নিজস্ব প্রতিবেদক, রাজশাহী

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ রোববার বিকেলে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মারুফ আল্লাম এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে আবু সাঈদ চাঁদ, আলিম উদ্দিন ও ওয়াজনবী নামে তিনজন রাজশাহীর চারঘাট উপজেলায় বামনদীঘি চরঝিকড়া টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁদের মধ্যে আবু সাঈদ চাঁদ প্রতিষ্ঠানের সভাপতি হন। আর প্রধান শিক্ষক হন আলিম উদ্দিন।
মাসুদ রানা নামে এক চাকরিপ্রার্থী ২০০৭ সালে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, স্কুলে নিয়োগের আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা গ্রহণ করেছেন আসামিরা। মাসুদ রানাকে নিয়োগ দেওয়া হলেও কোনো বেতন হয়নি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, স্কুলটির কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও আসামিরা জেনেশুনে ভুয়া নিয়োগপত্র প্রদান করেছেন এবং এভাবে কয়েকজনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
ওই সময় চারঘাটের শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কয়েক মাস ধরেই কারাগারে আছনে। তবে প্রতারণার মামলার রায় ঘোষণার সময় তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছিল। রায় ঘোষণার পর তাঁকে আবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
আদালতে আসামিপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শামসাদ বেগম মিতালী। তিনি আজকের পত্রিকাকে বলেন, আদালত আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ মামলার সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবে জড়িত না। এ রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
রায় ঘোষণার পর আবু সাঈদ চাঁদের ছেলে মো. অলিভ বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত এ রায় দেওয়া হয়েছে।’
আরও পড়ুন

অর্থ আত্মসাৎ ও প্রতারণার মামলায় রাজশাহী জেলা বিএনপির আহ্বায়ক আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড দিয়েছেন আদালত। মামলার অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে।
আজ রোববার বিকেলে রাজশাহীর জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট আদালত-১-এর বিচারক মারুফ আল্লাম এই রায় ঘোষণা করেন।
মামলা সূত্রে জানা যায়, ২০০৪ সালে আবু সাঈদ চাঁদ, আলিম উদ্দিন ও ওয়াজনবী নামে তিনজন রাজশাহীর চারঘাট উপজেলায় বামনদীঘি চরঝিকড়া টেকনিক্যাল স্কুল প্রতিষ্ঠা করেন। তাঁদের মধ্যে আবু সাঈদ চাঁদ প্রতিষ্ঠানের সভাপতি হন। আর প্রধান শিক্ষক হন আলিম উদ্দিন।
মাসুদ রানা নামে এক চাকরিপ্রার্থী ২০০৭ সালে তাঁদের বিরুদ্ধে মামলা করেন। মামলায় অভিযোগ আনা হয়, স্কুলে নিয়োগের আশ্বাস দিয়ে কয়েকজনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা গ্রহণ করেছেন আসামিরা। মাসুদ রানাকে নিয়োগ দেওয়া হলেও কোনো বেতন হয়নি। তিনি খোঁজ নিয়ে জানতে পারেন, স্কুলটির কোনো অনুমোদন না থাকা সত্ত্বেও আসামিরা জেনেশুনে ভুয়া নিয়োগপত্র প্রদান করেছেন এবং এভাবে কয়েকজনের কাছ থেকে ১৪ লাখ ৫২ হাজার টাকা হাতিয়ে নিয়েছেন।
ওই সময় চারঘাটের শলুয়া ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ছিলেন জেলা বিএনপির বর্তমান আহ্বায়ক আবু সাঈদ চাঁদ। প্রধানমন্ত্রীকে ‘হত্যার হুমকি’ দেওয়ার মামলায় গ্রেপ্তার হয়ে তিনি কয়েক মাস ধরেই কারাগারে আছনে। তবে প্রতারণার মামলার রায় ঘোষণার সময় তাঁকে আদালতে নিয়ে আসা হয়েছিল। রায় ঘোষণার পর তাঁকে আবার রাজশাহী কেন্দ্রীয় কারাগারে নেওয়া হয়েছে।
আদালতে আসামিপক্ষের হয়ে মামলাটি পরিচালনা করেন রাজশাহী জেলা ও দায়রা জজ আদালতের আইনজীবী শামসাদ বেগম মিতালী। তিনি আজকের পত্রিকাকে বলেন, আদালত আবু সাঈদ চাঁদকে তিন বছরের কারাদণ্ড ও পাঁচ হাজার টাকা জরিমানা করেছেন। অন্য দুই আসামিকে খালাস দেওয়া হয়েছে। এ মামলার সঙ্গে আবু সাঈদ চাঁদ কোনোভাবে জড়িত না। এ রায়ের বিরুদ্ধে তাঁরা আপিল করবেন।
রায় ঘোষণার পর আবু সাঈদ চাঁদের ছেলে মো. অলিভ বলেন, ‘রাজনৈতিক প্রতিহিংসাবশত এ রায় দেওয়া হয়েছে।’
আরও পড়ুন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ফরিদপুরের চারটি আসনের প্রার্থীদের মধ্যে চারজন কোটিপতি। তাঁরা হচ্ছেন স্বতন্ত্র আবুল বাসার খান, জামায়াতের ড. ইলিয়াস মোল্যা, বিএনপির শামা ওবায়েদ ইসলাম এবং বাংলাদেশ খেলাফত মজলিসের প্রার্থী মো. মিজানুর রহমান মোল্যা। এর মধ্যে প্রথম দুজন ফরিদপুর-১ আসনে প্রতিদ্বন্দ্বিতা করছেন।
৫ ঘণ্টা আগে
কার্যক্রম নিষিদ্ধ থাকায় এবার জাতীয় সংসদ নির্বাচনে অংশ নিতে না পারা আওয়ামী লীগের নেতা-কর্মীরা বান্দরবানে জামায়াতের জয় ঠেকাতে বিএনপিকে সমর্থন দিতে পারে। বিএনপি এবার পাশে পাচ্ছে পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতিকেও (জেএসএস)।
৫ ঘণ্টা আগে
৭০ বছর বয়সী জাবেরুন নেছা। রাজমিস্ত্রির সহকারী হিসেবে কাজ করে সারা জীবনের অর্জিত অর্থ দিয়ে নিজের নামে এক কাঠা ও ছেলের নামে দুই কাঠা জমি কিনেছিলেন। ১৭ বছর আগে কেনা সেই জমি এখন হাতছাড়া হওয়ার পথে।
৬ ঘণ্টা আগে
বগুড়া সরকারি আজিজুল হক কলেজ গেটসংলগ্ন রেললাইন এখন কার্যত রেলওয়ের নিয়ন্ত্রণে নেই। সরকারি বিধি, রেলওয়ে আইন ও শিক্ষার্থীদের নিরাপত্তাকে উপেক্ষা করে রেললাইনের গা ঘেঁষে গড়ে উঠেছে স্থায়ী ও অস্থায়ী অসংখ্য দোকান। এমনকি পরিত্যক্ত রেললাইনের ওপর দোকানঘর নির্মাণ করে নিয়মিত ভাড়া আদায় করা হচ্ছে।
৬ ঘণ্টা আগে