কর্মকর্তা আশিক আরও জানান, শাজাহান ভারত ও বাংলাদেশের দ্বৈত নাগরিক। তিনি একজন পেশাদার নারী পাচারকারী। ছোটবেলায় তাঁর মা তাঁকে নিয়ে ভারতে চলে যান। ছয় বছর আগে তিনি পুনরায় বাংলাদেশে আসেন এবং যশোরের মনিরামপুরে তাঁর বাবা সোবাহান আলীর সঙ্গে বসবাস শুরু করেন।
দেশের বিভিন্ন প্রান্তের মেয়েদের টার্গেট করে ভারতে পাচারের মাধ্যমে মোটা অঙ্কের টাকা রোজগারই তার পেশা। এ কাজে তাঁকে তাঁর দুলাভাই কবির হোসেনসহ আরও অনেকে সহায়তা করেন।

রাজধানীর গুরুত্বপূর্ণ যাত্রাবাড়ী ও ডেমরা থানা নিয়ে গঠিত ঢাকা-৫ আসন। ২০২৪ সালের বৈষম্যবিরোধী আন্দোলনে বিরাট ভূমিকা পালন করেন এই এলাকার শিক্ষার্থীসহ সাধারণ মানুষ। ওই আন্দোলনের বিজয়ে তাঁরা যেমন বলিষ্ঠ ভূমিকা পালন করেন তেমনি আসন্ন জাতীয় সংসদ নির্বাচনেও জয়-পরাজয়ের হিসাব নির্ধারণে শিক্ষার্থীসহ তরুণ ভোট
২৪ মিনিট আগে
নাটোর পৌরবাসীকে দ্রুত ও আধুনিক স্বাস্থ্যসেবা নিশ্চিত করার লক্ষ্যে ভারত সরকার উপহার হিসেবে দিয়েছিল প্রায় সাড়ে ৪ কোটি টাকার লাইফসাপোর্ট (আইসিইউ) অ্যাম্বুলেন্স। মুমূর্ষু রোগীদের জীবন বাঁচানোর সে বাহনটি এখন ব্যবহার করা হচ্ছে গণভোটের প্রচারণায়। নির্বাচনকে সামনে রেখে নাটোর পৌর কর্তৃপক্ষ অ্যাম্বুলেন্সটি প্
১ ঘণ্টা আগে
ঝিনাইদহে জলাতঙ্ক (র্যাবিস) রোগপ্রতিরোধী ভ্যাকসিনের (টিকা) সংকট দেখা দিয়েছে। সদরসহ জেলার পাঁচটি সরকারি হাসপাতালে ভ্যাকসিনের সরবরাহ নেই। চিকিৎসকেরা রোগীদের বাইরে থেকে ভ্যাকসিন সংগ্রহের পরামর্শ দিতে বাধ্য হচ্ছেন। তবে জেলার ফার্মেসিগুলোতেও এই ভ্যাকসিন পাওয়া যাচ্ছে না।
১ ঘণ্টা আগে
নীলফামারীতে তিস্তা সেচনালার দিনাজপুর খালের বাঁ তীরের পাড় ভেঙে শতাধিক একর ফসলি জমি খালের পানিতে তলিয়ে গেছে। গতকাল সোমবার বেলা ৩টার দিকে জেলা সদরের ইটাখোলা ইউনিয়নের সিংদই গ্রামের কামারপাড়ায় দিনাজপুর খালের বাঁ তীরের পাড় প্রায় ২০ ফুট ধসে যায়।
১ ঘণ্টা আগে