Ajker Patrika

সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বগুড়ায় জাসাস নেতা কারাগারে

আদমদীঘি (বগুড়া) প্রতিনিধি 
সেনা কর্মকর্তা পরিচয়ে প্রতারণা, বগুড়ায় জাসাস নেতা কারাগারে
বগুড়ায় প্রতারণার অভিযোগে জাসাস নেতা গ্রেপ্তার। ছবি: আজকের পত্রিকা

সেনা কর্মকর্তা পরিচয় দিয়ে প্রতারণার অভিযোগে বগুড়ার আদমদীঘি জালাল হোসেন বাবু (৪৬) নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে সেনাবাহিনীর সদস্যরা। আজ শনিবার উপজেলার সান্তাহার পৌর শহরের হাউজিং কলোনি থেকে তাকে গ্রেপ্তার করা হয়। এ সময় তার কাছে থেকে সেনাবাহিনীর পোশাক উদ্ধার করা হয়েছে।

জালাল হোসেন জাতীয়তাবাদী সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন জাসাসের বগুড়ার সান্তাহার পৌর শাখার সাংগঠনিক সম্পাদক এবং শহরের সাঁতাহার মহল্লার বাসিন্দা বলে জানান সংগঠনের ওই শাখার সভাপতি শফিকুল ইসলাম।

দুপচাঁচিয়া সেনাবাহিনী ক্যাম্পের ক্যাপ্টেন কমান্ডার সাকলাইন জানান, সান্তাহারে জালাল হোসেন বাবু নিজেকে সেনাবাহিনীর উচ্চপদস্থ কর্মকর্তা পরিচয় দিয়ে দিনাজপুর জেলার বিভিন্ন উপজেলার যুবকদের চাকরি দেওয়ার কথা বলে বিপুল পরিমাণ অর্থ হাতিয়ে নেয়। এসব প্রতারণার অভিযোগে অভিযান চালিয়ে তাকে গ্রেপ্তার করা হয়। পরে তাকে আদমদীঘি থানায় সোপর্দ করা হয়েছে।

এ বিষয়ে আদমদীঘি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) এসএম মোস্তাফিজুর রহমান আজকের পত্রিকাকে বলেন, ‘গ্রেপ্তার ব্যক্তির বিরুদ্ধে মামলা দায়েরের পর তাকে বিকেলে বগুড়া কারাগারে পাঠানো হয়েছে।’

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

গোপালগঞ্জ-৩: বঙ্গবন্ধুর কবর জিয়ারত করে নির্বাচনী প্রচারে সাবেক বিএনপি নেতা হাবিব

বাংলাদেশে জামায়াতকে ‘বন্ধু’ হিসেবে চায় যুক্তরাষ্ট্র, মার্কিন কূটনীতিকের অডিও ফাঁস

কেরানীগঞ্জে বিএনপি নেতাকে গুলি

নির্বাচন ঘিরে টানা চার দিন ছুটি

নবম বেতন কমিশন: সরকারি চাকরিজীবীদের কোন পে স্কেলে বেতন বেড়ে কত হচ্ছে

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত