বগুড়া প্রতিনিধি

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১০ লাখ টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের হুকমাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সিংড়িয়া গ্রামের বিমল রাজভড় (৩০), আদমদীঘি থানার তালশন গ্রামের বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮) এবং সোনাতলা থানার দক্ষিণ আটকরিয়া গ্রামের পাভেল।
পুলিশ সুপার বলেন, গত পাঁচ দিন ধরে বগুড়া এবং ঢাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী প্রত্যেকের বাড়ি থেকে নগদ সর্বমোট ১০ লাখ ৮৫ হাজার ৯৪০ টাকা এবং চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল জাহিদুলের হেফাজত থেকে উদ্ধার করা হয়।
গত ১২ জুন দিবাগত রাতে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। চোরের দল ব্যাংকের দোতলা ভবনের পেছন দিয়ে সিঁড়ি ঘরের তালা এবং ব্যাংকের প্রবেশ গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের সিন্দুকে রাখা নগদ ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে পালিয়ে যায়।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় ১৩ জুন রাতে বগুড়া সদর থানায় চুরি মামলা দায়ের করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের একাধিক টিম আশপাশের সিসিটিভি ফুটেজ ছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে। এরপর ১৯ জুন থেকে তাঁদেরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, ব্যাংকে চুরির মূল পরিকল্পনাকারী জাহিদুল ইসলামকে ঢাকার দক্ষিণ খান থেকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, এক মাস আগে ব্যাংকের ওই উপ শাখায় চুরির পরিকল্পনা করে। এরপর বিভিন্ন সময় জাহিদুল ব্যাংকের ভেতর এবং বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার রাতে পাঁচজনের একটি দল চুরির উদ্দেশ্য মাটিডালী এলাকায় অবস্থান নেয়।
রাত ২টার দিকে তিনজন ব্যাংক ভবনটির তিন দিকে অবস্থান নেয়। এরপর ভবনের পেছন দিক দিয়ে জাহিদুল এবং বিমল রাজভর ভেতরে প্রবেশ করে এক ঘণ্টার মধ্যে চুরির কাজ শেষ করে ব্যাংকে রাখা একটি আবর্জনার ব্যাগে টাকাগুলো ভরে নিয়ে পালিয়ে যায়। এরপর তারা টাকা ভাগাভাগি করে বাড়িতে অবস্থান না করে কখনো শ্বশুরবাড়ি কখনো আত্মীয়ের বাড়িতে অবস্থান করতে থাকে।
পুলিশ সুপার বলেন, ব্যাংকে চুরির সঙ্গে পাঁচজন জড়িত ছিল। চারজন গ্রেপ্তার হয়েছে। অপর একজন এখনো পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বগুড়ায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় সিন্দুক ভেঙে ২৯ লাখ টাকা চুরির ঘটনায় জড়িত চারজনকে গ্রেপ্তার করেছে জেলা পুলিশ। গ্রেপ্তারের পর তাদের কাছ থেকে উদ্ধার করা হয়েছে নগদ ১০ লাখ টাকা ও চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল।
আজ মঙ্গলবার দুপুরে বগুড়ার পুলিশ সুপার সুদীপ কুমার চক্রবর্তী সংবাদ সম্মেলনে এ তথ্য জানিয়েছেন।
গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—বগুড়া সদরের হুকমাপুর গ্রামের জাহিদুল ইসলাম (৩০), গাইবান্ধা জেলার ফুলছড়ি থানার সিংড়িয়া গ্রামের বিমল রাজভড় (৩০), আদমদীঘি থানার তালশন গ্রামের বিপ্লব সরকার মিথুন ওরফে মিঠু (২৮) এবং সোনাতলা থানার দক্ষিণ আটকরিয়া গ্রামের পাভেল।
