শেরপুর (বগুড়া) প্রতিনিধি

বগুড়ার শেরপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন যাত্রী। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা সেতুর সামনে গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে মহাসড়কের উভয়পাশে দূরপাল্লাগামী সব ধরনের বাস আটকে যায়। অন্তত ৩০ মিনিট যানবাহনগুলো যানজটের কবলে পড়ে। পরে ঘটনস্থলে হাইওয়ে পুলিশের উপস্থিতির পর মহাসড়ক যানজট মুক্ত হয়।
নিহত মো. বায়োজিদ (২০) রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী।
দুর্ঘটনায় একই বাসের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন–নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন ও আবু সাঈদ। রংপুর তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো. রনি, রংপুর কিশোরগঞ্জের জাহিদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাবিল পরিবহন বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী রংপুর থেকে ছেড়ে যাওয়া আসাদ পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের অনেকে বিকল্প বাসে করে গন্তব্যে ফিরে গেছেন।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানেই তাঁরা চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের সহকারীকে উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের এক সদস্য বলেন, আসাদ পরিবহন বাসটির চালক অসতর্ক থাকার কারণে ঢাকা থেকে বগুড়াগামী লেনে ঢুকে পড়ে। এতে বগুড়াগামী নাবিল পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরই উভয় গাড়ির চালক ঘটনাস্থলে বাসগুলো রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা বলেন, দুর্ঘটনাকবলিত ওই দুটি বাস জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

বগুড়ার শেরপুরে দুই যাত্রীবাহী বাসের মুখোমুখি সংঘর্ষে একটি বাসের চালকের সহকারী নিহত হয়েছেন। আহত হয়েছেন অন্তত আরও পাঁচজন যাত্রী। ঢাকা-বগুড়া মহাসড়কের উপজেলার ঘোগা সেতুর সামনে গতকাল শুক্রবার দিবাগত রাত সোয়া ২টার দিকে এ দুর্ঘটনা ঘটে।
এতে মহাসড়কের উভয়পাশে দূরপাল্লাগামী সব ধরনের বাস আটকে যায়। অন্তত ৩০ মিনিট যানবাহনগুলো যানজটের কবলে পড়ে। পরে ঘটনস্থলে হাইওয়ে পুলিশের উপস্থিতির পর মহাসড়ক যানজট মুক্ত হয়।
নিহত মো. বায়োজিদ (২০) রংপুর থেকে ছেড়ে আসা ঢাকাগামী যাত্রীবাহী বাস আসাদ পরিবহনের চালকের সহকারী।
দুর্ঘটনায় একই বাসের আরও পাঁচ যাত্রী আহত হয়েছেন। তাঁরা হলেন–নীলফামারীর জলঢাকার ফিরোজ হোসেন ও আবু সাঈদ। রংপুর তারাগঞ্জের গোলাম রব্বানী, বদরগঞ্জের মো. রনি, রংপুর কিশোরগঞ্জের জাহিদ হোসেন।
পুলিশ ও স্থানীয় সূত্র জানায়, ওই রাতে ঢাকা থেকে ছেড়ে আসা বগুড়াগামী নাবিল পরিবহন বাসের সঙ্গে বিপরীতমুখী ঢাকাগামী রংপুর থেকে ছেড়ে যাওয়া আসাদ পরিবহন বাসের মুখোমুখি সংঘর্ষ হয়। দুর্ঘটনায় আহতদের অনেকে বিকল্প বাসে করে গন্তব্যে ফিরে গেছেন।
উপজেলা ফায়ার সার্ভিসের কর্মকর্তা বখতিয়ার উদ্দিন বলেন, আহতদের উদ্ধার করে চিকিৎসার জন্য ওই রাতে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নেওয়া হয়। এখানেই তাঁরা চিকিৎসা নিয়েছেন। দুর্ঘটনায় নিহত চালকের সহকারীকে উদ্ধার করে শেরপুর হাইওয়ে পুলিশের কাছে হস্তান্তর করা হয়েছে।
স্থানীয়দের বরাত দিয়ে শেরপুর হাইওয়ে পুলিশের এক সদস্য বলেন, আসাদ পরিবহন বাসটির চালক অসতর্ক থাকার কারণে ঢাকা থেকে বগুড়াগামী লেনে ঢুকে পড়ে। এতে বগুড়াগামী নাবিল পরিবহন বাসের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ ঘটে। দুর্ঘটনার পরই উভয় গাড়ির চালক ঘটনাস্থলে বাসগুলো রেখে পালিয়ে যায়।
এ বিষয়ে শেরপুর হাইওয়ে পুলিশের সার্জেন্ট মাসুদ রানা বলেন, দুর্ঘটনাকবলিত ওই দুটি বাস জব্দ করে হেফাজতে নেওয়া হয়েছে। এ নিয়ে প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হয়েছে।

অভিযোগে বলা হয়, ২০২৪ সালের ২২ জুলাই জুলাই গণ-অভ্যুত্থানে ইন্টারনেট শাটডাউন চলাকালে এসব ব্যবসায়ী সাবেক স্বৈরাচার ও সাজাপ্রাপ্ত প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে আন্দোলন দমনে সহায়তার প্রতিশ্রুতি ও সার্বিকভাবে পাশে থাকার জন্য ঢাকার ওসমানী মিলনায়তনে একত্রিত হন।
৪২ মিনিট আগে
গোপালগঞ্জের কোটালীপাড়ায় ইজিবাইক (ব্যাটারিচালিত অটোরিকশা) নিয়ন্ত্রণ হারিয়ে খালে পড়ে কাশেম মোল্লা (৩২) নামের এক যুবক নিহত হয়েছেন। আজ মঙ্গলবার সকালে উপজেলার আশুতিয়ায় এ দুর্ঘটনা ঘটে। কাশেম আশুতিয়া গ্রামের রাজ্জাক মোল্লার ছেলে। তিনি পেশাগতভাবে অটোরিকশাচালক নন। শখের বসে চালাতে গিয়ে এ দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে
মিয়ানমার থেকে আসা গুলিতে আহত টেকনাফের শিশু হুজাইফা আফনানের (৯) অবস্থা এখনো সংকটাপন্ন। চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালের চিকিৎসকেরা জানিয়েছেন, আইসিইউতে লাইফ সাপোর্টে থাকা হুজাইফার মস্তিষ্কের ‘চাপ কমাতে’ তার মাথার খুলির একটি অংশ খুলে রাখা হয়েছে।
১ ঘণ্টা আগে
নোয়াখালীর কবিরহাট উপজেলায় কাভার্ড ভ্যানের ধাক্কায় বিপ্লব চন্দ্র শীল (৩৮) নামের এক ইনস্যুরেন্স কর্মকর্তা নিহত হয়েছেন। এই ঘটনায় তাঁর ভগ্নিপতি পলাশ চন্দ্র শীল গুরুতর আহত হন। গতকাল সোমবার রাতে উপজেলার গলাকাটা পোল এলাকায় কবিরহাট-বসুরহাট সড়কে এই দুর্ঘটনা ঘটে।
১ ঘণ্টা আগে