আক্কেলপুর (জয়পুরহাট) প্রতিনিধি

জয়পুরহাটের আক্কেলপুরে নরেশ রবিদাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাদারতলী ঘাটসংলগ্ন এলাকার একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় আজ সোমবার সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা এবং পা মাটিতে লেগে ছিল। আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নরেশ রবিদাস রুকিন্দীপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বিরেন রবিদাসের ছেলে। তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারতলী ঘাট এলাকায় আজ সকালে স্থানীয়রা একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় নরেশ রবিদাসের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওই সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা ও পা মাটিতে লেগে ছিল।
রুকিন্দীপুর ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নরেশ রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে জানি না।
নিহতের ছেলে সুজন কুমার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা গতকাল রোববার রাত ৮টার দিকে বাসা থেকে রাতের খাবার খেয়ে বাইরে যান। আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাঁর বাবার মরদেহ আমগাছে ঝুলছে। তাঁর ধারণা, তাঁর বাবাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যেতে পারে।

জয়পুরহাটের আক্কেলপুরে নরেশ রবিদাস (৪৫) নামের এক ব্যক্তির মরদেহ উদ্ধার করেছে পুলিশ। রুকিন্দীপুর ইউনিয়নের আওয়ালগাড়ী মাদারতলী ঘাটসংলগ্ন এলাকার একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় আজ সোমবার সকালে ওই মরদেহ উদ্ধার করা হয়। এ সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা এবং পা মাটিতে লেগে ছিল। আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বিষয়টি নিশ্চিত করেন।
নরেশ রবিদাস রুকিন্দীপুর ইউনিয়নের মাঠপাড়া গ্রামের বিরেন রবিদাসের ছেলে। তিনি জুতা সেলাইয়ের কাজ করতেন।
পুলিশ ও স্থানীয়দের সঙ্গে কথা বলে জানা গেছে, মাদারতলী ঘাট এলাকায় আজ সকালে স্থানীয়রা একটি আমগাছের ডালে গলায় দড়ি বাঁধা অবস্থায় নরেশ রবিদাসের মরদেহ দেখতে পেয়ে পুলিশকে খবর দেয়। ওই সময় মরদেহের দুই হাত ও দুই পা মাফলার দিয়ে বাঁধা ও পা মাটিতে লেগে ছিল।
রুকিন্দীপুর ইউপি সদস্য সিদ্দিকুর রহমান বলেন, নরেশ রবিদাস জুতা মেরামতের পাশাপাশি ফেরি করে বাচ্চাদের খেলনা বিক্রি করতেন। কারও সঙ্গে তাঁর শত্রুতা ছিল বলে জানি না।
নিহতের ছেলে সুজন কুমার আজকের পত্রিকাকে জানান, তাঁর বাবা গতকাল রোববার রাত ৮টার দিকে বাসা থেকে রাতের খাবার খেয়ে বাইরে যান। আর বাসায় ফেরেননি। সকালে স্থানীয়দের মাধ্যমে জানতে পারেন তাঁর বাবার মরদেহ আমগাছে ঝুলছে। তাঁর ধারণা, তাঁর বাবাকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখেছে।
আক্কেলপুর থানার পরিদর্শক শাহিনুর রহমান বলেন, খবর পেয়ে মরদেহটি উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জয়পুরহাট আধুনিক হাসপাতালের মর্গে পাঠানো হয়েছে। প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে তাঁকে কেউ হত্যা করে গাছে ঝুলিয়ে রেখে যেতে পারে।

খুলনার পূর্ব রূপসায় সন্ত্রাসীদের গুলিতে নিহত বাছেদ বিকুলের ভাড়া বাসা থেকে অস্ত্র ও গুলি উদ্ধার করেছে পুলিশ। এদিকে বিকুলের মায়ের করা মামলায় ট্যারা হেলালকে গ্রেপ্তার দেখিয়েছে পুলিশ। সোমবার বিকেলে তাকে আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়। গ্রেপ্তার ট্যারা হেলাল উপজেলার রামনগর গ্রামের...
১০ মিনিট আগে
বরগুনার পাথরঘাটায় জামায়াতে ইসলামীর এক নেতার পা ভেঙে দেওয়ার অভিযোগ উঠেছে বিএনপি কর্মীর বিরুদ্ধে। আজ সোমবার বিকেল সাড়ে ৪টার দিকে উপজেলার পাথরঘাটা সদর ইউনিয়নের হাড়িটানা এলাকায় এ ঘটনা ঘটে।
২৪ মিনিট আগে
ইনকিলাব মঞ্চের প্রয়াত মুখপাত্র শরিফ ওসমান বিন হাদির বোন মাসুমা আক্তার বলেছেন, আওয়ামী লীগের আমলে দেশ মেধাশূন্য হয়ে গিয়েছিল। তখন একটি জরিপে দেখা গিয়েছিল, মেধাবীরা দেশ ছেড়ে বিদেশে পাড়ি দিতেই বেশি আগ্রহী।
৩৭ মিনিট আগে
বর্ণাঢ্য আনুষ্ঠানিকতায় সম্পন্ন হলো বাংলাদেশ মেরিন একাডেমি অ্যালামনাই অ্যাসোসিয়েশনের মিলনমেলা ২০২৬। চট্টগ্রামের কর্ণফুলী উপজেলার জলদিয়া এলাকায় একাডেমির ক্যাম্পাসে গত শনিবার ছিল দিনব্যাপী এই আনন্দ আয়োজন।
৪০ মিনিট আগে