পুলিশ সুপার বলেন, গত পাঁচ দিন ধরে বগুড়া এবং ঢাকায় অভিযান চালিয়ে গতকাল সোমবার রাতে চারজনকে গ্রেপ্তার করা হয়। পরে তাঁদের স্বীকারোক্তি অনুযায়ী প্রত্যেকের বাড়ি থেকে নগদ সর্বমোট ১০ লাখ ৮৫ হাজার ৯৪০ টাকা এবং চুরির টাকায় কেনা একটি মোটরসাইকেল জাহিদুলের হেফাজত থেকে উদ্ধার করা হয়।
গত ১২ জুন দিবাগত রাতে বগুড়া শহরতলীর মাটিডালী এলাকায় আইএফআইসি ব্যাংকের উপশাখায় চুরির ঘটনা ঘটে। চোরের দল ব্যাংকের দোতলা ভবনের পেছন দিয়ে সিঁড়ি ঘরের তালা এবং ব্যাংকের প্রবেশ গেটের তালা ভেঙে ভেতরে প্রবেশ করে। এরপর ব্যাংকের সিন্দুকে রাখা নগদ ২৯ লাখ ৪০ হাজার ৬১৮ টাকা চুরি করে পালিয়ে যায়।
পুলিশ সুপার বলেন, এ ঘটনায় ১৩ জুন রাতে বগুড়া সদর থানায় চুরি মামলা দায়ের করা হয়। এরপর গোয়েন্দা পুলিশ ও থানা-পুলিশের একাধিক টিম আশপাশের সিসিটিভি ফুটেজ ছাড়াও তথ্য প্রযুক্তির মাধ্যমে জড়িতদের শনাক্ত করে। এরপর ১৯ জুন থেকে তাঁদেরকে গ্রেপ্তার করতে অভিযান শুরু করা হয়।
পুলিশ সুপার আরও বলেন, ব্যাংকে চুরির মূল পরিকল্পনাকারী জাহিদুল ইসলামকে ঢাকার দক্ষিণ খান থেকে গ্রেপ্তারের পর তাঁর স্বীকারোক্তি অনুযায়ী অপর তিনজনকে গ্রেপ্তার করা হয়। গ্রেপ্তারের পর প্রাথমিক জিজ্ঞাসাবাদে তারা পুলিশকে জানায়, এক মাস আগে ব্যাংকের ওই উপ শাখায় চুরির পরিকল্পনা করে। এরপর বিভিন্ন সময় জাহিদুল ব্যাংকের ভেতর এবং বাইরে পর্যবেক্ষণ করে। ঘটনার রাতে পাঁচজনের একটি দল চুরির উদ্দেশ্য মাটিডালী এলাকায় অবস্থান নেয়।
রাত ২টার দিকে তিনজন ব্যাংক ভবনটির তিন দিকে অবস্থান নেয়। এরপর ভবনের পেছন দিক দিয়ে জাহিদুল এবং বিমল রাজভর ভেতরে প্রবেশ করে এক ঘণ্টার মধ্যে চুরির কাজ শেষ করে ব্যাংকে রাখা একটি আবর্জনার ব্যাগে টাকাগুলো ভরে নিয়ে পালিয়ে যায়। এরপর তারা টাকা ভাগাভাগি করে বাড়িতে অবস্থান না করে কখনো শ্বশুরবাড়ি কখনো আত্মীয়ের বাড়িতে অবস্থান করতে থাকে।
পুলিশ সুপার বলেন, ব্যাংকে চুরির সঙ্গে পাঁচজন জড়িত ছিল। চারজন গ্রেপ্তার হয়েছে। অপর একজন এখনো পলাতক রয়েছে। গ্রেপ্তারকৃতদের ব্যাপক জিজ্ঞাসাবাদের জন্য আদালতে হাজির করে সাত দিনের রিমান্ড আবেদন করা হয়েছে।

বিরোধপূর্ণ একটি জমি চট্টগ্রাম সিটি করপোরেশনকে (চসিক) হস্তান্তর করেছে বন্দর কর্তৃপক্ষ। গত ৮ ডিসেম্বর চসিক কর্মকর্তাদের উপস্থিতিতে ছয় একর জমি হস্তান্তর করে চট্টগ্রাম বন্দর কর্তৃপক্ষ। এরই মধ্যে কর্ণফুলী নদীর পাড়ে ওই জমি একসনা (এক বছরের জন্য) ইজারা নিয়ে ২০ বছরের জন্য লিজ দেওয়ার উদ্যোগ...
১৮ মিনিট আগে
চলতি আমন মৌসুমে সরকারি মূল্যে চাল সংগ্রহ কার্যক্রমে জয়পুরহাট জেলার পাঁচ উপজেলায় হাস্কিং মিল ব্যবস্থাপনা নিয়ে গুরুতর প্রশ্ন উঠেছে। খাদ্য বিভাগের নথিতে সচল দেখানো বহু হাস্কিং মিল বাস্তবে বিদ্যুৎ সংযোগহীন, উৎপাদন বন্ধ কিংবা দীর্ঘদিন ধরে অচল থাকলেও এসব মিলের নামেই সরকারি খাদ্যগুদামে...
২৪ মিনিট আগে
দেশের একমাত্র প্রবাল দ্বীপ সেন্ট মার্টিনের জেটিঘাটে জাহাজ থেকে নামতেই মাইকিংয়ের শব্দ কানে ভেসে আসে। পরিবেশ অধিদপ্তরের এক কর্মীকে পর্যটকদের উদ্দেশে বলতে শোনা যায়, ‘সম্মানিত পর্যটকবৃন্দ, প্রতিবেশ সংকটাপন্ন ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ করবেন না, পরিবেশ-প্রতিবেশ রক্ষায় সরকার ছেঁড়াদিয়া দ্বীপে ভ্রমণ...
২৯ মিনিট আগে
নিজের অবৈধ আয়কে বৈধ দেখাতে ‘মায়ের দান’ হিসেবে উল্লেখ করার অভিযোগ উঠেছে সড়ক ও জনপথ (সওজ) অধিদপ্তরের তত্ত্বাবধায়ক প্রকৌশলী ও ওয়েস্টার্ন বাংলাদেশ ব্রিজ ইম্প্রুভমেন্ট প্রজেক্টের অতিরিক্ত প্রকল্প পরিচালক মো. আবু হেনা মোস্তফা কামালের বিরুদ্ধে।
২ ঘণ্টা আগে