নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১ /২-এস থেকে আনুমানিক ২০ গজ ভারতের ভেতরে এ বৈঠক হয়।
বৈঠকে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-৫৩ ব্যাটালিয়নের সঙ্গে বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কর্মকর্তাদের আলোচনা হয়। সমন্বয় সভায় বিজিবি-১ ব্যাটালিয়ন দলের নেতৃত্ব দেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ। এ ছাড়া ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন এবং বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতিষ কুমার ডোগরা নিজ নিজ ব্যাটালিয়নের দলের নেতৃত্ব দেন।
এ নিয়ে জানতে চাইলে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘সমন্বয় সভায় সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে। এ সভার মাধ্যমে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে।’
সমন্বয় সভায় বিজিবির পক্ষে স্টাফ অফিসার হিসেবে মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন, রাজশাহী সদর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহানসহ বিজিবির পক্ষে ২৩ জন অংশ নেন। আর বিএসএফের পক্ষে স্টাফ অফিসার হিসেবে ডেপুটি কমান্ড্যান্ট রাম কুমারসহ মোট ১৭ জন অংশ নেন।

রাজশাহী সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) এবং ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ের পতাকা বৈঠক অনুষ্ঠিত হয়েছে। আজ সোমবার সকাল থেকে বিকেল পর্যন্ত রাজশাহীর গোদাগাড়ী উপজেলার সাহেবনগর সীমান্ত ফাঁড়ির (বিওপি) দায়িত্বপূর্ণ সীমান্ত পিলার ৪১ /২-এস থেকে আনুমানিক ২০ গজ ভারতের ভেতরে এ বৈঠক হয়।
বৈঠকে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়ন ও চাঁপাইনবাবগঞ্জ-৫৩ ব্যাটালিয়নের সঙ্গে বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কর্মকর্তাদের আলোচনা হয়। সমন্বয় সভায় বিজিবি-১ ব্যাটালিয়ন দলের নেতৃত্ব দেন অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ। এ ছাড়া ৫৩ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মো. নাহিদ হোসেন এবং বিএসএফ-৩৫ ব্যাটালিয়নের কমান্ড্যান্ট সতিষ কুমার ডোগরা নিজ নিজ ব্যাটালিয়নের দলের নেতৃত্ব দেন।
এ নিয়ে জানতে চাইলে বিজিবির রাজশাহী-১ ব্যাটালিয়নের অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল সাব্বির আহমেদ বলেন, ‘সমন্বয় সভায় সীমান্ত-সংক্রান্ত বিভিন্ন বিষয়ে দ্বিপক্ষীয় ফলপ্রসূ আলোচনা হয়েছে। সীমান্তে উদ্ভূত যেকোনো সমস্যা ব্যাটালিয়ন কমান্ডার ও কোম্পানি কমান্ডার পর্যায়ে পতাকা বৈঠক ও সৌজন্য সাক্ষাতের মাধ্যমে শান্তিপূর্ণভাবে সমাধানে উভয় পক্ষ সম্মত হয়েছে। এ সভার মাধ্যমে রাজশাহী এবং চাঁপাইনবাবগঞ্জ সীমান্তে বিজিবি-বিএসএফের মধ্যে সুসম্পর্ক আরও সুদৃঢ় হবে বলে আশাবাদ ব্যক্ত করে শান্তিপূর্ণভাবে সভা শেষ হয়েছে।’
সমন্বয় সভায় বিজিবির পক্ষে স্টাফ অফিসার হিসেবে মেজর আবুল বাসার মো. মোশাররফ হোসেন, রাজশাহী সদর সেক্টরের অতিরিক্ত পরিচালক (অপারেশন) এবং সহকারী পরিচালক মোহাম্মদ শাহজাহানসহ বিজিবির পক্ষে ২৩ জন অংশ নেন। আর বিএসএফের পক্ষে স্টাফ অফিসার হিসেবে ডেপুটি কমান্ড্যান্ট রাম কুমারসহ মোট ১৭ জন অংশ নেন।

লালমনিরহাট-২ (আদিতমারী কালীগঞ্জ) আসনে জনতার দলের প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অব.) শামীম কামালের ঋণ রয়েছে ২ কোটি ১৮ লাখ ৬৬ হাজার টাকা। স্ত্রী-কন্যা ও নিজের মিলিয়ে পরিবারে সোনা রয়েছে ৫৫ ভরি। তাঁর নির্বাচনী হলফনামা বিশ্লেষণ করে এই তথ্য পাওয়া গেছে।
১ ঘণ্টা আগে
লালমনিরহাটের হাতীবান্ধা সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) গুলিতে রনি মিয়া (২২) নামের এক যুবক আহত হয়েছেন। গতকাল মঙ্গলবার দিবাগত রাতে হাতীবান্ধা উপজেলার গোতামারী ইউনিয়নের দইখাওয়া সীমান্তের ৯০২ নম্বর পিলার এলাকায় এই ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
চাঁপাইনবাবগঞ্জ সীমান্ত এলাকা দিয়ে ভারতে অনুপ্রবেশকারী দুই বাংলাদেশিকে গরু চোরাকারবারি সন্দেহে আটক করেছে ভারতীয় পুলিশ। গতকাল মঙ্গলবার ভোরে নারায়ণপুর ইউনিয়নের দেবীপুর গ্রামের চারজন রাখাল সীমান্ত পেরোলে বিএসএফ ও ভারতীয় পুলিশের ধাওয়ার মুখে পড়েন। এ সময় দুজনকে আটক করে ভারতের জঙ্গিপুর থানা-পুলিশ।
৩ ঘণ্টা আগে
ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) হাতে আটকের পর মারা যাওয়া রবিউল ইসলামের (৩৫) শরীরে ছয়টি স্থানে আঘাতের চিহ্ন পাওয়া গেছে। ২৫০ শয্যাবিশিষ্ট চাঁপাইনবাবগঞ্জ জেলা হাসপাতালে লাশের ময়নাতদন্তের পর এসব কথা জানিয়েছেন চিকিৎসক শামসুল আলম।
৩ ঘণ্টা আগে