Ajker Patrika

শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি: বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

নিজস্ব প্রতিবেদক, রাজশাহী
আপডেট : ২৫ মে ২০২৩, ১৪: ২০
শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি: বিএনপি নেতা চাঁদ গ্রেপ্তার

বিএনপির রাজশাহী জেলা শাখার আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে গ্রেপ্তার করেছে পুলিশ। রাজশাহীর হড়গ্রাম এলাকা থেকে তাঁকে গ্রেপ্তার করে রাজশাহী মেট্রোপলিটন পুলিশ। চাঁদের গ্রেপ্তারের বিষয়টি নিশ্চিত করেছেন অতিরিক্ত পুলিশ কমিশনার বিজয় কুমার বসাক।

এর আগে আওয়ামী লীগ সভানেত্রী ও প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ‘কবরস্থানে পাঠানোর’ হুমকি দেওয়ার অভিযোগে চাঁদের বিরুদ্ধে মামলা হয়। গত রোববার দিবাগত মধ্যরাতে পুঠিয়া উপজেলা আওয়ামী লীগ নেতা আবুল কালাম আজাদ মামলাটি করেন বলে পুঠিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ফারুক হোসেন জানান।

তবে আজ ঠিক কোন মামলায় চাঁদকে গ্রেপ্তার করা হয়েছে সে বিষয়ে বিস্তারিত কিছু জানায়নি পুলিশ।

গত ১৯ মে পুঠিয়ার শিবপুর উচ্চবিদ্যালয় মাঠে জেলা ও মহানগর বিএনপির সমাবেশে বিএনপির কেন্দ্রীয় কমিটির সদস্য চাঁদ বলেন, ‘আর ২৭ দফা ১০ দফার মধ্যে আমরা নাই। এক দফা—শেখ হাসিনাকে কবরস্থানে পাঠাতে হবে। শেখ হাসিনাকে পদত্যাগ করার জন্য যা যা করার দরকার আমরা করব।’ 

তাঁর এই বক্তব্যের ভিডিও ছড়িয়ে পড়লে নিন্দা ও প্রতিবাদের ঝড় ওঠে। প্রধানমন্ত্রীকে হত্যার হুমকির প্রতিবাদে দেশব্যাপী বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশের ডাক দেয় আওয়ামী লীগ। আওয়ামী লীগ ও সহযোগী সংগঠনের উদ্যোগে দেশের সব জেলা, মহানগর উপজেলায় বিক্ষোভ মিছিল ও প্রতিবাদ সমাবেশ কর্মসূচি পালিত হয়।

Google News Icon

সর্বশেষ খবর পেতে Google News ফিড ফলো করুন

এলাকার খবর
Loading...

পাঠকের আগ্রহ