Ajker Patrika

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
রাজশাহীতে থানা থেকে লুট হওয়া পিস্তল উদ্ধার
উদ্ধারকৃত আগ্নেয়াস্ত্র। ছবি: সংগৃহীত

রাজশাহীতে থানা থেকে লুট হওয়া একটি পিস্তল উদ্ধার করেছে র‌্যাব। গত শনিবার দিবাগত রাত সাড়ে ১২টার দিকে রাজশাহী নগরের বোয়ালিয়া থানার টিকাপাড়া এলাকায় অভিযান চালিয়ে পিস্তলটি উদ্ধার করা হয়। পিস্তলের সঙ্গে একটি ম্যাগাজিন ও গুলিও উদ্ধার করা হয়েছে।

র‌্যাব-৫, সিপিএসসি রাজশাহী ক্যাম্পের একটি দল এ অভিযান চালায়। আজ সোমবার সকালে এক বিজ্ঞপ্তিতে র‌্যাব জানিয়েছে, ছাত্র আন্দোলনের সময় কিছু দুষ্কৃতকারী থানা থেকে লুণ্ঠিত আগ্নেয়াস্ত্র, ম্যাগাজিন ও গুলি লুকিয়ে রেখেছে—এমন খবরে র‌্যাবের দল রাতেই অভিযান চালায়।

অভিযানে টিকাপাড়া মহল্লায় একটি বালুর স্তূপ খুঁড়ে প্রায় দুই ফুট গভীরে মাটির নিচে পোঁতা অবস্থায় একটি ৭.৬২ মি.মি. বিদেশি পিস্তল, একটি ম্যাগাজিন ও একটি গুলি উদ্ধার করা হয়।

উদ্ধার করা পিস্তল সম্পর্কে বোয়ালিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) জানান, এটি পুলিশের ব্যবহৃত আগ্নেয়াস্ত্র। তবে কোন থানা থেকে এটি লুট হয়েছিল, তা নির্দিষ্ট করে বলা যাচ্ছে না। কারণ, পিস্তলের গায়ে থাকা বাঁট নম্বর ঘষা-মাজার চিহ্ন রয়েছে। ফলে অস্ত্রটি কোন থানার, সেটি নিশ্চিত করা কঠিন হয়ে পড়েছে।

র‌্যাব জানিয়েছে, একটি সাধারণ ডায়েরি (জিডি) করে উদ্ধারকৃত অস্ত্র, ম্যাগাজিন ও গুলিটি বোয়ালিয়া থানায় হস্তান্তর করা হয়েছে।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ

সম্পর্কিত