নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি অশ্লীল ভিডিওকলের রেকর্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মুখ। সেটি মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানোর অভিযোগে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তিনি।
আজ শনিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় নিজে বাদী হয়ে এ মামলা করেন ডাবলু সরকার।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, কে বা কারা তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এডিট করা অশ্লীল ভিডিও তৈরি করে সম্মানহানির চেষ্টা করছে। একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে এটি ছড়ানো হয়েছে। ওই অনলাইন পোর্টালে লেখা আছে, একজন নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ভাইরাল হওয়ার কথা ওই অনলাইন পত্রিকায় লেখা থাকলেও এখন পর্যন্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে পাওয়া যায়নি। অজ্ঞাতনামা কেউ নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে মিথ্যা প্রচার করে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।’
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী আজকের পত্রিকাকে বলেন, ‘ডাবলু সরকার একটি মামলা করেছেন।’
ভিডিওর বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি এডিট করা।’ তিনি বলেন, ‘ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার শরীরের ওপরের অংশ আমার। আমি অনেক সময় জিমে খালি গায়ে থাকি। সেখান থেকে ভিডিওটি নিয়ে অন্য এক ব্যক্তির শরীরের নিচের অংশের সঙ্গে জোড়া দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি মামলা করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

মেসেজিং অ্যাপ হোয়াটসঅ্যাপে একটি অশ্লীল ভিডিওকলের রেকর্ড ছড়িয়ে পড়েছে। সেখানে দেখা যাচ্ছে রাজশাহী মহানগর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ডাবলু সরকারের মুখ। সেটি মিথ্যা দাবি করে সামাজিক যোগাযোগমাধ্যমে উদ্দেশ্যপ্রণোদিতভাবে ছড়ানোর অভিযোগে থানায় ডিজিটাল নিরাপত্তা আইনে মামলা করেছেন তিনি।
আজ শনিবার দুপুরে নগরীর বোয়ালিয়া থানায় নিজে বাদী হয়ে এ মামলা করেন ডাবলু সরকার।
বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী বিষয়টি আজকের পত্রিকাকে এ তথ্য নিশ্চিত করেছেন। তবে আসামি হিসেবে কারও নাম উল্লেখ করা হয়নি।
মামলার এজাহারে বলা হয়েছে, কে বা কারা তাঁকে রাজনৈতিক ও সামাজিকভাবে হেয়প্রতিপন্ন করতে এডিট করা অশ্লীল ভিডিও তৈরি করে সম্মানহানির চেষ্টা করছে। একটি অনলাইন পোর্টালের ফেসবুক পেজে এটি ছড়ানো হয়েছে। ওই অনলাইন পোর্টালে লেখা আছে, একজন নারীর সঙ্গে তাঁর আপত্তিকর ভিডিও গোপন ক্যামেরায় ধারণ করা হয়েছে।
এজাহারে আরও বলা হয়, ‘ভিডিওটি সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে ভাইরাল হওয়ার কথা ওই অনলাইন পত্রিকায় লেখা থাকলেও এখন পর্যন্ত ওই ভিডিও সামাজিক যোগাযোগমাধ্যম ও ইন্টারনেটে পাওয়া যায়নি। অজ্ঞাতনামা কেউ নিজ স্বার্থ হাসিলের লক্ষ্যে মিথ্যা প্রচার করে নেতা-কর্মীদের মধ্যে বিভ্রান্তি সৃষ্টি করছে।’
মামলার বিষয়টি নিশ্চিত করে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. সোহরাওয়ার্দী আজকের পত্রিকাকে বলেন, ‘ডাবলু সরকার একটি মামলা করেছেন।’
ভিডিওর বিষয়ে জানতে চাইলে আওয়ামী লীগ নেতা ডাবলু সরকার আজকের পত্রিকাকে বলেন, ‘ভিডিওটি এডিট করা।’ তিনি বলেন, ‘ভিডিওতে যে ব্যক্তিকে দেখা যাচ্ছে, তার শরীরের ওপরের অংশ আমার। আমি অনেক সময় জিমে খালি গায়ে থাকি। সেখান থেকে ভিডিওটি নিয়ে অন্য এক ব্যক্তির শরীরের নিচের অংশের সঙ্গে জোড়া দেওয়া হয়েছে। এ বিষয়ে আমি মামলা করেছি। পুলিশ তদন্ত করে ব্যবস্থা নেবে।’

রাজধানীর কদমতলী এলাকায় শাহাবুদ্দিন (৪০) নামে এক ভাঙ্গারি ব্যবসায়ীকে কুপিয়ে হত্যার ঘটনা ঘটেছে। মঙ্গলবার রাত ১০টার দিকে কদমতলী কুদার বাজার আদর্শ সড়ক এলাকায় ঘটনাটি ঘটে। মুমূর্ষু অবস্থায় স্বজনরা তাকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসলে চিকিৎসক রাত সাড়ে ১১টার দিকে মৃত ঘোষণা করেন।
১ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে আওয়ামী লীগ কর্মীদের বিএনপিতে ভেড়ানোর অভিযোগ উঠেছে খোদ দলটির কোনো কোনো নেতার বিরুদ্ধে। এ নিয়ে দলীয় নেতারা একে অপরকে দায়ী করছেন। সামাজিক যোগাযোগমাধ্যমেও এ বিষয়ে কথা চালাচালি হচ্ছে। এদিকে আওয়ামী লীগ কর্মীদের দলে ভেড়ানোকে আশঙ্কাজনক বলছেন বিএনপির শীর্ষ নেতারা।
২ ঘণ্টা আগে
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে নাটোর-২ (সদর-নলডাঙ্গা) আসনে বিএনপির মনোনীত প্রার্থী ও সাবেক উপমন্ত্রী রুহুল কুদ্দুস তালুকদার দুলুর প্রতিদ্বন্দ্বী হিসেবে মাঠে রয়েছেন তাঁর স্ত্রী সাবিনা ইয়াসমিন। ১ জানুয়ারি যাচাই-বাছাই শেষে নির্বাচন কমিশন রুহুল কুদ্দুস তালুকদার দুলু ও সাবিনা ইয়াসমিনসহ...
২ ঘণ্টা আগে
আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে সামনে রেখে শেরপুরের তিনটি নির্বাচনী এলাকাতেই স্বতন্ত্র প্রার্থীদের চাপে পড়েছে বিএনপি। আর দীর্ঘদিন একক প্রার্থী নিয়ে মাঠে থাকলেও জোটের প্রার্থী ঘোষণা নিয়ে চাপে পড়েছে জামায়াতে ইসলামীর নেতৃত্বাধীন জোটও।
২ ঘণ্টা আগে